Re: সন্দেশ! সন্দেশ!! সন্দেশ!!!
আপ্নারা কথা মতো প্রিন্টারের কাগজ খরচা কইরা প্রিন্ট আউটা বউরে ধরায়া দিছিলাম.......কিন্তু ওনি উল্টা ঝামটা মাইরা কইলো "এইগুলা আমার কাছে কি......যে লিখছে তারকাছে নিয়া যাও......আমিযে ভাত রাইন্ধা খাওয়াই সেই ঢের".......
![]()
![]()
আমার অখন কি হপে......
এহেম! এহেম!
ইয়ে! ভাবীকে আমার তরফ থেকে রজনীগন্ধার স্টিক কিনে দিবেন কাল
ভাবী বানায় না দিলে কি হইসে! জিনিশ পত্র নিয়ে নিজেই নেমে পড়েন
তবে! প্রথম দফায় অবশ্যই ভাবিকে খাওয়াবেন না!
দ্বিতীয় বার এটেম্প নেবার সময় ভাবিকে তো খাওয়াবেন! সাথে আমাদেরও দাওয়াত দিয়েন
চিন্তা কইরেন না ওয়ান টাইম ইউজেবল প্লেট আমরা নিয়ে আসব আপনার প্লেট নিয়ে দৌড়াদোড়ি করতে হবে না! খালি দাওয়াত দিলে হবে!
জলাপা, আসেন, দেখেন এই ফোরামের মডুরা কত্তো ভালো। একটু আগে তাও প্রশংসা করেছিলাম যে, আপনার সন্দেশ দেখতে ভালো হয়েছে। এখন আরেকটু জোর গলায় বলছি, আপনার রান্না করা সন্দেশ দেখতেও পচা হয়েছে। যতোদিন না খাওয়াবেন, ততোদিন এগুলো পচাই থেকে যাবে।
দেখছেন আমাদের মডুরা কত্ত ভালা
!
পাবলিক হুদাই ইনাদের উফর চিল্লাই কাইত-চিৎ হইয়া যায়!
এত ভালা মডু আর কই পাবেন বলেন!
আমার রান্না পচাই থাক! ভালা হইয়া গেলে আমি নিজের কিচেন খুলে চলে যাবো গো দাদা!
তখন কইলাম আমারে এইখানে আর পাইতেন না!