টপিকঃ বিবিসি বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর তালিকাটা একদম সঠিক আছেতো?
গতকাল দুপুরের কথা। গরমে এতোটাই কাহিল যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম ফ্রিজের পানি ছাড়া দুপুরে আর কিছুই খাবনা। তো হলো কি, শুভ দাদা কল করে বললেন তাঁর মা আমাকে স্মরন করেছেন। গিয়ে দেখি আমার হিন্দু মাতা পরম মাতৃ স্নেহে আমার জন্য চিকেন বিরিয়ানি রেঁধেছেন। এই মহিলা ভাল-মন্দ কিছু রাধলেই আমাকে খাওয়াবেন। কি আর করা, রিজিকের মালিক যখন আল্লাহ্ই, সুতরাং, দুপুরে উপবাস থাকার সিদ্ধান্ত বদলে আমাকে মাতৃ স্নেহে রন্ধনকৃত চিকেন বিরিয়ানির স্বাদ গ্রহন করতেই হল।
এরপর শুভ দাদার সৌজন্যে জলিল ভাইয়ের মুভি দেখে অনাবিল আনন্দ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। ঘুম ভেঙ্গে দেখি দাদাও আমার পাশে আড়মোড়া ভাঙছেন। তখন রাত ৯ টা।
ঘুম ভেঙ্গেই কেন জানি আমার মনে প্রথম এই কথাগুলোই আসলো, ভারত ভাগ হওয়া কি খুব জরুরি ছিল? অন্তত বাংলাটাকে কি অবিভক্ত রাখা গেলনা? আমি যতদুর জানি, বাংলা ভাগের বিপক্ষে সে সময় অনেক নাম না জানা ছাত্র-জনতাসহ অনেক নামীদামী লেখক, চিত্র পরিচালকও ব্যাপক আন্দোলন ও বিরোধিতা করেছিলেন। তাদের তৎকালীন লেখা, সিনেমায় তা স্পষ্ট প্রতিয়মান। রাজপথেও নেমেছিলেন তাদের কেউ কেউ।
বাংলার বুকে সে সময় নাম করা বিজ্ঞানীও ছিলেন।
ছিলেন কুমিল্লার ধিরেন্দ্র নাথ দত্ত। যিনি উপমহাদেশের প্রথম মানুষ যে তৎকালীন পাকিস্তানী সংসদের প্রভাবশালী সদস্য থাকার পরেও উদাত্ত কণ্ঠে দাবী জানিয়েছিলেন বাংলা হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা। একাত্তরে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই বীর বাঙালীর পরিবারের পরিচয় আজ ভারতীয়। তাঁরা হিন্দু বলেই হয়তো আমাদের দালালপন্থী নেতাদের পরিচালিত বাংলাদেশে এতো মূল্যহীন বাংলার এইসব সূর্য সন্তান ও তাঁদের পরবর্তী প্রজন্ম।
বিবিসি বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীতে এধরনের মানুষগুলো নেই। কেউ কেউ থাকলেও তালিকায় তাঁদের অবস্থানই মনে প্রশ্ন জাগায়, বিবিসি বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর তালিকাটা একদম সঠিক আছেতো? নাকি এখানেও রাজনৈতিক হস্তক্ষেপ, লবিং, তদবির ইত্যাদির খেলা চলেছে? শুনেছি আজকাল নাকি পয়সা হলে কিছু কিছু ক্যাটাগরিতে নোবেল প্রাইজও পাওয়া যায়...