টপিকঃ এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

আমার আগে এলার্জি ছিলনা। কিন্তু এই শীতে মাঝে সামান্য গো-মাংস, ইলিশ, হাঁসের মাংস, হাঁসের ডিম, শুটকীর তরকারী খেয়েছিলাম। এর উপরে আছে সকাল-রাতে হাই ব্লাড প্রেশারের ওষুধ সেবন। সব মিলিয়ে গত ১০-১৫ দিন ধরে এলার্জির চুলকানি এত বেড়েছে যে কি করবো ভেবে পাচ্ছি না। হোমিও ব্যবহার করছি ১ সপ্তাহ, কাজ হচ্ছে বলে মনে হয়না। এছাড়া এলাট্রল, এ্যালসেট, ওমাস্টিন টাইপের এলোপ্যাথিক ওষুধও সমান্তরালে চালাচ্ছি। কিছুতেই বাগ মানছেনা। রাতে ভীষণ চুলকায়, দিনেও। হাতের পাতার উল্টো পিঠেতো চুলকাতে চুলকাতে ঘা করে ফেলেছি। খুব দ্রত সারবে এমন কোন ব্যবস্থা আছে কি কারো জানা?

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

মূলত প্রথমেই আমি বলে রাখছি আমি কোন ডাক্তার নয় তবে এক জন সি এইচ সি পি আর সে হিসাবে আমি স্বাস্থ্যা কর্মি।আর একজন স্বাস্থ্য কর্মি হেসাবে যত টুকো জানি বলছি প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল যা খেলে আপনার এলার্জি বারে তা বাদ দিতে হব।সকল সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।এলার্জি সারার কোন ঔষাধ নেই তবে নিয়ন্ত্রনে রাখতে অবশ্যই আপনাকে নিয়ম মেনে চলতে হবে। আর আপনি বলছেন যে তারা তারি সারার কোন ঔষধ আছে নাকি হা আছে আপনি ইটিজেন খেয়ে দেখতে পারেন।

tophostingbd

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

শুনেছি, যেসব ক্ষেত্রে ডাক্তাররা সঠিকভাবে কী কারণে কী হচ্ছে সেটার ব্যাখ্যা দিতে পারেন না, সেটাকেই অ্যালার্জি বলে চালিয়ে দেন। wink

যা হোক, ঢাকা থাকতে আমি প্রতিদিন অন্তত ৫০টা হাঁচি দিতাম, ঢাকা থেকে চলে আসার পর এই সমস্যা থেকে মুক্ত। তখন বিষয়টা বুঝিনি, এখন বুঝতে পারছি যে ঢাকার ধুলোবালিই ছিল আমার অ্যালার্জির কারণ!

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১১-০২-২০১৪ ১৫:২৮)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১১-০২-২০১৪ ১৫:৪৪)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

@জেলাল ভাই - যেসব খাবারে এ্যালার্জী হয় তা বর্জন করুন। কাপড়চোপড়ের ফ্যাবৃকে এ্যালার্জী হলে তাও বাদ দিতে হবে। বাসস্থান, অফিস পরিষ্কার (dust & mites) রাখার ব্যব্স্থা করুন। cologne/body spray ব্যবহার করবেন না।

তবে আমার মনে হচ্ছে আপনার এ্যালার্জী না - scabies হয়েছে। স্ক্যাবিজ চিকিৎসা বেশ সহজ। তবে সঠিক ডায়াগনোসিসের জন্য স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নিতে পারেন।

নিজেই scabies treatment করতে পারবেন। ফার্মেসীতে 5% পারমেথৃন ওয়েণ্টমেণ্ট পাওয়া যায়। রাতে ঘুমানোর আগে সারা শরীরে (শুধু মুখমণ্ডল, হাত ও পায়ের তালু বাদে) মাখতে হবে, বিশেষ করে শরীরের ভাঁজগুলোতে ভালো পরিমাণে মাখতে হবে। পরদিন সকালে (কমপক্ষে ৮-১০ ঘন্টা পরে) গোসল করে নিতে হবে।

আরো খেয়াল রাখতে হবে -
* টৃটমেণ্টের আগে ব্যবহৃত সমস্ত কাপড়চোপড়, বিছানার চাদর, বালিশের কাভার, টাওয়েল, মোজা ইত্যাদি আর ব্যবহার করতে পারবেন না। ওগুলো ফুটন্ত পানিতে কিছুক্ষণ ধরে সিদ্ধ করে জীবাণুগুলো মারতে হবে। টৃটমেণ্টের পরে এমন কাপড় ব্যবহার করুন যেগুলো গত ১ সপ্তাহের মধ্যে ব্যবহার করেন নি, এবং ভালোমত ধোয়া হয়েছিলো। বা এই চান্সে নতুন শপিং-ও করতে পারেন  wink স্ক্যাবিজের পোকাগুলো সর্বোচ্চ ৩-৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
* পুরো পরিবারকে (ইনক্লুডিং বাসার কাজের লোক) একসাথে টৃটমেণ্ট শুরু করতে হবে। কেউ বাদ গেলে তার থেকেও রি-ইনফেকশন হতে পারে। আমাদের দেশে স্ক্যাবিযের অন্যতম প্রধান সোর্স হলো বাসার কাজের মানুষ  sad

পারমিথ্রিন লোশন আবার ৭ দিন পরে রিপিট করতে হবে। সাধারণতঃ ২ সেশনেই পুরোপুরি সেরে যায়।

যাকগে, scabies home treatment গুগল করলেই ডিটেলস পাবেন।

@ইলিয়াস ভাই - চুল কালার করার কালি কিন্তু খুব হার্ড, টক্সিক কেমিকেল। এ্যালার্জী তো তাও ভালো, এসব কেমিকেলের কারণে ক্যান্সারও হয়। ৮০-র দশক অব্ধি পশ্চিমা দুনিয়ায় অনেক মহিলা ব্রেস্ট ক্যান্সারে মারা গেছিলো - পরে দেখা যায় হেয়ার ডাইয়ে ব্যবহৃত নাইট্রোজেন কম্পাউণ্ডের কারণে ক্যান্সার তৈরী হয়েছিলো। এখনকার হেয়ার কালারে কি ব্যবহার করে জানি না, তবে ওগুলো থেকে দূরে থাকাই ভালো।

পিএসঃ হাদিয়া বিটকয়েনে পাঠিয়ে দিয়েন  tongue tongue tongue

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (১১-০২-২০১৪ ১৫:৪১)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (১১-০২-২০১৪ ১৫:৫৯)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

ছোটবেলায় প্রচুর এলার্জি সমস্যা ছিল, গরুর মাংশ, চিংড়ি এগুলো খেলে চুলকানী হত, তখন পিতা এসকাভিয়ল নামে একটা লিকুয়িড অয়েস্টমেন্ট সারা শরীরে লাগিয়ে দিতো। ওটাকেই সবথেকে কার্যকারী মনেহয়েছে। এখন কোন সমস্যা হয় না তাই ইউজ করি না।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (১১-০২-২০১৪ ১৬:৩৪)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

১১

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

১২

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

ধন্যবাদ সবাইকে। স্ক্যাবিজ নয় মনে হয়। যদিও লক্ষণের সাথে কিছু মিল আছে। আসলে চুলকানোর কথা মনে না আসলেই হয়। যেমন- ২-৩ ঘন্টা ধরে মিটিংয়ের সময় এটার কথা মনেই থাকে না। কিন্তু যেই না লাঞ্চের পরে একটু চেয়ারে গা এলিয়ে দিলাম তখুনি মনে হয়- আরে, আজতো চুলকানির রুটিন ওয়ার্কটাতো করা হলো না। চালাও হাতের লাঙল। আর, রাতে ঘুমের ঘোরেতো এই মহতী কর্মটাকে খুবই উপভোগ্য মনে হয়। যাই হোক, সন্ধ্যায় ডক্টর দেখিয়েছি। উনি আপাতত মেবোলিন টেবলেট ও বেটনোভেট-সি স্কীন ক্রীম ব্যবহার করতে বললেন। আর, এফবিএস, আরবিএস ও লিপিড প্রোফাইল টেস্ট করে রিপোর্ট নিয়ে যেতে বললেন। উনি সম্ভবত triglycerides এবং/অথবা cholesterol কিংবা এমনকি সুগারের পরিমাণ দেখতে চাইছেন।

১৩

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

১৪

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

এলার্জি শব্দটার অর্থই হল "পতিকৃয়া" যার কারনে এলার্জি হয়েছে সেটা বন্ধ করলে এবং একটু সময় দিলেই এলার্জি শেষ। অবশ্য এলার্জি না হয়ে অন্য কিছু হলে কাহিনী ভিন্ন!

ভাল কথা, এলোপ্যাথি, হোমিওপ্যাথি সমান্তরালে চালানো মোটেও কাজের কথা না। যতটুকু জানি এলোপ্যাথি, হোমিওপ্যাথি বেশীর ভাগ সময়েই একে অন্যের বিপক্ষে কাজ করে। যেমন এলোপ্যাথি কাজ করে যে কারনে চুলকানি হচ্ছে সেটাকে কমিয়ে চুলকানি বন্ধ করতে। অন্য দিকে হোমিওপ্যাথি কাজ করে যে কারনে চুলকানি হচ্ছে সেটাকে বাড়িয়ে ব্যাপারটা এমিউনি সিস্টেমের নজরে আনতে... যাতে করে এমিউন সিস্টেম নিজেই চুলকানি কমায়! দুটাকে একসাথে খেলে যোগফল হতে পারে শুন্য!

১৫

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

ভেসলিন ঘষে ঘষে, ভেজা রেখে চামড়া,
খাও টক জলপাই, লেবু আর আমড়া।  isee
তাও যদি কিট কিট, নাহি হয় উপশম,
মনটাকে বিজি রাখ, হাসি খুশি হরদম।  smile

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

Calm... like a bomb.

১৭

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (১২-০২-২০১৪ ০২:৩৪)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১২-০২-২০১৪ ০৯:১৭)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (১১-০৫-২০১৪ ০২:০৪)

Re: এলার্জিজনিত চুলকানিতে সবচেয়ে ভালো প্রতিকার কি?

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত