১ ০৭-০২-২০১৪ ১৯:৫৭ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৮-০২-২০১৪ ০৮:৫৯)
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
উইনডোজ ৮ একটা নতুন অভিজ্ঞতা, অাপনি যদি কম্পিউটারে কোন প্রডাক্টিভ কাজ না করেন, তাহলে উইনডোজ ৮ ইন্সটল করতে পারেন।
অামি যে কারণে উইনডোজ ৮ চালাই-
১. এটা দেখতে হেব্বি সুন্দর ।
পছন্দ করিনা, কারণ-
১. উইনডোজের বংশগত রোগ, কিছুদিন পর স্লো হয়ে যায়। নামেই ফার্স্টবুট, ডেস্কটপ অাসতে ৩ থেকে ৪ মিনিট সময় নেয় ! (কোর অাই থ্রি ২.১ ২য় প্রজন্ম, ৬ জিবি র্যাম)।
২. উইনডোজ ৮ প্রচন্ড নেটওয়ার্ক ইন্টেনসিভ ! অর্থাৎ ১ জিবি ডাটা ৩জি স্পিডে কয়েক মিনিটে ভ্যানিশ ! ঠেকে শিখেছি, অনেক রকম টিপস ব্যবহার করেও সামাল দিতে পারিনি।
ENJOY AS U LIKE IT
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
উইন্ডোজ ৮ এর সবথেকে ভাল লেগেছে স্ট্যাবলিটি। ৭ এ কিছুদিনের মাঝে স্লো হয়ে যেত বুট টাইম কিন্তু ৮ এ স্লো হওয়া শুরু করে বেশ দেরী করে। ইন্টারফেসের কথা নাইবা বললাম। আর মজার ব্যাপার হল যে পিসিতে ৭ চলতে গেলে কষ্ট হয় তাতে ৮ ইজিলি চলে মানে রিসোর্স কম খায়
সমস্যা হল অনেক বেশী সিকিওরড। প্রায়ই ঝামেলা করে আনসাইনড অ্যাপ চালানোর সময়। সিগনেচার ভেরিফিকেশন অফ থাকলেও করে মাঝে মাঝে। যেমন এবার সেট আপ দেবার পর থেকে আমি ফ্ল্যাশটুল চালাতে পারছি না।
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
ENJOY AS U LIKE IT
৮ ০৮-০২-২০১৪ ০৯:১২ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৯-০২-২০১৪ ১৮:৪৬)
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
আমি এইটে পিকচার ভিউয়ার বা কিছুকিছু ফুল স্কিন প্রোগ্রামে ক্লোজ বাটন খুঁজে পাইনা শেষে ডিসপ্লেতে চলে যাই
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
আমার বেশ কিছু কারনে 8.1 ই বেশী ভাল লাগে। প্রথমত, মেইল ক্লায়েন্ট + ক্যালেন্ডার। এই দুইটা বিশাল কাজে দেয়। লগইন করার পর পরই সরাসরি এই দুইটা দেখে নেয়া যাচ্ছে এক পলকেই। লাইভ টাইল কনসেপ্ট আমার পছন্দ, কাজেই এনজয়ও করি। সিস্টেম পারফর্মেন্স খারাপ না বেশ ভালই। গতকালকেই Zeal এর ডকুমেন্টেশন ডাউনলোড করতে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ১ কেবি খালি আছে সি ড্রাইভে, সেই অবস্থাতেই ঘন্টাখানেক চালালাম, কোন সিস্টেম ইমপ্যাক্ট দেখলাম না, ওয়ার্নিং মেসেজ বাদে।
আরেকটা সুবিধা হচ্ছে আমার আমার ফোন আর আমার পিসির মধ্যেকার ইকোসিস্টেম। সবকিছু আমার ফোন আর 8.1 এর মধ্যে সিংক হয়ে থাকে অটোমেটিকালি। আমার কন্টাক্টস, ডকুমেন্টস ইত্যাদি অনলাইনেই সিংক হয়ে যায় অটো।
আর 8.1 এ Xbox ইন্টিগ্রেট করা আছে। কাজেই ফোনে বা পিসিতে গেম খেললে দুইটাই আমার সিঙ্গেল এক্সবক্স একাউন্টে পয়েন্ট এ্যাড করে। মাঝে মাঝে দেখা যায়, ফোনে গেম খেলছিলাম, সেটা এসে পিসিতে খেলছি। গেমের শুরু ফোনে, শেষ পিসিতে। মন্দ না।
আর সবকিছু মিলিয়ে 8.1 ওই ৭ এর উপরেই তো এসেছে। ৭ এর ফীচার কমবেশী আছেই।
আরেকটা জিনিস, 8.1 এর সার্চ ফীচারটা আমার কাছে বেশী জোশ লাগে। ৭ এ এত সুন্দর মনে হয় নাই। Win+S বা Win কী চেপে যেটা দরকার সেটা টাইপ করলেই সাথে সাথে চলে আসছে। (KDE এর ALT+F2) এর মত। আমার কাছে এইটা অনেক বেশী ফ্লুয়েন্ট লাগে। উইন্ডোজ সেভেনে এইটা সম্ভবত নাই।
আর, যাদের ব্যান্ডউইড্থ নিয়ে সমস্যা, তাদের জন্য সম্ভবত "মিটারড কানেকশন বিভাবিয়ার" সম্পর্কিত একটা সেটিংস আছে, সেটা ব্যাবহার করলেই হয়। আমি অবশ্য চালুই রাখি, ডেক্সটপ নোটিফায়ার
আর অরিহন্ত ভাইয়ের ১ জিবি ডেটা কয়েকমিনিটে ফিনিশ হলে উনার স্পিড কত সেটা নিয়ে চিন্তা করতে হবে প্রথমে, তারপর আমার ধরে নিতে হবে, উনি কনফিগ করার ফার্স্ট কনজামপ্সন স্টেটটার কথা বলছেন।
ভাই, ইনিশিয়ালী ওইটা হবেই। পুরা সিস্টেম একদম ফাকা, কাজেই প্রথমবারে সে ধুমধাড়াক্কা ডেটা ফেচ করে। তাই বলে আবার ১ গিগাও ফেচ করবে না। ১গিগা ফেচ করার কারন হচ্ছে উইন্ডোজ আপডেটের কারনে।
আর হ্যা, Windows এর ডিফল্ট আপডেট সিস্টেম হচ্ছে অটোমেটিক, লিনাক্সের মত ইউজার কনফার্ম করে নিয়ে নয়, ওইটুকুও চেঞ্জ তো করে নিতে হবেই।
উইন্ডোজ ৮.১ আপডেট ১ এ আবার কাহিনি করেছে, হার্ডওয়া্রে, টাচ ডিসপ্লে না থাকলে সে ডাইরেক্ট বুট করবে ডেক্সটপে আর টাচ ডিভাইস পেলে তারপর মেট্রো স্টার্ট এ। আরো বেশ কিছু ভিজিবল চেঞ্জ নিয়ে এসেছে দেখলাম। রিলিজের অপেক্ষায় আপাতত।
১৩ ০৯-০২-২০১৪ ০৯:৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৯-০২-২০১৪ ০৯:৩৩)
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
১৫ ০৯-০২-২০১৪ ১৮:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন অরিহন্ত (০৯-০২-২০১৪ ১৮:১৬)
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
ENJOY AS U LIKE IT
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
ENJOY AS U LIKE IT
Re: আমি কেনো Windows 8 ইন্সটল দিবো?
গত মাসে পড়েছিলাম যে জানালা ৮.২ আসতেছে, ঐটাই ইউজাইয়েন