টপিকঃ উইন্ডোজ ৮ নিয়ে সমস্যায় আছি।

কয়েকদিন আগে সি-ক্লিনার দিয়ে C: ড্রাইভের টেম্পোরারি ফাইল আর রেজিস্ট্রি ক্লিন করার চেষ্টা করি। কিন্তু প্রায় ত্রিশ মিনিট পরেও যখন প্রগ্রেস ০% তখন বাধ্য হয়ে অ্যাবোরট করি। এর কিছুক্ষন পরে ইলাস্ট্রেটর ওপেন করতে যেয়ে দেখি সর্টকার্ট এর সাথে মূল ফাইলের লিংক ইনভ্যালিড। এরপর যে কয়টা সফট আমার কুইক লাঞ্চে ছিল এক এক করে সবগুলো ওপেন করতে যেয়ে দেখি একই অবস্থা। এরপর দেখি নেট কানেকশান হঠাৎ করেই নাই। এরপর অনেক চেষ্টা করেও নেট আর কানেক্ট দিতে পারি নি। মনে হাল্কা সন্দেহ হল আমার ডিভাইসের কোন ড্রাইভারের কারণে নেটের এই প্রবলেম কিনা। ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখি আমার সন্দেহই সত্যি। সমস্যা লিখে গুগল করলাম। ইয়াহুতে প্রশ্ন করলাম। নেট থেকে ড্রাইভার নামিয়ে আপডেট দিলাম। কিন্তু যেই সেই অবস্থা। ড্রাইভার আপডেট চায়। এতেও নিস্তার নেই। ল্যাপি রিস্টার্ট করে দেখলাম ডেস্কটপ আস্তে প্র...চু...র সময় নিল। এরপর যেই কাজই করতে যাই হ্যাং করে থেকে কাজ শুরু হয়, কিন্তু ভাব দেখে মনে হয় Core-i5 না, আমি পেন্টিয়াম ৪ চালাচ্ছি। অ্যাপডাটায় যেয়ে দেখলাম কিচ্ছু নাই, সব ফাঁকা। এরপর নতুন ইউজার হয়ে আবার ল্যাপিতে ঢুকলাম। এরপর দেখি মাই ডকুমেন্ট নাই এই একাউন্টে। পূর্বের অ্যাকাউন্ট ডিলিট দিলাম। বাট ডিলিট হয় না। আরো বিবিধ সমস্যা। যা বলে শেষ করা যাবে না। পরে চিন্তা করলাম নতুন করে উইন্ডোজ ৮ ইন্সটল দিব। কিন্তু এখানেও বিপত্তি। আমার ছিল উইন্ডোজ ৮ প্রো। বাজারে মানে আমাদের এখানে যে বুটেবল ডিস্কগুলো পাওয়া যায়, তার প্রায় সবগুলোই বেটা ভার্সনের। আর যাও দুই-একটা ফাইনাল ভার্সন পাওয়া যায়, তারও সমস্যা আছে। আর আমার কাছে প্রো এর প্রোডাক্ট কী আছে। তাই আমার x64 Bit Pro টাই লাগবে। পরে অসীম সাহস নিয়ে গ্রামীণফোন এর নেট দিয়ে উইন্ডোজ ৮ প্রো ৬৪ বিট ডাউনলোড দিলাম। তিনদিন জ্বর ছিল, তাই কি ডাউনলোড হল না হল দেখতে পারলাম তিন দিন পর। যা দেখলাম তাতে কারো মেজাজই ঠিক থাকার কথা না। আমার বিগত ব্যান্ডউইথ আর লাস্ট কেনা ব্যান্ডউইথ মিলে মোট ব্যালেন্স ছিল ৫.৬ জিবি এর একটু বেশী। তার কিছুই অবশিষ্ট নেই। আর আমার ডাউনলোড প্রোগ্রেস ৯৭%। আমার ল্যাপির সকল আপডেট অফ করা থাকে। এমনকি অ্যান্টিভাইরাস আপডেটও ম্যানুয়ালি করা। যা হোক, অবশেষে আপনাদের কাছে হাজির হলাম সাহায্যের আশায়। আমার এক ফ্রেন্ড কয়েকদিন আগে আমেরিকা থেকে HP-র একটা ল্যাপটপ কিনে আনিয়েছে। সেটায় উইন্ডোজ ৮ প্রো ৬৪ বিট সেটাপ দেয়া। বলার অপেক্ষা রাখে না, সেটা জেনুইন। একটা পার্টিশনে দেখালাম রিকভারি ফাইল আছে। আমি চাচ্ছি, কোন ভাবে কি তার ওখান থেকে উইন্ডোজটা iso করে আনা যায় কি না।

Re: উইন্ডোজ ৮ নিয়ে সমস্যায় আছি।

নাহ, এটা করতে পারবেন না। এটা করলে ওই ল্যাপটপ এবং আপনার ল্যাপটপ দুইজনেরই লাইসেন্স ভয়েড হয়ে যাবে, এবং দুইজনেই ওয়ার্নিং খাবেন এবং ব্যাপারটা টের পেলে আপনার বন্ধুর কাছে মাইরও খাইতে পারেন। আপনাকে সামহাউ উইন্ডোজ এর আইএসও ম্যানেজ করতে হবে।

উইন্ডোজ ৮ পুরান হয়ে গেছে। সবখানে এখন ৮.১ এর ডিস্ক পাওয়ার কথা। কাজেই ওটাই ট্রাই করেন। আর ৮ এর কী দিয়েই ৮.১  এক্টিভেট  করতে পারবেন, সমস্যা নেই।

Re: উইন্ডোজ ৮ নিয়ে সমস্যায় আছি।

Re: উইন্ডোজ ৮ নিয়ে সমস্যায় আছি।

Re: উইন্ডোজ ৮ নিয়ে সমস্যায় আছি।

ওকে, এনি লিঙ্ক। গোবা করলে খুব ভালো হয়।

Re: উইন্ডোজ ৮ নিয়ে সমস্যায় আছি।

There's No Link, Manage Your Own.

কার্যত, ওএস এর কপি করা বা শেয়ার করাও লাইসেন্স টার্মিনেশন রুলের মধ্যে পড়ে।