টপিকঃ ফোরামিকদের একটি স্প্রিং ব্রেকের ছবি নিয়ে তোলপাড় ও আমাদের ভাবনা
আপনারা সকলে জানেন যে, ফোরামিক আহমাদ মুজতবা(মুজ্জি) গতকাল স্প্রিং ব্রেকার্স গেট-টুগেদার টপিক খুলে ছিলেন। কিন্তু ভ্রমণে তার সাথে যে প্রজন্ম ফোরামের কিছু সিনিয়র সদস্য ছিলেন তা তিনি উল্লেখ করে নাই। কিন্তু দূর্ঘটনা ক্রমে তাদের একটি বিতর্কিত ছবি সামাজিক মাধ্যমে চলে আসে। এবং তা নিয়ে শুরু হয় তোলপাড়।
ছবিটি বড় করে দেখতে ক্লিক করুন http://i.imgur.com/1hDSwyi.jpg
ছবিতে বা দিক হতে ডান দিকে একে একেঃ অরু, এক প্রমীলা ফোরামিক (যার নাম টপিকের শেষে আছে) এবং ইলি
এই বিতর্কিত ছবি নিয়ে বিভিন্ন ফোরামিকেরা কে কি ভাবছেন তা "ডেডু রাডারে" ধরা পরেছে। সেই রাডারের তথ্য একেএকে দেওয়া হয়েছে এই টপিকে।
ছড়াবাজ:
"যদি পেতাম একটি ছুটি
দিলাম এক ছুট
গরীবের ক্যামেরা দিয়ে - বিকিনি পড়ুয়া ললনাদের
তুলতাম ছবি ফটাফট
বয়স তো হলো মোটে চল্লিশ
লুলামির শুরু হবে এখনি - এখন নয় তো কখন? "
দ্যা ডেডলক অরু ও ইলি এই দুই জনের জন্য ছবিটির বলাত্কার হয়ে গেছে । এই দুই জন না থাকলে ছবিটি ওসাম হতো এবং ডেক্সটপ ওয়াল পেপার আকারে লাগাতে পারতাম। তা যাই হোক ছবিটির ললনার অংশটি ১০০০% জুম ও enhance করে যা বুঝতে পারলাম তা হলো, ললনার পেটে মেদ জমেছে। জিমে যেতে হবে ললনার ।
ছবি-Chhobi ই-আল্লাহ ভাইজান দেখি নষ্ট হয়ে গেছে। ইয়াক এই ছবি কোন মানুষ তোলে নাকি ? এই ফোটোগ্রাফারের মাথায় যেন বাজ পরে।
পলাশ মাহমুদ বাপজান(ইলি) এইডা তুমি কোন কাম করলা? এই বাজে ছবিতে মোর বাপজানকে দেখলাম ....সারম....সরম
Jemsbond কত্ত খারাপ দেখছো ! আর লোকের আমাকে খারাপ বলে। তা আমারে সাথে নিয়ে গেলে অরু ও ইলি কে আলাদা আলাদা ললনা খুজে দিতাম। একটার পিছনে এনাদের ঘুরতে হতো না। তাহলে ছবিতে থাকতো অরু,ইলি ও জেমু সাথে তিন ললনা।
আহমাদ মুজতবা ওহ! ম্যান। বির্তকিত ছবি তুলে তো আমি বিখ্যাত হয়ে গেলাম। এই ছবি দেখে তো ন্যাশনাল জিওগ্রাফি থেকে ফোন এসেছে। বলেছে যে, অসাধারণ তিন এলিয়ানের ছবি তুলেছেন।
মেহেদি৮৩ এটা কোন জাতের ছবি হলো নাকি ? এক কথায় ফালতু । দেব নাকি প্রজন্ম থেকে ডিলিট করে এই ছবি ।
mizvibappa আমি কত মানুষকে বিদেশে পাঠাই কিন্তু নিজের আর USA তে যাওয়া হলো না
মরুভূমির জলদস্যু সামনের বারে এই লোকেশনে গিয়ে মরুভূমির জলদস্যুনীর সাথে জল-কলি করবো উলা লা লা উ।
invarbrass হে হে আমিও সেখানে ছিলাম কিন্তু কেউ মোরে চেনে নাই
ছায়ামানব এই সব ফোরামিকের কারণে ফোরামটি নষ্ট হয়ে গেল। যাই সব গুলাকে ব্যান করার জন্য রিপোর্ট করি।
সমালোচক আমাকে ফেলে রেখে এনারা গেল স্প্রিং ব্রেকে ? হায় লাগবে হায়।
নিশাচর নাইম নাউজুবিল্লাহ। এই সব আখেরাতের আলামত।
মেরাজ০৭ আব্বাকে বুঝাতে হবে USA এর লেখাপড়ার মান কেমন। একবার যদি যেতে পারতাম তবে আমাকে পায় কে
এবার জেনে নিন সেই প্রমীলা ফোরামিকের নাম যিনি ছবির ঠিক মাঝখানে বসে আছেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় ফোরামিক " উদাসীন " অ্যাঁয় এটা কি হলো ?? মনে যদি প্রশ্ন জাগে তাবে উদাসীন এর মনের ভেতরে গিয়েই এর উত্তর জানতে হবে। উদাসীনঃ লুল লুল লুল। স্প্রিং ব্রেকে আমি ললনার এক মুখোশ পড়ে সেখানে গিয়ে ছিলাম কিন্তু কেউ আমাকে ধরতে পারলো না উল্টা আমার পিছে লাইন লাগিয়েছে অরু ও ইলি। আর মুজ্জি আমার পিছে পিছে ঘুরে ছবি তুলেছে। লুল লুল পুরাই লুল।
Jol Kona অরু দা ও ইলি দা এর গ্লাসে কি আছে? গ্লাসের ছবি দেখে খিদা লেগে গেল। যাই একটু ৫ নাম্বার রাউন্ডের ডিনার করে আসি।
নোটঃ
১। আসল ছবিটি আহমাদ মুজতবা এর ফ্লিকার একাউন্টে পাবেন ।
২। টপিকে যার যার নাম এসেছে কারো আপত্তি থাকলে জানাবেন। তার নাম প্রত্যাহার করা হয়ে।
৪। স্প্রিং ব্রেকে ইয়ো টাইপের পোলাপানেরা কি কি করে তা বিস্তারিত জানতে দেখতে পারেন Spring Breakers (2012) মুভি