টপিকঃ চলুন লিনাক্স টার্মিনাল নিয়ে একটু মজা করি
অনেকদিন পর প্রজন্ম ফোরামে ঢুকলাম, ঢুকেই কিছু একটা লিখার শখ জাগল। তাই লিখে ফেললাম। ভুল হলে আগে ভাগেই ক্ষমা চায়ে নিচ্ছি
লিনাক্স টার্মিনাল অনেকের কাছে একঘেয়েমির ব্যাপার। অনেকেই দু চোখে দেখতে পারেন না। অনেকের কাছে It is such a boring thing । আমি আজকে আপনাদের দেখাব লিনাক্স টার্মিনাল নিয়েও মজা করা যায়।
আমি যেহেতু উবুন্টু ফ্যানবয়, তাই আমি শুধু উবুন্টুতে কাজ করতে পারে এমন কমান্ড দিয়ে মজা করব
১। ট্রেনঃ প্রথমে পালা আপনার টার্মিনালে একটা রেল গাড়ি চালানর। তাই আপনার টার্মিনালে এই কমান্ড দিয়ে ট্রেন ইন্সটল করে ফেলুন
$ sudo apt-get install sl
এবার ট্রেন চালানর পালা। টার্মিনালে কমান্ড দিন
$ sl
দেখতে পারছেন আপনার ট্রেন?
২। টার্মিনাল কে পাগল করে ফেলুনঃ টার্মিনালের পাগলামি দেখতে চান? তাইলে কমান্ড দিনঃ
$ yes i love linux
খবরদার আপনার গার্লফ্রেন্ড কে এটা দেখায়েন না, উনি বুঝে যাবেন আপনি তার চেয়ে লিনাক্স কে বেশি ভালবাসেন :p
৩। চলেন টয়লেট করিঃ ইয়ে, না মানে টয়লেট ইন্সটল করি আগে :p
$ sudo apt-get install toilet
এবার আপনার প্রিয়জন কে টয়লেট করার নির্দেশ দেন।
$ toilet rumona
বুঝলেন এবার? এই টয়লেট কিন্তু সেই টয়লেট না।
৪। আগুন লাগিয়ে দিন টার্মিনালেঃ এবার চলেন, আগুল লাগাই এই টার্মিনালটাতে
কমান্ড লাইনেঃ
$ sudo apt-get install libaa-bin
এবার একটা কমান্ডেই লাগিয়ে দিন আগুন
$ aafire
৫। ভাল কাজ করি, এবার আগুন নিভাইঃ নাহ, যতোই হোক টার্মিনালে আগুন লাগান টা নৈতিক না । চলুন একটা বৃষ্টির সৃষ্টি করে আগুন নিভিয়ে ফেলি
কমান্ড লাইনে লিখুনঃ
$ sudo apt-get install cmatrix
এবার বৃষ্টির সৃষ্টি করুনঃ
$ cmatrix
আজকে এতটুকুই। আর লেখতে ইচ্ছা করছে না। এবার আপনাদের পালা এটাকে ট্রায় করে দেখার।
আমি কয়েকটা কমান্ড দিয়ে গেলাম যার ফলাফল আপনারা আমাকে জানাবেন।
$ world
$ nice man woman
$ ^How did the sex change operation go?^
$ %blow
$ [ where is projanmo forum?