তানিম লিখেছেন:আমার বন্ধুর একটি ইলেকট্রনিক্স ও ইলেকট্রিকেল এর দোকান রয়েছে।সে বলল " তুইতো এগুলা নিয়া ঘাটাঘাটি করিস আমাকে দোকানের ষ্টক মেনটেইন, বিক্রয়-ক্রয়,বিভিন্ন খরচের হিসাব সুন্দরভাবে রাখার একটা সফটওয়্যার দে ।"
ইন্টারনেটে আমার অভিজ্ঞতা হাটুর কাছে।আমি কিংকর্তব্যবিমূঢ়।~X(
আপনারাই সমাধান দিন। 
এই সম্পর্কে আপনাদের ধারনা কি?
যদি বিনা পয়সায় চান তাহলে নেট খুজুন পেয়ে যাবেন।অথবা এ্যলিফেন্ট রোড গিয়ে খোঁজ করুন পেয়ে যাবেন।
※যে সফটওয়্যার গুলি পাবেন।তার বেশির ভাগ ডেমো ভার্শন।
※টাইম লিমিট থাকে।
※সব গুলি ফাংশন ব্যবহার করতে পারবেন না।
※ সফটওয়্যার সম্পর্কে জানতে হবে,মেনুয়াল পড়তে হবে।
※সফটওয়্যারটি আপনার চাহিদা কতটুকু পূরন সেটা ভেবে দেখতে হবে।
বিনা পয়সার সফটওয়্যার কতটুকউ কাজে দিবে? সেটাই প্রশ্ন?
তানিম,
★আপনার বন্ধুর দোকান কত বড়?
★দৈনিক /মাস/ বছরে কত বিক্রি হয়?
★প্রিন্ট আউট অপশন/সার্চ অপশন ইত্যাদি?
যদি বড় প্রতিষ্ঠান /দোকান না হয় ,তবে এক্সেল কিংবা এক্সেস দিয়ে মোটামোটি ভাল সফটওয়্যার
তৈরি করা যায়।
যদি আগ্রহ থাকে সময় নষ্ট না করে এক্সেল কিংবা এক্সেস শিখুন ভবিষৎ এ কাজে লাগবে।
লিংক
লিংক
Postedby@
Postedby@Postedby@Postedby@Post @ হিমু
Q&A