টপিকঃ কুটিলচক্রী কম্পিউটার

আমার কম্পিউটারটা আগে বেশ ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল মেজাজে ছিল cool cool ,  আজকাল ভাব দেখে মনে হয় আমি কম্পিউটারকে চালাই না angry angry। ওই আমাকে চালায়। isee কয়েকদিন আগে আমার কম্পুতে সি ড্রাইভ মানে উইনডোজ ড্রাইভ কম্প্রেস করতে দিয়েছিলাম প্রপার্টিস থেকে. ২ ঘন্টা লাগবে দেখে ক্যানসেল করি. কম্পু রিস্টার্ট মারতে গিয়ে দেখি svlbz is compressed . চালু হয় না. আজকে সেটাপ ডিস্ক থেকে বুট মারতে গিয়ে দেখি গোদের ওপর বিষফোড়ার মত কি বোর্ড কাজ করে না. মাউস ৫-৬ সেকেন্ড আলো জ্বলে নিভে যায়. সবগুলো পোর্ট এ ট্রাই করে দেখেছি. আর কালকে নাম প্যাড এর এন্টার খুলে যাওয়ায় লাগিয়েছি. ঠিকঠাক মতই চাপাচাপি করা যায়. ওটা খুলেও ট্রাই করেছি. হয়নি. এখন এই মহা সমস্যার সমাধান চাই.

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কুটিলচক্রী কম্পিউটার

হাড্ডি টা খুলে নিয়ে অন্য পিসিতে লাগিয়ে সি ড্রাইভ ফরমেট করে এনে নতুন করে ওএস দিয়ে নেন । হয়ে যাবে । এত ভয় পাওয়ার কিছু  নাই ।

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত