টপিকঃ ফ্ল্যাশ ব্যাকঃ প্রজন্ম ফোরাম
১
দেখতে দেখতে এক বছর শেষ!!! কি আজিব ব্যাপার! মনেই হচ্ছে না মাঝে দিয়ে এত্ত গুলো সময় ফুড়ুৎ করে কেটে গেল!
অনলাইনে এই ভাবে লেখালেখি করে আমার অভ্যাস ছিল না! আমাকে এক চিপা থেকে একজন ধরে এই ফোরামের এনে ফেলে দিল! প্রথম পোস্ট সেই অভ্যর্থনা কক্ষ লিখতেই আমার সারা সন্ধ্যা পার হয়ে গেছিল! কি লিখব কি লিখব ভাবতে ভাবতে! তাও ফ্রেন্ডের হাউ-মাউ-কাউ শুনতে শুনতে কি যে লিখেছিলাম লিখে-টিখে আমি তো চুপ মেরে ছিলাম! অন্য রকম একটা অনুভূতি ছিল! আমি তো ভয় পাচ্ছিলাম; না জানি সবাই কিভাবে রিএ্যক্ট করে!
দ্বিতীয় পোস্ট লেখার জন্য আমাকে আবার হুমকি ধুমকি দেয়া হচ্ছিল! আমার তো সাহসে কুলছিল না কিছু লিখব! আমার মাথায় কিছু ছিল না যে লিখব! ফোরামে ঘুরতে ঘুরতে কারো একজনের পোস্ট ছিল "রবি"র একটা বিজ্ঞাপন নিয়ে! ওটাকে বেশ করে পরের ঘটনা! ইনস্ট্যান্ট টপিক পিক করে লিখা শুরু! সেই লিখা লিখতেও দুই দিন পার করে ফেলছি :S
লেখা দিয়ে তো পুরাই টাস্কি! আসলেই আমি এক্সপেক্ট করি নাই এত জনের রেসপঞ্জ পাব!
যদিও বানান নিয়ে সমস্যা তখনও ছিল এখনো আছে! থাকবে এটা কিছু করার নাই! যে যত বানান ভুল বের করে দিতে পারবে
তার মানে সে তত ভাল করে লেখাটা পড়েছে
(উদাদা এটা পড়লে আজ চড় এর কাউন্টডাউন দিবে
)
২
আমার ফোরামে ১৫ দিন গড়াতে না গড়াতে ডেডু দা ৮০০০তম পোস্ট উপলক্ষে একটা পোস্ট করছিলেন! সেখানে আমার নাম দেখে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম! যার কারনে আমার তাকে অভিনন্দন দেয়ার কথা ! এই অভিনন্দন শব্দটাই আমার মনে আসছিল না!
এটা খুব ভাল করে মনে আছে! এরপরেও একটা দুটা লেখায় পেলাম নাম! সত্যি বলতে মজা লাগছিল! এত সর্ট টাইমে কারো লেখার পিচ্চি পার্ট হবার মজার অন্য রকম।
৩
এর মাঝে আমি ডেডুদা, উদাদা, ব্রাশুদা, সেভারাস, জেমস (বোতল ভায়া), তাছেড়া কাউয়া, ছবিপু বিশাল ছোটখাটো এক পাঙ্খা হইয়া গেছি আমি!
যদিও সেভারাসকে নিয়ে নানা ভয় ভীতি দেখানো হইছিল আমাকে! নানান মুন্সির; নানা কথা! "ল্যাব" হয় নি!
; বান্দাকে আমার ভালই লেগেছিল!
একটু রুড বিহেভ দেখাত কিন্তু এত খারাপ ছিল না
আমার তো মজাই লাগত!
( কোন তেল মারামারি নাই)। আমার শয়তানির কারণে সেভারাস আর কথা বলে না! আমার সাথে
। এখন তো আর ফোরামেও দেখিও না!
আস্তে আস্তে আমার লাফালাফি শুরু হল ফোরামে! বেশি লাফাফালি করতে গিয়ে যেটা হইসে একটা ওয়ার্নিং খাইছি! একবার একটা রুল ব্রেক করে দিসি! গোবার একটা মেসেজ ওপেন করে দিয়ে! তারপর দেখি কেউ আমারে বকা দেয় নাই!
খুশির চোটে আরো লাফালাফি বেড়ে গেছে!! এরপরে আরো একটা ওয়ানিং পাইছি কিন্তু আমারে কেউ মাইনাস দিল না
এই একটা আফসুস রইয়া গেল! কত চেষ্টা করলাম কেউ একটা মাইনাস দিক!
দিল না!
ব্যর্থ চেষ্টা ছিল!
৪
এর মধ্যে দিয়ে হল প্রজন্ম ফোরাম মিট-আপ সিজিন ১-২। মিট-আপ এরেঞ্জমেন্ট নিয়েও অনেক কাহিনী হইল!এর মধ্যে সারিম-বেঙ্গলবয় ফ্রি উইথ মেহেদি৮৩ , মুজ্জির সাথে ভাল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইল! যদিও মুজ্জি , এখন বানের তোরে হারায় গেছে। তারে খুজে পাওয়া যাচ্ছে না ইদানীং!
মেহেদী৮৩ কে মিটাপসেশন থেকে এক রকম তাড়ায় দিতে হইছিল! আমরা অবশ্য একদম লাস্ট আউয়ারে জয়েন করছিলাম! ৫ জন ছিলাম মাত্র! আমার হেড ফোনের প্যান-প্যানানীর জ্বালায় আমার প্রায় শেষ ১ ঘণ্টা চুপ করে বসে থাকতে হইছিল! আড্ডায় এত বেশী মজা পাচ্ছিল সবাই; মধ্যরাত কখন ভোর হয়ে গেল কারো খবরই ছিল না!
ফোরামের পাঙ্খা লিস্টে আরও কয়েকজনের নাম জুড়ে গেল!
মাঝে থেকে এক ফুপু তার এক ভাতিজাকে খুঁজে পাইল সেটা হইল আমাদের পিচ্চি মেরাজ!
ফোরামের বাইরে ফেবুতে হয়তো অনেকের সাথে আলদা করে লিঙ্ক তৈরি হইসে! এর মধ্যে উল্লেখ্য করার মত নাম হল উদাদা, অরুণদা, রহস্য মানব, কাজী নুর, মেহেদি৮৩, সারিম, জেমস ভায়া, বেঙ্গল বয়!!!
মানুষ গুলো ফ্রেন্ডলি বলে আমার ঘ্যান ঘ্যানি সহ্য করতেছে নাইলে..............
নাইলে তো আমার প্রশ্নের অত্যাচারে সবাই অত্যাচারিত!
ফটো ক্রেডিটঃ জেমস বন্ড
বন্ডুভাই তো আমার উপর মহা-খ্যাপা খেপেছিল একবার!
৫
মাঝে দিয়ে আমি মহা পণ্ডিত খুব ঘ্যান-ঘ্যান প্যান-প্যান করছিলাম ফোরামে একটা রান্নাঘর খুলে দিতে যাতে পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেলেই যেন দৌড় দিয়া, সবাই রান্নাঘরে গিয়ে কিছু একটা এনে খেতে পারে! আর খেতে খেতে না হয় পড়া চলবে! কিন্তু বাচ্চা মানুষ দেখে ক্যানক্যানি শুনে কেউ এত আগ্রহ দেখাইল না!
এই সব দেখে আমাদের বিশিষ্ট ফোরামিক রহস্য মানব; এডু-মডুদের কি জানি খাওয়ায়-টাওয়ায় দুই রাতের মধ্য ম্যাজিক করে; এই রান্না ঘরের দরজা বানায় দিল!
কতটাকা ঘুস দিসে কে জানে!
যাক সব মিলায় ঝুলায় ভালয় ভালয় হল!
তারপর ধুমাধুম শুরু হইল রান্নার ব্যাপক কপচাকপচি!
যার ফলাফল রান্নাঘরের এই অবস্থা! আমি তো মহা খুশি! মুহুহাহাহাহা!
৬
এই করে করে এক বছর কেমনে কেমনে কেটে গেল! টেরি পেলাম না! সময় কত দ্রুত কেটে যায়! ফোরামে আসার পর ফোরাম রিলেটেড অনেক গুলো আন-এক্সপেক্টটেড ঘটনা ঘটে গেল! মাঝে খুব রাগ হইছিল! কিছু ফোরামিকের সাথে আমার ইনিশিয়ালি ঝামেলা হয়ে গেল! কিন্তু কিছু করার ছিল না! ইচ্ছাকৃত না! হয়ে গেছে জাস্ট! আমার বোঝার ভুল, তাদের বোঝানোর ভুল!
পরে আরো একজনে পাঙ্খা হয়ে গেলাম ছড়ুদা আর কামরুল ভাই এর! এনার লেখা কয়েকটা ছড়া আমার ভাতিজার মুখে টুসটুস করে শোনা যায়! তখন কিযে মজাটা লাগে!!
আমার রেকর্ড করে নিতে মনে থাকে না!
৭
ফোরামে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে দিন যাচ্ছিল আর সবাই মিলে একখানা ইস্টার ঝুলায় দিল আমার নামের পাশে! আহা! কত করে একটা খেলনা টেড্ডি বে'আ(!) চাইলাম! দিল না কেউ! দিলে তো এখন সবাইকে দেখাইতে পারতাম
"এই যে দেখ আমার টেড্ডি!!"
ফোরামে মেয়েরা খুব একটা আসেনা! আমি, ছবিআপুকে ছাড়া আর কাউকে দেখি না! আমি আসার পর যাও কয়েকজন ছিল, কচিয়া, রাবেয়াপু, অঙ্কিতাআপু, নীলা, মুন্নি আপু! সে তো তাও হটাৎ করে আসে। নাদিয়া পুকে তো দেখিই না! এখন ছবি আপু আর আমি ছাড়া কোন আপু নাই। রমা ফোরাম ছাড়ছে পর্যন্ত মুন্নি আপুর খবর নাই!
৮
রমা আর সেভারাসকে স্যরি। রমা তো আমার কারনেই ফোরাম ছাড়ল লাস্টে! যদি সম্ভব হয় ভাই বেক কর! আর কিছু বলার নাই! আর সেভারাস ভাইয়াকে কয়েকবার ফেবুতে স্যরি বলছি! বাট আবার এইখানেই বলতেছি! স্যরি! ফোরাম আপনাদের ছাড়া আসলে খালি খালি লাগে!
কয়কজনই আছে যারা ফোরামটাকে মাতায় রাখে কিন্তু তারা আসে না । আর সারিম তো সারিম! আসবে না তো আসবেই নাই! অরুনদাও আর কিছু শেয়ার করেন না! আমার ছুড়ু ভাইটাও নাই হয়ে গেছে
মানে আমি অমিতের কথা বলতেছিলাম!
ফটো ক্রেডিটঃ উদাদা
এখন কেউ আগে মত লিখে না ... মজা করে না! মরুভূমির মত মনে হয় আমার! এইখানে সবাই আমরা টেঁকি দুনিয়ার মানুষ না! এই রকম হইতে থাকলে প্রজন্ম ফোরামে থাকা হবে না!!
যাক অনেক মজার মজার সময় কেটেছে আমার ফোরামে! আশা করা যায় সামনেও আবার এসে ইয়াআআআআআআআআআআআআ বিশাল বিশাল লেখা দিয়ে; সবার চোখ আর ধৈর্য্য পরীক্ষা করব আমি
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর ফোরামের সাথেই থাকুন!
আর বুড়াবুড়া বাচ্চারা দয়া করে আপনারা কিছু লিখা দিন!
বিশেষ অনুরোধ!
ব্রাশুদা, উদাদা, ইলিয়াসদা (উনারা অবশ্যই বুড়া-বাচ্চা না! , উদাদা আজ মাইর দিবে নিশ্চিত )। জেমসবন্ড, মেহেদি৮৩ম, অরুনদা, অংকিতা আপু, আর কারো নাম মনে পড়ছে না!
হেব্বি ঘুম পাইতেচ্ছে!! লিখা মনে হয় অনেক বিশাল আর ছেড়াবেড়া হয়ে গেছে আর ভাল করে লিখতে পারব না! আপাতত আমার এই প্যান প্যান হজম করেন সবাই! আজকের মত আমি জল বিদায় নিচ্ছি!
সামনে আবার আসতেছি! চিন্তা কইরেন না!
বিঃ দ্রুঃ কারো পারমিশন নিয়া ছবিগুলা দেই নাই হাউ মাউ করলে, আমি কাউকে চিনি না কইলাম!
আর হ্যাঁ এই যে মানুষগুলার কথা যে বললাম! আমি আসলেই ইন্সপাইয়ারড এদের থেকে! রানিং টাইমে কিছু না কিছু জিনিশ শিখছি! আর অনেক কিছু পাইছি! তারাও মুক্ত হস্তে সব বিলায় দিসে!
অবশ্য আমি বাচ্চা মেয়ে তো কিছু চাইলে কি আর না করতে পারে!!!!!!