টপিকঃ সাধারন সতর্কতা

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১০-০২-২০১৪ ১১:০৮)

Re: সাধারন সতর্কতা

অভিযোগ জানালাম আউলের বিরুদ্ধে। আসলে এত বিশ্রী বাজে ভাষায় অশ্লীল গালাগালি করলো গোপন বার্তায় যে আমি অভিযোগ জানানোর আগে সবাইকে অবহিত করে ফেলেছি। উনি একজন সিনিয়র সদস্য। আমার বাবার বয়সী হবেন। হয়তো সামান্য কম বয়সী হবেন বাবার চেয়ে কিন্তু একজন মধ্যবয়সী সদস্য যদি একজন জুনিয়র সদস্যকে পঙ্কজের ***** চুষ. ***** মারা ইত্যাদি ইত্যাদি অশ্লীল কথা বলে তবে সেটা বেশি অগ্রহনযোগ্য নাকি সেটা নোটিশ বোর্ডে জানানো বেশি অগ্রহনযোগ্য সেটা প্রশ্ন। এখানে হিন্দুর নাম ইউজ করে গালি দেয়ায় মূলত তার সাম্প্রদায়িক জঙ্গী মনোভাব প্রকাশ পেয়েছে।

তারপরেও আমি এতটুকুতে সন্তুষ্ট যে একজনের আসল চরিত্র আমি উন্মোচন করেছি। আমি খুশি। মানুষ মুখের ভাষা সাধারনত পরিবার থেকে শিখে আসে। একটা বয়সের পরে সেটা চেঞ্জ করাও কষ্ট। তাই হয়তো আউল নিজের আসল নোংরা চরিত্রে ফিরে এসেছে।

তার মুখের ভাষার জন্য ছিঃ বলতেও কুন্ঠাবোধ হচ্ছে। পুরোপুরি জঙ্গী ভাষা। সম্পূর্ন জঙ্গী এক ফোরামিক আউল। হয়তো নিষিদ্ধ কোনো জঙ্গী সংগঠনের সদস্য এই লোক কিন্তু ফোরামে দেখায় সে বিএনপিপন্থী। না জানি বর্তমান সহিংসতায় ককটেল বোমা টোমা মারার ক্ষেত্রে  তার হাত আছে কিনা।

ফোরামে জঙ্গীবাদের সমর্থক গোষ্ঠীকে প্রশ্রয় দেয়া উচিত না।

আমি সবসময় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, রাজাকারদের বিচার ইত্যাদির ব্যাপারে সোচ্চার। কেউ যখন দেশের বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে প্রবাগান্ডা ছড়াবে তখন এর প্রতিবাদ করা আমার দায়িত্ব। এই জন্যে যদি আমি ভারতীয় দালাল উপাধি পাই আমি গর্বিত এই উপাধিতে।

ধন্যবাদ।

Re: সাধারন সতর্কতা

Re: সাধারন সতর্কতা

Re: সাধারন সতর্কতা

Re: সাধারন সতর্কতা

ভাল উদ্যেগ । আশাকরি দুইজনেই সতর্ক হবেন ।
আজাইরা মাজাইর্যা কথা বার্তা বলে শুধু শুধু ফোরামটাকে কলঙ্কিত করার কোন মানে হয় না ।
রাজনৈতিক আলাপ ফোরামে না করলেই ভাল ।
শুধু গোটা কয়েকজনের কারণে আজ ফোরাম আর আগের মত নেই । আগে আমরা সবাই মিলে মজা করতাম এখানে । দিনের পর দিন কাটিয়েছি আমরা সবাই একে অপরের ভাই বন্ধু আপু আপনজন হিসাবে । আর এখন ফোরামে আসতেই ইচ্ছে হয় না ।

ফোরাম আগের মত আবার তার জৌলস নিয়ে ফিরে আসবে এই শুভ কামনাই করি ।

Re: সাধারন সতর্কতা

দুই জনকেই ২৪ ঘন্টার জন্য ব্যান করা দরকার ছিল।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: সাধারন সতর্কতা

কয়লার ময়লা যায়না ধুলে
স্বভাব যায়না ম'লে।  hehe

আলহামদুলিল্লাহ!

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইদুল ইসলাম (০৯-০২-২০১৪ ১২:০৬)

Re: সাধারন সতর্কতা

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৯-০২-২০১৪ ১৩:০৩)

Re: সাধারন সতর্কতা

১১

Re: সাধারন সতর্কতা

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: সাধারন সতর্কতা

মাহমুদ রাব্বি, আপনি সত্য বলুন কারো কোন সমস্যা নেই, কিন্তু ভুল জায়গায় নয়। আপনাকে সতর্কতা জানানো হয়েছে, কেন জানানো হয়েছে সেটি বিস্তারিত বলাও হয়েছে। আপনি চাইলে তর্ক করতে পারেন কিন্তু এগুলো মেনেই আপনাকে এখানে থাকতে হবে। বয়সের হিসেব বাদ দিন, ফোরামিক হিসেবে তো আপনার বয়স কম নয়। একটু দায়িত্বশীল আচরন সবাই আশা করে।

১৩

Re: সাধারন সতর্কতা

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১০-০২-২০১৪ ১১:১৩)

Re: সাধারন সতর্কতা

১৫

Re: সাধারন সতর্কতা

রাব্বী অফ যাও তো । বার বার একই কথা রিপিট কইর না ....... আপাতত ফোরাম ছাইড়া একটা ঘুম দেও ভাই ।

১৬

Re: সাধারন সতর্কতা

আমি যতটা নমনীয় থাকার চেষ্টা করছি আপনি তেমনটা কোঅপারেট করছেন না মাহমুদ রাব্বী। 

সতর্কতা আপনাদের দুজনকেই জানানো হয়েছে, খুব ভাল করেই বুঝতে পারছেন আপনারা দুইজনই ওয়াচলিস্টেড।
আপনাকেও আগেও বলা হয়েছে আপনার সদস্যকে নিয়ে সমস্যা হলে প্যানেলকে জানাতে, আপনি যদি সেটা না পারেন, তাহলে প্রজন্ম ফোরাম আপনার উপযুক্ত করে গড়ে তোলা হয় নি।

আপনি প্রজন্মকে প্রচন্ড ভালবাসেন এজন্যেই আপনার ফিরে আসার তাড়া ছিল, কিন্তু তার ছিটেফোটা দেখা যাচ্ছে না। উল্টো ফিরে আসার দুইদিনের মধ্যে এমন একটি ইস্যু নিয়ে একজনের সাথে তর্কে জড়ালেন যেটি ফোরামে আলোচনা হওয়ারই কথা নয়। Why ?


এডমিন প্যানেল সবসময় খুব কড়া ধাচের বলে প্রচুর সমালোচনা শোনা গেছে। কাজেই চেষ্টা করে দেখছি সফট থেকে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় কিনা। সেটা যদি কাজ না হয়ে থাকে, তাহলে এটাই একটা উদাহরন হয়ে থাকবে যে ক্যান কঠোর হওয়ার জন্য প্যানেল দায়ী থাকে না, তাদের বাধ্য করা হয়।



& Yes, you know I'm serious. smile

১৭

Re: সাধারন সতর্কতা

টপিকের বিষয় ছিল নিরপেক্ষ ভাবনা, কিন্তু দলকানারা কখনো নিরপেক্ষ হতে পারে না। ফোরামে রাজনীতি বিষয়ক সকল আলোচনাই নিষিদ্ধ করা উচিৎ, নয়ত এমন চলতেই থাকবে।

১৮

Re: সাধারন সতর্কতা

হুম, কী হয়েছে এখানে? মেহেদী সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এর পরেও রাব্বি তোমার লাফালাফির কারণটা ঠিক বুঝতে পারছি না। খুব রাগ হলে ধানমন্ডিতে গিয়ে মোকাবেলা করে এসো। এখানে অহেতুক উত্তেজনা ছড়াবে না। আর আউল ভাই - শেইম অন ইয়্যু!

১৯

Re: সাধারন সতর্কতা

আমি ঘৃমায় থাকি হুস থাকে না ।