টপিকঃ আমরা কি ভারতীয়??
হয়ে গেল ভারত আর শ্রিলংকান ম্যাচ, আমরা বাঙালিরা যে ভাবে মাথায় ভারতের পতাকা বেধে, গালে আকিয়ে,হাতে নিয়ে লাফালাফি করছি তাতে মনে হচ্ছে আমারা বংলাদেশি না কী ভারতীয়? এই ভাবে নিজের দল থাকা সত্ত্বেও অন্য দেশের জাতীয় পতাকা বেধে, গালে আকিয়ে,হাতে নিয়ে লাফালাফি করা খুবই লজ্জার বেপার, কোন দলের সমর্থন যে কেউ করতে পারে তাই বলে এই ভাবে এই গুলো কখনোই কাম্য নয় shame shame shame, কঠোর ভাবে প্রতিবাদ জানাই , খেলা শেষে দেখেছি ভারতীয় সাপোর্টারদের চোখের জল, যারা বাঙালী হয়েও ভারতীয় সমর্থক