Re: বিটকয়েন / লাইটকয়েন মাইনারদের জন্য কিছু রিসোর্স
Litecoin mining rig বানানোর প্রস্তুতি নিচ্ছি।
![]()
...... পেলে অভিযান শুরু করবো....
নিয়মিত আপডেট জানায়েন
বাধা ছিল মন কিছু স্বার্থের মায়াজালে...
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » বিটকয়েন / লাইটকয়েন মাইনারদের জন্য কিছু রিসোর্স
Litecoin mining rig বানানোর প্রস্তুতি নিচ্ছি।
![]()
...... পেলে অভিযান শুরু করবো....
নিয়মিত আপডেট জানায়েন
@ইনভারব্রাস ভাই, পুরাই তো হুলস্থুল অবস্থা
invarbrass লিখেছেন:Litecoin mining rig বানানোর প্রস্তুতি নিচ্ছি।
![]()
...... পেলে অভিযান শুরু করবো....নিয়মিত আপডেট জানায়েন
আপনার গুঁতাগুঁতির কারণেই তো গরীবের এই ঘোড়া রোগ চেগিয়ে উঠেছে আপনি খোঁচা না মারলে বিট-মিট কয়েন-ফয়েন সব ভুলেই যেতাম
invarbrass ভাইয়ের কোন আপডেট আছে নাকি?
Bitcoin Exchange Prices Plummet as Investors Brace for Bankruptcy
বাইরে যখন প্রতি BTC $640, Mt. Gox এ $260
অফিসিয়াল কারন দেখা যায় ডিডিওএস এটাক।
কিন্তু আমার মনে হয় আসল কারন ভিন্ন। কারন সত্যিকারে ডিডিওএস এটাক হলে এটা ফিক্স করতে দুএকদিনের বেশী লাগার কথা ছিলনা।
আমার হিসেবে দুটা পসিবল কারন হতে পারে।
১. স্টক মার্কেট স্ট্রেটেজী... anything goes up... must comes down... given one day or thousand years. অন্য কথায় গত কয়েক মাসে হুজুগে পরে অনেক দাম বেরে গেছে। বিট কয়েনের বর্তমান যে মার্কেট (আন্ডারগ্রাউন্ড ) সেখানে অত টাকার লেনদেন হয় না। তাই ওভার ভ্যালুড স্টক হিসেবে দাম কমছে... ইনদ্যেট ক্যাস, কিছুদিনের মধ্যেই ৩/৫শ ডলার মধ্যে প্রাইস স্টেবল হবে এবং আবার চলতে থাকেবে।
২. THEY finally got them. "দে" দ্বারা কি বোঝাতে চাইছি নিশ্চই বুঝতে পারছেন। গভার্মন্টেস্ এবং ব্যাংকস্ সিন্ডিকেন্টস্... তারা বিটকয়েনকে ইনফিল্ট্রেট করতে চাইছে মেলা দিন হল। এতোদিনে ভিতরের কাউকে লোভ দেখিয়ে বাজিমাৎ করে ফেলেছে। তারই পরকল্পিত একশনের ফল এটা... ইনদ্যেট ক্যাস, বিট কয়েন ইজ ডান।
ডিসক্লেইমার: উপরের ক্লেইমের কোন ভিত্তি নাই। নিতান্তই ব্যাক্তিগত অভিমত।
বিটকয়েন আর লাইটকয়েন পড়ে তো মাথা ধরায় দিলো...আর থাকুমনা...
৫টা R9 270X (Sapphire Vapor-X 2GB GDDR5 OC) কেনা হয়ে গেছে - মিড টু লেইট জানুয়ারীতে হাতে পাবো
R9 270X কত করে পরল?
7870 কে বেটার অপশন মনে হয়না 7870 টা দেখছি 270X এর চেয়ে অনেক সস্তা। স্পেসিফিকেশনে প্রায় সমান দেখালেও 7870 এর চেয়ে ৫০ ওয়াট বেশী ইলেক্ট্রিসিটি ব্যাবাহার করে
৫ টা কার্ডে মোট প্রায় ২ মেগাহ্যাশ পাওয়ার হবে। এই পাওয়ারে কতটুকু বাগাতে পারবেন বলে মনে করেন?
invarbrass ভাইয়ের কোন আপডেট আছে নাকি?
কাঠমিস্ত্রী, আইটিমিস্ত্রী ও স্বাস্থ্যমিস্ত্রী-দের যৌথ প্রযোজনায় "বাংলার বিটকয়েন (রঙীন)" প্রযেক্ট সগৌরবে চলিত আছে
মাইনিং রিগের জন্য খালি ফ্রেম (সম্ভবতঃ পারটেক্স বোর্ড দিয়ে বানিয়েছে):
(to see larger pics, open the images in new tabs...)
২টা মোবো (asrock 990FX-xtreme3, MSI 970-g43) + সিপিউ (Sempron 145) :
গতকাল সন্ধ্যায় রিগ বানানো আরম্ভ করলাম...
২টা Sapphire R9 270X লাগানোর পরে এরকম দাঁড়ালোঃ
২টা 16x-16x রাইজার কেবল দিয়ে কানেক্টেড জিপিউ-জোড়াঃ
আপাততঃ ৩টা Corsair 450W PSU-র জন্য বসে আছি (ঢাকা হইতে আসিতেছে ) এছাড়া আরো ২টা সাধারণ পিএসইউ (~২০০ ওয়াট) কেনা আছে। সাধারণ PSU-গুলো মাদারবোর্ডে দিচ্ছি, আর কর্সেয়ার-গুলো জিপিউ-র জন্য ডেডিকেটেড। R9 270X-এর এ্যাভারেজ TDP 130W - 140W (max tdp: 180W) সে হিসাবে ১টা 450W PSU-তে ৩টা জিপিউ চলার কথা।
তবে PSU-গুলোর পাওয়ার রেটিং-এর ওপর ভরসা নাই গতকাল 350W PSU দিয়ে ২টা জিপিউ চালানোর চেষ্টা করছিলাম। মাইনিং স্টার্ট করা (অর্থাৎ জিপিউ ২টা এ্যাক্টিভ হওয়া) মাত্র ঠুস করে শাটডাউন হয়ে যাচ্ছিলো বারবার।
যাকগে, আমার হিসাবে 80% এফিশিয়েন্সী (80+ gold) ধরে প্রতি 450W PSU-তে আরামসে ২টা 270X/280X চালানো যাবে।
এছাড়া গতরাতে নিউমার্কেট থেকে 68 ohm, 82 ohm ও 100 ohm মানের ৫০-৬০টা resistor কিনলাম।
আপাততঃ আগামী শনি/রবিবার বাকী কম্পোনেন্টগুলো হাতে না আসা পর্যন্ত প্রযেক্ট পোস্টপোনড।
যাকগে, পুরো প্রযেক্ট কম্পলিট হবার পর ডিটেলড কনস্ট্রাকশন গাইড শেয়ার করবো।
R9 270X কত করে পরল?
7870 কে বেটার অপশন মনে হয়না
7870 টা দেখছি 270X এর চেয়ে অনেক সস্তা। স্পেসিফিকেশনে প্রায় সমান দেখালেও 7870 এর চেয়ে ৫০ ওয়াট বেশী ইলেক্ট্রিসিটি ব্যাবাহার করে
ঠিক বলেছেন। R9 270X আসলে পুরণো 7850/7870-এরই beefed up রিব্র্যাণ্ডিং। R9-এ সামান্য কিছু আর্কিটেকচারাল চেঞ্জ এনেছে, এছাড়া কম্পোনেণ্টগুলো আরো পাওয়ারফুল।
78X0-এর জিপিউ ক্লকস্পীড ~850 mhz, কিন্তু 270X-এর ~1050 mhz
78X0-এর SPU কাউণ্ট ~1000, 270X-এর শেডার 1280
78X0-এর মেমরী স্পীড 4.8 ghz, কিন্তু 270X-এর 5.8GHz
এরকম প্রায় প্রতিটি ফীচারে 78X0-এর তুলনায় ২০-৫০% বেশি পারফর্ম্যান্ট 270X - তাই এটার TDP-ও বেশি হবারই কথা।
আমার অবশ্য অরিজিনাল প্ল্যান ছিলো ৩টা 280X কেনার। কিন্তু ওই সময় 280X-র দাম ছিলো $450-500 (1 BTC = US$ 1200 সময়ের কথা
) আমি 7850/7950 কিনতেও রাজী ছিলাম - কিন্তু 7000 সিরিজ তখন পুরো মার্কেট থেকেই উধাও। তাই ২টা অপশনই বাকী ছিলোঃ 270X অথবা 280X। হিসাব করে দেখলাম $1500-এ (৩টা) 280X থেকে আমি হ্যাশরেট পাবো 1.8-1.9 MH, কিন্তু একই খরচে (৫টা) 270X থেকে পাবো 2.1+ MH
তবে আমার ক্ষেত্রে 270X কেনার পেছনে একটাই কারণ ছিলো - ফৃ ইলেক্টৃসিটি!
ইলেক্টৃসিটি নিয়ে চিন্তা নাই। রিগটা বসাচ্ছি একটা সেমি-ইণ্ডাস্টৃয়াল সেটাপে, ওখানে 24x7x365 আনলিমিটেড, আনইন্টারাপ্টেড + ফৃ পাওয়ার সাপ্লাই (of course someone is paying for that....)
ইলেক্টৃসিটি বিল কনসিডার করলে আমি চোখ বুঁজে রেকমেণ্ড করবো 280X! এটার ওয়াটঃহ্যাশ রেশিও 270X-র তুলনায় অনেক এফিশিয়েণ্ট (you get what you pay for )
৫ টা কার্ডে মোট প্রায় ২ মেগাহ্যাশ পাওয়ার হবে। এই পাওয়ারে কতটুকু বাগাতে পারবেন বলে মনে করেন?
১টা জিপিউ থেকে scrypt মাইনিং করে গড়ে 450 কিলোহ্যাশ করে পাচ্ছিঃ
(২য় জিপিউটা ডিজেবল করে রাখতে বাধ্য হলাম কারণ লক্কড়ঝক্কড় PSUটা ওভারলোডেড হয়ে ক্র্যাশ করছিলো)
তবে গতকাল মাত্র ফ্রেশ ইনস্টল + টেস্ট রান করলাম। এটা একদমই আন-অপ্টিমাইজড কনফিগ। বিটকয়েন ফোরাম সার্চ করে 270X-এর জন্য প্রথম যে cgminer কনফিগ পেয়েছি ওটাই ডাইরেক্ট কপি পেস্ট করে দিয়েছিলাম। আগামী সপ্তাহে হার্ডওয়্যার সেটাপ কম্প্লিট হয়ে গেলে তখন জিপিউ ওভারক্লকিং, টুইকিং, কনফিগ ফাইন-টিউনিং ইত্যাদি এক্সপেরিমেণ্টেশন করবো।
এছাড়া Linux BAMT ভার্সন 1.5 বেটা টেস্টিং-এ আছে (আমি ব্যবহার করছি 1.4)। ওটাতে scrypt মাইনিঙের জন্য নতুন একটা opencl কার্ণেল ব্যবহার করেছে - 1.5-এর হ্যাশরেট নাকি আরেকটু ভালো।
আপাততঃ ডিফল্ট সেটিংয়েই ~450 KH/S পাচ্ছি - আমি সন্তুষ্ট।
99% লোডেও টেম্পারেচার 66C - 68C-র মধ্যে (ফ্যান ~৪০%) ঘোরাফেরা করছেঃ
(ওভারক্লকিং করলে আসল খেলা বোঝা যাবে )
কয়েক ঘণ্টা চালানোর পরে gpumon/mgpumon গড়বড় করা শুরু করেছিলো.... আজকে সকালে উঠে রিমোট এ্যাক্সেস করে spurious রেজাল্ট দেখে টাশকী খেয়ে গেছিলামঃ
মাইনিং রিস্টার্ট দেবার পরে আবার ~450 কিলোহ্যাশে নেমে এসেছে....
আহা! যদি সত্যিই 810KH পাওয়া যেত...
আমি এটা সম্পর্কে উইকি ও অন্যান্য সূত্র থেকে হালাকা বুঝতে পারছি।
কিন্তু মাইনিংটা বুঝছি না। জিনিসটা নিজে নিজেই টাকা ছাপার মতো হয়ে গেলো না??
তাহলে এটা সবাই বানাবে আর তাতে সমস্যা হবার কথা...
আর এই মাইনিং ও রিগ করতে কোন সফট লাগবে? পাওয়ারফুল পিসি হলে বেশী তৈরী হবে কেন??
নরমাল ম্যাকে যদি মাইনিং করি তাহলে কেমন আউটপুট পাব??
মাইনিং করার পরে যদি নতুন করে ওএস সেটআপ দেওয়া লাগে বা পিসি হারিয়ে যায়??
কোথায় যেন শুনেছিলাম একটা হার্ড্ডিক্স পড়ে পেয়েছে যাতে অনেক বিট কয়েন ছিল...
পুরো জিনিসটা যদি কোন ডেমো দিয়ে সরল ভাষায় কেউ বুঝিয়ে দিতেন...
ধন্যবাদ ও হ্যাপি মাইনিং
পুরো জিনিসটা যদি কোন ডেমো দিয়ে সরল ভাষায় কেউ বুঝিয়ে দিতেন...
ধন্যবাদ ও হ্যাপি মাইনিং
http://cryptojunky.com/blog/2013/03/12/ … in-mining/
গুগল করলে আরো পাবেন।
আমি এটা সম্পর্কে উইকি ও অন্যান্য সূত্র থেকে হালাকা বুঝতে পারছি।
কিন্তু মাইনিংটা বুঝছি না। জিনিসটা নিজে নিজেই টাকা ছাপার মতো হয়ে গেলো না??
তাহলে এটা সবাই বানাবে আর তাতে সমস্যা হবার কথা...
তা হবে। আপনি যদি সরকারের মাল মন্ত্রী হোন, বা সেন্ট্রাল ব্যাংকের পেটমেটা হোমড়াচোমড়া, কিংবা প্রতি মানি ট্রান্সফারে ৩-৫% প্রফিট কেটে রাখা ব্যাংক কর্মকর্তা হোন - সেক্ষেত্রে বিটকয়েন ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেলে মানী সাপ্লাই কন্ট্রোলে রাখা, ইকোনমী, পলিটিক্স, জনগণ মোদ্দা কথা সমস্ত কিছু ইচ্ছামত কণ্ট্রোল করা কঠিন হবে। তবে যদি এসব কিছুই না হোন, তাহলে ওয়েলকাম টু ওপেনসোর্স কারেন্সী!
আর এই মাইনিং ও রিগ করতে কোন সফট লাগবে? পাওয়ারফুল পিসি হলে বেশী তৈরী হবে কেন??
বেশিরভাগ লোক cgminer, sgminer ব্যবহার করে। এছাড়া BFGminer-ও ভালোই। এগুলো মূলতঃ লিনাক্স (+উইণ্ডোজ)-এর কমাণ্ড লাইন প্রোগ্রাম। কিছু গ্রাফিকাল ফ্রণ্টএণ্ড পাওয়া যায় যেগুলো ব্যাকগ্রাউণ্ডে এই সফটগুলো রান করে। তবে আমার মতে সরাসরি কমাণ্ডলাইন রান করাই বেস্ট।
নরমাল ম্যাকে যদি মাইনিং করি তাহলে কেমন আউটপুট পাব??
নরমাল ম্যাক লোহার কেজি দরে বিক্রি করে দিন - তাতে বরঙ আরো বেশি লাভ পাবেন
মাইনিং-এর জন্য OSX একেবারে তৃতীয় শ্রেণীর সিস্টেম।
বিটমাইনিং এর জন্য অপশন একটাইঃ AMD/ATI জিপিউ।
ঘরে যদি ম্যাক, এনভিডিয়া ইত্যাদি থাকে ওগুলো ঝাঁটাপেটা করে বের করে দিন। পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখুন।
মাইনিং করার পরে যদি নতুন করে ওএস সেটআপ দেওয়া লাগে বা পিসি হারিয়ে যায়??
নতুন ওএস সেটাপ করা লাগবে না। পুরনো পিসিতে রেইডন কার্ড থাকলে উইন্ডোজ/লিনাক্সের ক্যাটালিস্ট ড্রাইভার ইনস্টল করলেই রেডী।
তবে ডেডিকেটেড মাইনিং-এর জন্য আমি পেনড্রাইভে লিনাক্স ব্যবহার করছি। নেটে BAMT, SMOS ইত্যাদি রেডীমেড স্পেশালাইজড লিনাক্স ডিস্ট্রো পাওয়া যায় - যাস্ট ডাউনলোড করে ২+ গিগা ইউএসবিতে ফ্ল্যাশ করে নিলেই হলো।
কোথায় যেন শুনেছিলাম একটা হার্ড্ডিক্স পড়ে পেয়েছে যাতে অনেক বিট কয়েন ছিল...
পুরনো জাংক মনে করে হার্ডডিস্কটা ময়লার ডিপোতে ফেলে দিয়েছিলো। পরে ওইটাতে অনেক বিটকয়েন ছিলো মনে পড়ার পর লোকটা মাথার চুল ছিঁড়তেছে
কিন্তু মাইনিংটা বুঝছি না।
কৃপ্টোগ্রাফির ডিটেলস যদি বুঝতে চান তাহলে গোলমেলে। তবে মূল ব্যাপারটা আসলে বেশ সহজ।
ধরুন আপনি কিছু ধাঁধা/পাযল তৈরী করলেন, আর পাযলগুলো বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিলেন। বন্ধুদের মধ্যে যারা যারা সবার আগে পাযল সল্ভ করতে পারলো তাদের প্রত্যেককে প্রতিটি সলিউশনের জন্য আপনি একটি করে টফী পুরস্কার দিলেন।
বিট/লাইট-কয়েন মাইনিং-এর মূলনিতী হলো ঠিক এটাই - এর চেয়ে বেশিও না, কমও না। big_smile
টাকা কিভাবে তৈরী হয় বলুন তো?
উত্তরঃ হাওয়া থেকে... ঠাট্টা না, আক্ষরিক অর্থেই hmm
এদেশে আছে বাংলাদেশ ব্যাংক। পাশের দেশে আছে রিজার্ভ ব্যাংক অব ইণ্ডিয়া। এসব সেণ্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা অর্থনীতি, ইনফ্লেশন ইত্যাদি হিসাবটিসাব করে ঠিক করেন কত টাকা ছাপাতে হবে। সরকারী প্রেসে অর্ডার চলে যায়। ব্যস, (হাওয়া থেকে) কড়কড়ে টাকা পৃণ্ট হয়ে সার্কুলেশনে ঢুকে পড়ে।
BTC / LTC-তেও একই ধাঁচের ব্যাপার। bitcoin বা litecoin-এর সেণ্ট্রাল সার্ভারগুলো থেকে নিয়মিত কিছু এনকৃপটেড ডেটা রিলিজ করে। ওগুলোর মধ্যে অনেকটা পাযলের মত কিছু ডেটা হিডেন থাকে। মাইনারদের কাজ হলো ওইসব এনকৃপ্টেড ডেটা ডিকোড করে ডেটা উদ্ধার করা। (একটু ওভার সিম্প্লিফাই করে ফেলছি, তবে গড়পড়তা ব্যাপারটি অনেকটা এমনই) সবার আগে যে পাযল সল্ভ করতে পারবে, পুরস্কার হিসাবে সে কয়েনের কিছু ভগ্নাংশ পাবে।
সাধারন মানিটারি সিস্টেমে যা হয়, এখানেও ওইরকমই, শুধু রিয়েল লাইফ প্রোডাকশনের বিপরীতে ভার্চুয়াল প্রোডাকশন। রিয়েল লাইফে আপনি সেবা গ্রহনের বিপরীতে টাকা প্রদান করেন। যদিও সরকার টাকা ছাপায়, কিন্তু আপনি যদি কাজ না করেন, তবে এই টাকার কোন মুল্য নেই। এখানে একটু ভিন্ন, আপনি দুইভাবে টাকা বানাতে পারেন। এক, সেবা বিক্রি করে, দুই, নিজেই টাকা বানানোতে অংশ গ্রহন করে। এক নম্বর রিয়েল লাইফের মতই। কিন্তু নিজেই টাকা বানানোতে অংশ নেয়াটাও ফ্রী না। আপনাকে অনেক কিছু ইনভেস্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। অনেকটা কয়লার মত, খনি আছে, আপনি যদি নিজে খুড়ে ব্যবহার করতে চান করতে পারেন (যদি সম্ভব হয় এবং সরকার বাধা না দেয় ) আর নইলে অন্য কোন কোম্পানী খুড়ে ব্যবহারযোগ্য কয়লার মজুদ বাড়াবে।
বিটকয়েন/লাইটকয়েন যাই তৈরী করতে যান না কেন, ইনভার ভাইয়ের মত ইনভেস্ট করতে হবে। বিটকয়েন এর খনি মাটির নিচে না থেকে কৃপ্টোগ্রাফিক পাজলের আড়ালে রাখা আছে। কয়লা (রিয়েল হোক আর বিটকয়েন হোক) বাড়াতে হলে কাউকে না কাউকে মাইনিং করতেই হবে। চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন, যথেষ্ট চেষ্টা করলে আপনার পরিশ্রমের মূল্য পাবেন।
নাহ, এত সহজে মার্কেট বিটকয়েনে ফ্লাডেড হয়ে যাবে না। বিটকয়েনে একটা নির্দিষ্ট সময় পরে পরে ডিগিং করার জন্য ব্লক রিলিজ করা হয়। আপনি চাইলেও দুনিয়ার সব প্রসেসিং পাওয়ার একত্রে করে একদিনে সব বিটকয়েন রিলিজ করতে পারবেন না। তবে হ্যা, যার প্রসেসিং পাওয়ার বেশি, তার ভালো আউতপুট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি চাইলে একাই একটা ব্লক সল্ভ করতে নেমে পরতে পারেন, অথবা সবাই মিলে একটা ব্লককে সলভ করার ট্রাই করতে পারেন (পুলড মাইনিং)।
মাইনিং রিগের কনফিগের ব্যাপারে ইনভার ভাইয়ের আগের পোস্ট গুলো দেখুন।
আপনার অনেক গুলো প্রশ্নের উত্তর পাবেন এখানে।
আচ্ছা কয়েন মাইনিং তো অনেকদিন ধরে চলছে... গ্রাফিক্স কার্ড নির্মাতা কোম্পানী গুলো এদিকে নজর দেয়না কেন?
মানে গ্রাফিক্স কার্ডের পাশা পাশি "প্রসেসর- কার্ড" বানাতে পারে। গ্রাফিক্স কার্ডের অনেক ফিচার আছে যা মাইনিং এর ক্ষেত্রে কাজে লাগেনা। যেমন ভিজিএ/ডিভিআই/এইচডিএমআই কানেক্টর... এইচডিএমআই কন্ট্রোলার... অডিও ভিডিও কোডেক... বাল্ক মেমোরী... এগুলোকে ছাটাই করে লীন কার্ড বানালে অনেক সস্তায় বানানো যায়। আর চারটা কার্ডের সেট হিসেবে বানালে... টেক্স/রয়েলিটিতে ইউনিট প্রতি সেভ হবে ৭৫%..।
এভাবে করলে গ্রাফিক্স কার্ডের দাম অর্ধেকেরও নিচে নামিয়ে আনা যাবে বলে আমার মনে হয়...
এনভেডিয়া দেখছি বানায়...
http://www.nvidia.com/object/tesla-workstations.html
কিন্তু রিটেল/অনলাইন সপ গুলোতে এই জিনিস কখনো দেখিনি
কয়েকদিন আগেই মাইনিং করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার কোর আই সেভেন এ 7 Mhash/s এর বেশী উঠবে না ... জমা হয়েছে মাত্র ৭১৯৮ সাতোশী
মাইনিং করতে হলে ইনভেস্ট করতে হবে ... এর বেশীর ভাগই MIT এর ছাত্ররা নিয়ে নিবে জানা কথা ।
আচ্ছা কয়েন মাইনিং তো অনেকদিন ধরে চলছে... গ্রাফিক্স কার্ড নির্মাতা কোম্পানী গুলো এদিকে নজর দেয়না কেন?
মানে গ্রাফিক্স কার্ডের পাশা পাশি "প্রসেসর- কার্ড" বানাতে পারে। গ্রাফিক্স কার্ডের অনেক ফিচার আছে যা মাইনিং এর ক্ষেত্রে কাজে লাগেনা। যেমন ভিজিএ/ডিভিআই/এইচডিএমআই কানেক্টর... এইচডিএমআই কন্ট্রোলার... অডিও ভিডিও কোডেক... বাল্ক মেমোরী... এগুলোকে ছাটাই করে লীন কার্ড বানালে অনেক সস্তায় বানানো যায়। আর চারটা কার্ডের সেট হিসেবে বানালে... টেক্স/রয়েলিটিতে ইউনিট প্রতি সেভ হবে ৭৫%..।
এভাবে করলে গ্রাফিক্স কার্ডের দাম অর্ধেকেরও নিচে নামিয়ে আনা যাবে বলে আমার মনে হয়...এনভেডিয়া দেখছি বানায়...
http://www.nvidia.com/object/tesla-workstations.html
কিন্তু রিটেল/অনলাইন সপ গুলোতে এই জিনিস কখনো দেখিনি
AMD তো APU দিয়ে মার্কেট ফ্লাড করে দিয়েছে।
তবে A8/A10 সিরিজের হাইবৃড চিপ সম্ভবতঃ scrypt মাইনিং এর জন্য উপযুক্ত না। scrypt হ্যাশিং মেমরী ইনটেন্সিভ অপারেশন - need lots of fast RAM
AMD তো APU দিয়ে মার্কেট ফ্লাড করে দিয়েছে।
তবে A8/A10 সিরিজের হাইবৃড চিপ সম্ভবতঃ scrypt মাইনিং এর জন্য উপযুক্ত না। scrypt হ্যাশিং মেমরী ইনটেন্সিভ অপারেশন - need lots of fast RAM
apu একেবারেই ভিন্ন জিনিস। এটা জিপিউর বদলে মোবাইল সিপিউর সাথে কম্পেয়ারেবল। জিপিউ মেইন ফিচার হল শতশত ইন্ডিপেন্ডেন্ট কোর যেমন রেডন ৭৮৭০ তে আছে ১২৮০ স্ট্রিম প্রসেসের। এপিউতে কোর থাকে ৮ টা বা ১০টা। সাধারন সিপিউপর মত।
আমি চাইছি এএমডির ৭৮৭০ বা ৭৮৯০ চিপ দিয়ে এনভিডিয়া টেলসার মত কার্ড। ভিডিও পোর্ট ছাড়া শুধু লীন কার্ড
ঠিক আছে। কিন্তু নিচের গুলো কি জিনিস??
http://www.amazon.com/Bitmain-Antminer- … 26-8856856
লিকুইড+এয়ার হাইব্রিড কুলড রিগ!!!
https://ip.bitcointalk.org/?u=http%3A%2 … dxkpUYLCLg
টোকিওর বিটকয়েন এক্সচেঞ্জ নাকি বন্ধ হয়ে গেছে হঠাত। যারা ইনভেস্ট করেছে তারা অফিসের সামনে আন্দোলন করছে।
http://news.yahoo.com/bitcoin-exchange- … ector.html
টোকিওর বিটকয়েন এক্সচেঞ্জ নাকি বন্ধ হয়ে গেছে হঠাত। যারা ইনভেস্ট করেছে তারা অফিসের সামনে আন্দোলন করছে।
http://news.yahoo.com/bitcoin-exchange- … ector.html
দু:খের ব্যাপার ভাল কিছু করার চেয়ে ভাল কিছুকে পন্ড করতেই মানুষ বেশী আগ্রহী... আফসোস!
invarbrass লিখেছেন:AMD তো APU দিয়ে মার্কেট ফ্লাড করে দিয়েছে।
তবে A8/A10 সিরিজের হাইবৃড চিপ সম্ভবতঃ scrypt মাইনিং এর জন্য উপযুক্ত না। scrypt হ্যাশিং মেমরী ইনটেন্সিভ অপারেশন - need lots of fast RAMapu একেবারেই ভিন্ন জিনিস। এটা জিপিউর বদলে মোবাইল সিপিউর সাথে কম্পেয়ারেবল। জিপিউ মেইন ফিচার হল শতশত ইন্ডিপেন্ডেন্ট কোর যেমন রেডন ৭৮৭০ তে আছে ১২৮০ স্ট্রিম প্রসেসের। এপিউতে কোর থাকে ৮ টা বা ১০টা। সাধারন সিপিউপর মত।
আমি চাইছি এএমডির ৭৮৭০ বা ৭৮৯০ চিপ দিয়ে এনভিডিয়া টেলসার মত কার্ড।
বিটকয়েনের জন্য অলরেডী FPGA/ASIC আছে (ফায়ারফক্সের ছবি দ্রষ্টব্য)... ইন ফ্যাক্ট, ASIC মাইনাররাই এসে বিটকয়েন মাইনিংয়ের প্রফিটেবিলিটি ধ্বংস করে দিয়েছিলো।
scrypt মাইনিং-এর জন্য এখনো পর্যন্ত কেউ ASIC ডিভাইস বানাতে পারে নি (কিছু গুজব আছে অবশ্য)। sha256 (bitcoin) এর তুলনায় scrypt (litecoin & others) হ্যাশিং বেশ মেমরী ও সিপিউ ইন্টেন্সিভ। ASIC মাইনাররা এসে গেলে এটাও স্পয়েল হয়ে যাবে।
আপাততঃ জিপিউ-ই ভরসা। কৃপ্টোকারেন্সীর কারণে এএমডি ধুমায়ে লাভ করেছে ঠিকই, কিন্তু এরা এই নীচ সেগমেণ্টের জন্য লংটার্মে কিছু করবে বলে মনে হয় না।
Second GPU turned on...
অবশেষে ...
Mt. Gox Files for Bankruptcy Protection
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » বিটকয়েন / লাইটকয়েন মাইনারদের জন্য কিছু রিসোর্স
০.১৩৩৫৪৩৯৬৮২০০৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬২২৭১২৬৮৫০৪৮ টি কোয়েরী চলেছে