টপিকঃ A Simple Request to add "Avro" keybord layout in linux mint
একটি আবেদনঃ
লিনাক্স ব্যবহারকারি প্রায় সবাই একটি সমস্যায় পরেন, আর তা হল "অভ্র" কীবোর্ড ইন্সটল করা।
আমি নিজেও অনেকবারবার এই সমস্যায় পরেছি।
যাই হক আসল কথায় আসি, আপনারা দেখে থাকবেন লিনাক্সে কিছু বাংলা কিবোর্ড দেয়া থাকে যা ভারতীয় মানের।
যদি লিনাক্স বাংলাদেশি কিবোর্ড বা অভ্র কিবোর্ড জুরে দেয় তাহলে বাংলা লিখতে আর কোন সমস্যাই থাকে না। যদি আপনিও আমার সাথে একমত হন তাহলে অনুগ্রহ করে এই লিঙ্ক এ গিয়ে আপনার মূল্যবান ভোট দিন।
ভোট দেবার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।