টপিকঃ ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

প্রিয় ফোরামিকগণ,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো। আপনারা অবগত আছেন যে, টি২০ বিশ্বকাপ আসন্ন। এশিয়া কাপের আমেজ না মিটতেই আগামী ১৬ই মার্চ থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। আমার মত যারা বিভিন্ন মেসে থাকি চাকুরী বা পড়ালিখার প্রয়োজনে তাদের খেলা দেখার জন্য ল্যাপটপ বা ডেস্কটপই ভরসা (অনেক মেসেই টিভি থাকেনা)। ফলে টিভিকার্ড একটি আনুষঙ্গিক চাহিদা হয়ে দেখা দেয়। আমিও একটি টিভিকার্ড কিনবো বলে মনস্থির করেছি। কারন টি২০ বিশ্বকাপের পরেই আবার আসছে বিশ্বকাপ ফুটবল। যাই হোক, প্যারা লেগেছে আমার ল্যাপটপ নিয়ে, মানে ম্যাকবুক এয়ার। ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে হন্য হয়ে গেলাম। বাজারে বেশিরভাগ দোকানেই আমাকে দেখাচ্ছে Gadmei আর Perfect ব্রান্ডের টিভিকার্ড। দুটোই সস্তা দামের। কিন্তু ম্যাক সাপোর্টেড কিনা সন্দিহান। আরেকটা ব্রান্ড দেখলাম- Real Media। উল্লেখ্য আমার ইউএসবি টিভিকার্ড দরকার। কারন ম্যাকবুক এয়ারে এটাই সবচেয়ে ভালো অপশন। এখন ফোরামিকদের নিকট ম্যাক সাপোর্টেড টিভিকার্ডের ব্যাপারে জানতে চাই। কেউ কি জানাতে পারবেন কোন ব্রান্ডের বা কোন মডেলের ইউএসবি টিভিকার্ড ম্যাকে চলবে?
Gadmei বা Perfect ব্রান্ডের টিভিকার্ডগুলো কোন উপায়ে ম্যাকে চালানো যাবে কিনা সেটাও সম্ভব বলে একটু তথ্য দিবেন। এর আগে যখন লিনাক্স ইউজ করতাম তখনো হার্ডওয়্যার সংক্রান্ত বহুত ক্যাচাল সামলিয়েছি। এখন ম্যাক ইউজ শুরু করার পর আবারো হার্ডওয়্যার একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
অগ্রিম ধন্যবাদ জানালাম। আশাকরি তথ্য দিয়ে উপকৃত করবেন  smile

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (০৯-০৩-২০১৪ ১১:৩২)

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

আচ্ছা আজ অফিসে এক কলিগের সাথে আলাপের সময় উনি একটা সাজেশন দিলেন। এক্সটার্নাল টিভি বক্স (Gadmei XGA TV-box) কিনে নিতে যেখানে ভিজিএ পোর্ট আছে। এরপর ইউএসবি-টু-ভিজিএ কনভার্টার (১৫ পিনের ভিজিএ) দিয়ে সেটাকে একবার ট্রাই করা যেতে পারে। উনি বললেন এক্ষেত্রে নাকি মনিটরে টিভি দেখা যাবে, ওএস এর উপর নির্ভর করবেনা। রিমোট দিয়ে টিভি নিয়ন্ত্রন করা যাবে। আর PIP ফাংশন থাকে রিমোটে, সেটা দিয়ে নাকি টিভি দেখা ও ব্রাউজিং একইসাথে করা সম্ভব। শুধু দেখে নিতে হবে মনিটরের রেজুলেশনের সাথে টিভিবক্সের সাপোর্টেড রেজুলেশন কাছাকাছি মিলে কি না। উনি নাকি এভাবে করে উনার এইচপি প্রোবুকের মনিটরে টিভি চালাতে পারেন। মানে নাকি আউটপুট হিসাবে ম্যাকবুকের মনিটরটা ইউজ হবে। এরকম কি আসলেই সম্ভব? কেউ জানাতে পারবেন কি?  thinking

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

সর্বশেষ সম্পাদনা করেছেন মুক্ত অভি (১৫-০৩-২০১৪ ২০:২৮)

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

Re: ম্যাক সাপোর্টেড টিভি কার্ডের সন্ধানে...

আচ্ছা আজ অফিসে এক কলিগের সাথে আলাপের সময় উনি একটা সাজেশন দিলেন। এক্সটার্নাল টিভি বক্স (Gadmei XGA TV-box) কিনে নিতে যেখানে ভিজিএ পোর্ট আছে। এরপর ইউএসবি-টু-ভিজিএ কনভার্টার (১৫ পিনের ভিজিএ) দিয়ে সেটাকে একবার ট্রাই করা যেতে পারে। উনি বললেন এক্ষেত্রে নাকি মনিটরে টিভি দেখা যাবে, ওএস এর উপর নির্ভর করবেনা। রিমোট দিয়ে টিভি নিয়ন্ত্রন করা যাবে। আর PIP ফাংশন থাকে রিমোটে, সেটা দিয়ে নাকি টিভি দেখা ও ব্রাউজিং একইসাথে করা সম্ভব। শুধু দেখে নিতে হবে মনিটরের রেজুলেশনের সাথে টিভিবক্সের সাপোর্টেড রেজুলেশন কাছাকাছি মিলে কি না। উনি নাকি এভাবে করে উনার এইচপি প্রোবুকের মনিটরে টিভি চালাতে পারেন। মানে নাকি আউটপুট হিসাবে ম্যাকবুকের মনিটরটা ইউজ হবে। এরকম কি আসলেই সম্ভব? কেউ জানাতে পারবেন কি?  thinking
==============
এই রকম আছে নাকি। কেউ বলতে পারবে।