টপিকঃ ওডেস্ক এ সমস্যা। একটু সাহায্য দরকার

,আমি ODESK এ নতুন।একটু সমস্যায় পড়ছি।
ওডেস্কে আমার PROFILE 95% সম্পূর্ন করছি।বাকি ৫% এর জন্য বলতেছে ADD A CERTIFICATION
!
যা ADD করতে গেলে বিভিন্ন কোম্পানির CERTIFICATE সিলেক্ট করতে হয়।তা আবার তাদের APPROVE এর জন্য PENDING থাকে।

কিন্তু আমার তো কোন CERTIFICATE নেই।এখন কিভাবে আমি এ সমস্যা সমাধান করতে পারি,

Re: ওডেস্ক এ সমস্যা। একটু সাহায্য দরকার

দুবার পোস্ট দেয়ার কী দরকার ছিল? স্প্যামিং হয়ে যায় এগুলো।
যাই হোক, প্রোফাইল ১০০% পূর্ণ করতে এনকারেজ করা হয়, তবে এটা বাধ্যতা মূলক নয় (যতদূর জানি)। আমার প্রথম কাজটা কিন্তু প্রোফাইল ৭০% পূর্ণ থাকতে পেয়েছি। হ্যাঁ, আপনার প্রোফাইলে যদি বেসিক ইনফরমেশন ই না থাকতো, কী করেন, কী পারেন এসব, তাহলে ভিন্ন কথা ছিল। সুতরাং এই ৫% এর জন্য দুশ্চিন্তার কিছু নেই। পোর্টফোলিও সাজানো হয়ে গেলে বিড শুরু করতে পারেন।

Re: ওডেস্ক এ সমস্যা। একটু সাহায্য দরকার

100% করা নিয়ে সবার দৌড়াদৌড়ি দেখলে মাথাটা গরম হয়ে যায়, অথচ প্রফাইলে কোন ভেলুয়েবল কিছু নাই। আপনার সার্টিফিকেশন না থাকলে দিবেন না ওটা বাদেই চলবে, বাকি ইনফোগুলো ভালকরে দেয়ার চেষ্টা করুন।

Re: ওডেস্ক এ সমস্যা। একটু সাহায্য দরকার

আপনি যদি ভালো কাজ জানেন, তাহলে এটুকু নিয়ে সমস্যা হবে না। সম্ভবত প্রোফাইল ১০০% হলো কি হলো না, এটা নিয়ে কোনো বায়ার মাথা ঘামায় না। বেস্ট অব লাক!

Re: ওডেস্ক এ সমস্যা। একটু সাহায্য দরকার

সার্টিফিকেইশন ইলেন্সে টাকা দিয়ে এপ্রুভড করানো লাগে। ওডেস্কেও মনে হয় তাই

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ওডেস্ক এ সমস্যা। একটু সাহায্য দরকার

সবাইকে ধন্যবাদ