টপিকঃ সাধারন সতর্কতা
মাহমুদ রাব্বি এবং আউল দুজনকেই সাধারন ভাবে সতর্ক করা হচ্ছে তাদের কার্যক্রমে সতর্ক থাকার জন্য।
কার্যক্রমের ক্রম অনুযায়ী:
ক) রাজনৈতিক টপিক বা লেখা ফোরাম অফিশিয়ালি সমর্থন করে না, কাজেই এগুলো পরিহার করুন। বিশেষত, রাজনৈতিক অবস্থানে পরস্পরের সাথে কোনভাবেই তর্ক বা উষ্কানীমূলক পোষ্ট বা টপিক গ্রহনযোগ্য নহে।
এক্ষেত্রে এটি সকলের জন্য সাধারন সতর্কতা, প্রজন্ম অফিশিয়ালি রাজনৈতিক লেখা সমর্থন করে না। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে অন্য কোন প্লাটফর্ম যেটি রাজনৈতিক আলোচনা সমর্থন করে সেগুলোকে বেছে নেয়া বাঞ্ছনীয়। একই সাথে ফোরাম ব্যাক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ না করে পারলে করবে না, তবে উষ্কানীমূলক হলে ফোরাম যথাযথ ব্যাবস্থা গ্রহনে বাধ্য থাকবে।
খ) গোপন বার্তা পাবলিকলি পোষ্ট করার জন্য নয়। গোপনবার্তা জনসম্মুখে প্রকাশ না করার জন্য বহুবার জানানোও হয়েছে। গোপনবার্তা সংশ্লিষ্ট কোন সমস্যা বা অনভিপ্রেত সমস্যার সম্মুখীন হলে সেটি এডমিন প্যানেলের সাথে যোগাযোগের জন্য আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে। গোপনবার্তা প্রকাশ প্রকারান্তে ফোরাম পরিপন্থী।
গ) গোপনবার্তা দুইজন সদস্যের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নয়। কিন্তু সেটি অসৎ উদ্দেশ্যে বা কোন সদস্যকে হেয় করার উদ্দেশ্যে হলে এবং সেটির প্রমান পাওয়া গেলে ফোরাম যথাযথ ব্যাবস্থা নিবে এবং এর জন্য সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য হতে পারে।
ব্যান করার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমান সতর্কতা উপেক্ষা করার পরে প্রথমবারে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়ে থাকে। অবস্থার উন্নতি না হলে সেটি স্থায়ী হিসেবে বিবেচিত হয়। এবং কেবলমাত্র প্যানেলের বিশেষ বিবেচনায় স্থায়ী ব্যান সরানো হয়ে থাকে। কিন্তু তারপরে যেকোন ধরনের সতর্কতার জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়া সম্ভব এবং এক্ষেত্রে কোনধরনের বিবেচনা করা হবে না।
প্রজন্ম মুষ্টিমেয় সদস্যদের জন্য নয়, সকল সদস্য এবং এর ভিজিটরদের জন্য। কাজেই সকল সদস্যের গ্রহনযোগ্যতার কথা মাথায় রেখে সদস্যদের সহযোগিতা আহব্বান করা হচ্ছে।
ধন্যবাদ।