আমি অর্থনীতির লোক নই, আর আমি যে অর্থনীতিতে নোবেল পাবার মত লোক নই তার সবচেয়ে বড় প্রমাণ যে আমি আপনার সাথে এখানে বসে বকবক করছি৷ সেই ক্যাটাগরীর লোক হলে কি আপনি আমার দেখা পেতেন?
অনুপ্রবেশ তত্ত্ব ও পিছিয়ে পড়াতে আপনি কোন যোগ দেখতে পাননি৷ ভেবে দেখুন আপনার ঘরে ৫ বাটি ভাত আছে৷ আপনাদের পরিবারের সদস্য সংখ্যা ৫৷ সবাই খেতে পেলেন এখন সেখানে যদি বহিরাগত আরো ১০ জন এসে যায় তবে কি আপনি আপনার বাড়ির সকলকে সেই ১ বাটি করে ভাত দিতে পারবেন? খাবারে সংকুলান করতে পারবেন না৷ এখন এখানে খাবার বাটিটা আমি রূপক অর্থে বললাম৷ ধরে নিন এটা কর্ম সংস্থান-জীবিকা-খাদ্য সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ আর অনুপ্রবেশ বলতে অবৈধ অনুপ্রবেশ বলতে চেয়েছি৷ আর আমার লেখাটা আরেববার পড়ে দেখুন, কোথায় বলিনি পিছিয়ে পড়ার জন্য অনুপ্রবেশ দায়ী৷ বলেছি উক্ত কারণ গুলো একটা অংশমাত্র৷
rabbil rimon লিখেছেন:তবে তার আগে কাঁটা তারের বেড়া ভেদ করে , bsf কে উপেক্ষা করে আপনার রাজ্যে (মুম্বাই,দিল্লি হলে একটা কথা ছিল ) সত্যিই এত অনুপ্রবেশ ঘটে কিনা সেইটাও ভাববার বিষয়

বাস্তব দেখতে হলে কোনদিন যদি ভারতে আসেন তবে আগরপাড়া, সোদপুর, মধ্যমগ্রাম, তালবান্দা, বিরাটী, গোবরডাঙ্গা, দত্তপুকুর, বারাসাত, বনগাঁ অঞ্চল-এ গিয়ে দেখতে পারেন৷ হাতে নাতে প্রমাণ পাবেন অনুপ্রবেশ কাকে বলে৷
কাঁটাতারের বেড়া উপেক্ষা করে কি করে দু-দেশের মধ্যে যাতায়াত হয় এটা না জেনে আপনার মন্তব্য করা তে অবাক লেগেছে৷ দু-দিক থেকেই এর বন্দবস্তো আছে হে, কেউই ধোয়াতুলসি পাতা নয়৷
আর দিল্লি-মুম্বাইতে অনুপ্রবেশকারী নেই? হা হা হা..... একদশক আগে দিল্লীর সরকার রীতিমত ঘাড় ধাক্কা দিয়ে বৈধ পরিচয় পত্র ছাড়া বাঙালিদের তাদের রাজ্য থেকে বিতাড়িত করেছিল৷
কেবল মাত্র তর্ক করতে হবে আর যেন তেন প্রকারে নিজেকে ঠিক প্রমাণ করতে হবে এই ভাবনা থেকে হয়তো আপনি আমাকে নোবেল পাবার সমতুল্য বললেন৷ এতে আমার হয়তো কোন সমস্যা নেই, কিন্তু সুস্থ আলোচনা করুন তাতে জানার পরিধীটা বাড়ে৷