টপিকঃ ম্যাক বিষয়ক জরুরী সাহায্য প্রয়োজন - কেউ আছেন কি?
প্রিয় ফোরামিক গণ,
আজ সকালে হঠাৎ করেই ম্যাকে (10.9.1) একটা ঝামেলা হয়ে গেলো। মেনু বার থেকে ওয়াই-ফাই, ব্লুটুথ, ভলিউম সহ সকল আইকন গায়েব। শুধু তাই নয়, সিস্টেম সেটিংস থেকে এগুলো মেনুবারে শো করানোর অপশনে টিক চিহ্ন দিয়ে দিলে এগুলা শো করছেনা। এরপর লক্ষ্য করলাম Application->Utilities এর মধ্যে টার্মিনাল সহ আর কিছু app গায়েব! বুঝতে পারছিনা কেন এমন হল
ইন্টারনেটে খুঁজে দেখলাম ~/Library/Preferences/com.apple.systemuiserver.plist ফাইলটি রিমুভ করে দিয়ে সিস্টেম রিবুট দিলে নাকি সব ঠিক হয়ে যাবে। তাও দেখলাম। কিন্তু কাজ হলোনা। মাঝখান থেকে ফাইলটা চিরতরে রিমুভ হয়ে গেলো। এরপর ~/Library/Preferences/ এর ভিতর থাকা সবকিছু ডিলিট করে আবার সিস্টেম রিবুট দিলাম। তাও মেনুবারে আইকনগুলো ও utilities এর এপ্লিকেশনগুলো ফিরে আসেনি। যে কেই সে। বিরাট ঝামেলায় আছি। ইন্সটলেশন মিডিয়া হাতের কাছে না থাকায় নতুন করে ম্যাক ইন্সটল দিতে পারছিনা। পরে দেখলাম /System/Library/CoreServices/Menu Extra নামক ফোল্ডারে নাকি এই মেনুবারের আইকনগুলো থাকে .menu ফরম্যাটে । কিন্তু সেই নামে কোন ফোল্ডারই তো পাচ্ছিনা। প্লিজ কেউ একটু সাহায্য করেন। নতুন করে সেটআপ না দিয়ে কিভাবে আবার এগুলো ফিরিয়ে আনবো। যদি সম্ভব হয় কেউ কি উক্ত ডিলিট করে দেওয়া plist ফাইলটা আর আইকনগুলো পাঠাতে পারবেন? অথবা কিভাবে এই সমস্যা সমাধান করব জানাতে পারবেন? সাহায্য করলে উপকৃত হতাম। খুব ঝামেলার মধ্যে আছি।