টপিকঃ " সিম্ফনি এক্সপ্লোরার P8 " এর ব্যাপারে সাহায্য দরকার
৩ মাস আগে সিম্ফনি এক্সপ্লোরার P8 সেট টা কিনি। এতদিন ভালই চলছিল । গত কয়েকদিন যাবত কিছু সমস্যা করছে। প্রধান সমস্যা ক্যামেরা টা প্রায়ই কাজ করছেনা। লেখা উঠছে can not connect to camera অথবা ক্যামেরা চালু করলে স্ক্রিন সবুজ কালার হয়ে থাকছে। সেট রিস্টার্ট করলে কিছুক্ষণ প্রব্লেমটা সল্ভ হয়ে যাচ্ছে, ঘণ্টা খানেক পরে আবার হচ্ছে। গুগ্লিং করে দেখলাম এটা হার্ডওয়্যার প্রব্লেম না সফটওয়্যার প্রব্লেম। নেট এ প্রচুর খুজলাম এই সেট এর কাস্টম রম/ অফিসিয়াল রম । কিছুই পেলাম না। এমনকি এই সেট কোন চায়না ফোন থেকে রিব্রান্ডিং হয়েছে তাও পেলাম না। ওয়ারেন্টি আছে। ওদের কাছে গেছিলাম। বলে মিনিমাম ১০ দিনের জন্য ওদের ফোন দিতে হবে। ওরা সিলেট থেকে ঢাকায় পাঠাবে । ঢাকায় কাজ হয়ে সেট ফেরত আসবে হেন তেন।
সেট এর লিঙ্ক- http://symphony-mobile.com/index.php?ro … uct_id=203
কেউ কি লিঙ্ক দেবেন এই সেট এর কোন কাস্টম রম/ অফিসিয়াল রম এর।
লিঙ্ক না দিতে পারলে এটলিস্ট কোন চায়না ফোন থেকে রিব্রান্ডিং হয়েছে সেটা জানান।
বড় উপকৃত হব।
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀