টপিকঃ কম্পিউটার অপারেটর পদে সহকর্মী চাই
১ জন জুনিয়র কম্পিউটার অপারেটর
• সাবলিলভাবে বাংলা বিজয় কীবোর্ডে সঠিকভাবে দ্রুত কম্পোজে পারদর্শী।
• ইংরেজী টাইপিং গতি ৪০ শব্দ হতে হবে।
• মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• এডবি ফটোশপে ছবি স্ক্যানিং, এডিটিং ইত্যাদি জানা থাকতে হবে।
• প্রয়োজনে কম সময়ের মধ্যে কাজ শেষ করার মানসিকতা।
• উচ্চ মাধ্যমিক পাশ।
• ২০ থেকে ৩০ বছর বয়স।
• ৯০০০ থেকে ১১০০০ টাকা বেতন।
আগ্রহীদের জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর উল্লেখপূর্বক), উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের ফটোকপি, ২ কপি ছবিসহ ২০ মার্চ ২০১৪ তারিখের মধ্যে নিচের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ম্যানেজার, এইচআরএম, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি), এ-১৮/৬, গেন্ডা, সাভার, ঢাকা।
• খামের উপর পদের নাম লিখতে হবে।
• প্রতিবন্ধী প্রার্থী ও মহিলাদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
• চাকুরি স্থান: এ-১৮/৬, গেন্ডা, সাভার, ঢাকায় হেড অফিস
সিডিডি সম্পর্কে জানতে: www.cdd.org.bd