টপিকঃ ব্যাড বয় সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: ব্যাড বয় সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ

আহারে, এশিয়া কাঁপে সাকিবরে খুব দরকার ছিলো আমাদের  sad

Re: ব্যাড বয় সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ

ভালেই হইছে........আমাদের একজন ক্রিস গেইল দরকার নেই........দরকার ম্যাকলাম বা সাঙ্গাকারার মতো দ্বায়িত্বশীল খেলোয়ার..........।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: ব্যাড বয় সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ

কাজ টা ঠিক করেনি সাকিব   sad

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (২২-০২-২০১৪ ০৩:১৪)

Re: ব্যাড বয় সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ

ফেবুতে কিছু আ**লকে দেখলাম সাকিবের সাফাই গাইছে (তার নাকি চুলকানি উঠছিল। তাই চুলকাচ্ছিল। তখনই নাকি ক্যামেরা ধরসে)। এভাবে মানুষ তার সাফাই গাইলে ভবিষ্যতে আরো এমন করবে (উল্লেখ্য সে এর আগে গ্যালারিতে একটা কাহিনী করছিল)। 
বলা বাহুল্য ১% ব্রেইনার লোক ও বুঝতে পারবে সে ক্যামেরা ম্যানকে অশ্লীল ভংগিমা দেখিয়েছে (এবং কি বুঝিয়েছে সেটাও অনেকে বুঝেছে আশা করি)।

Re: ব্যাড বয় সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ

এত নোংরা অঙ্গভংগী সাকিবের মত ষ্টার থেকে আমরা আশা করিনি