Re: ল্যাসিক করে ফেলেছি ! ইয়াহুউউউউউউউউ...... :)
ড্রাই আইও হয় নাই।
ড্রাই আই হওয়ার মূল কারণ Atropine আই ড্রপ এর সাইড ইফেক্ট। ল্যাসিক এর জন্যে হলে তা মূলত ২৪ ঘন্টার মধ্যেই সেরে যায়।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » ল্যাসিক করে ফেলেছি ! ইয়াহুউউউউউউউউ...... :)
ড্রাই আইও হয় নাই।
ড্রাই আই হওয়ার মূল কারণ Atropine আই ড্রপ এর সাইড ইফেক্ট। ল্যাসিক এর জন্যে হলে তা মূলত ২৪ ঘন্টার মধ্যেই সেরে যায়।
মাহমুদ রাব্বি লিখেছেন:সানগ্লাস পড়তে কার না ভাল লাগে
সানগ্লাস না ঠিক নরমাল চশমাই ইউজ করি, আর একটা সমস্যা আছে আমার সেটা হল আমি অতিরিক্ত আলোতে সব ব্লারড দেখি, বিশেষত চোখে যদি কোন আলো পরে তাহলে কিছুক্ষন দেখতে কষ্ট হয়। এটা কি ধরনের সমস্যা? সিরিয়াস কোন প্রবলেম?
আপনার চোখের অবস্থা খুব খারাপ ছিল দেখা যায়, আল্লাহ সুস্থ করেছেন শুনে ভাল লাগলো।
হ্যা, অবস্থা খারাপ ছিলো। তা না হলে সার্জারী করবো কোন দুঃখে? আমি টিভিতো দূরের কথা, কম্পিউটারটাও দেখতাম না ঠিক মতো। ডাক্তারকে যতবার বলছি কি করবো ততবার বলছে ওয়েট করো। ওয়েট করো। সময় হলে আমি বলবো কি করতে হবে। এখন সময় হইছে। বলছে ল্যাসিক করো না হলে জীবনেও তুমি খালি চোখে কোনো কাজই করতে পারবে না। আমার খুব খারাপ লাগছিলো। আমাকে সূরার আয়াত পড়ে বললো দেখো কত মানুষ চশমা দিয়েও কিছুই দেখে না। তুমি দেখতে পাও, চশমা ও কন্টাক্ট লেন্স দিয়ে। এটা আল্লাহর রহমত। আমাদের নবীজি কত কষ্ট সহ্য করে গেছে আজীবন আর তুমি এই সামান্য কষ্ট সহ্য করতে পারছো না। তোমাকে দ্যাখো, কি সুন্দর চেহারা দিছে, কত সুন্দর তুমি। শুধু চোখের ফোকাসিং পাওয়ার নষ্ট করে দিছে। এটা মেনে নাও।
যেই ভাবে বলছে তাতে আমার আরো খারাপ লাগলো। আমি বললাম, ঠিক আছে, ল্যাসিক ছাড়া যখন আর ভালো দেখবো না খালি চোখে মরন পর্যন্ত তাহলে ল্যাসিকই করবো। যা হবার হবে। ডাক্তারের কথায় না, আল্লাহর উপর রাগ করেই মূলত কাউকে কিছু না বলে হারুন আই হসপিটালে যাই। সব টেস্ট করাই। ল্যাসিকের জন্য একদম পারফেক্ট আমি। প্রায় দুই ঘন্টা ছিলাম সেখানে। তারপরে দুই দিন আগে করলাম। এখন আমি স্বাভাবিক মানুষের চাইতেও বেশি দেখি মনে হচ্ছে। চশমা, লেন্সেও এত ক্লিয়ার কখনো দেখি নাই। কোনো কমপ্লিকেশন হয় নাই, কোনো সাইড এফেক্ট হয় নাই। আমার মনেই হচ্ছে না সার্জারী করেছি। থ্যাংকস আল্লাহ ও থ্যাংকস মাই হিরো ডাঃ সাঈদ।
অভিনন্দন রইলো নতুন দৃষ্টিশক্তির জন্য্
আমার চশমার পাওয়ারও আপনার মতোই, অনেক আগেই ল্যাসিক করার ইচ্ছে ছিলো। নেটে খুঁজে মেলা সাইড এ্যাফেক্টের কথা দেখতে পেয়ে ভয়ে পিছিয়ে গেছি।
অভিনন্দন রইলো নতুন দৃষ্টিশক্তির জন্য্
আমার চশমার পাওয়ারও আপনার মতোই, অনেক আগেই ল্যাসিক করার ইচ্ছে ছিলো। নেটে খুঁজে মেলা সাইড এ্যাফেক্টের কথা দেখতে পেয়ে ভয়ে পিছিয়ে গেছি।
মেলা সাইড এফেক্ট হয় না। ড্রাই আই অনেকের হয় তবে সেটা ৬ মাস। আমার এটা হয় নাই। আগে যেমন ফিল করতাম চোখে এখনো ঠিক একই ফিল করছি। কোনো ড্রাই আই হয় নাই।
আর ক্যারাটোকোনাস ডিটেক্ট করতে অনেকগুলো স্ক্যান করে। চার পাঁচটা স্ক্যান করে। যদি এই রোগ থাকে তবে সার্জারী করাবে না। করালে ক্যারাটোকোনাস বেড়ে যাবে। তাই এই টেস্টটি সবচেয়ে গুরুত্বপূর্ন। আমার টেস্টে সব রিপোর্ট নেগেটিভ আসছে। তাই লং টার্মে ক্ষতি হবার চান্স নেই।
আমার একটা সাইড এফেক্টও হয় নাই। একেবারে স্বাভাবিক আমি। কি যে আরাম লাগছে সবকিছু খালি চোখে ক্লিয়ার দেখতে বলে বুঝাতে পারবো না। আমার দৃষ্টিশক্তি বাম চোখে স্বাভাবিকের চেয়ে বেশি। ডান চোখে স্বাভাবিক। দুটো চোখ মিলিয়ে দেখলে দৃষ্টিশক্তি এখন অসীম। টেক্সটবুক পারফেক্ট সার্জারী হয়েছে আমার ক্ষেত্রে মনে হচ্ছে কারন সাধারনত দুই তিনটা সাইড এফেক্ট হয় টেমপোরারিলি কিন্তু আমার একটাও হয় নাই। শুধু আগে লিগালি ব্লাইন্ড ছিলাম আর এখন দৃষ্টিশক্তি ঈগল পাখির দৃষ্টিশক্তির মতো প্রখর।
ল্যাসিক নিয়ে কিছু পড়াশোনা করলাম। তারপরই পোষ্টটা চোখে পড়লো। অনেক ধন্যবাদ ভাবছি, ল্যাসিকটা বোধহয় এবার করিয়েই ফেলা উচিত।
ল্যাসিক নিয়ে কিছু পড়াশোনা করলাম। তারপরই পোষ্টটা চোখে পড়লো। অনেক ধন্যবাদ
ভাবছি, ল্যাসিকটা বোধহয় এবার করিয়েই ফেলা উচিত।
চোখের ব্যাপারে বেষ্ট ট্রিটমেন্ট নেয়ার চেষ্টা করবেন। হারুন আই ফাউন্ডেশন হসপিটাল চক্ষু চিকিৎসায় দেশের সেরা হসপিটাল। ডাঃ সাঈদ হচ্ছেন দেশের সেরা কর্ণিয়া স্পেশালিস্ট। উনি সন্ধানীর পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট। সুতরাং উনি নিশ্চয়ই ব্যবসা বানিজ্য করার জন্য কারো চোখে সার্জারী করে দিবেন না। অনেক ভেবে সব দিক বিচার করে তারপরে করবেন। ল্যাসিক ক্লিনিকে আমি করতে চাই নি। ল্যাসিক করা ওদের কাছে বিজনেস কারন ওরা শুধু ল্যাসিকই করে। তাই যে ল্যাসিকের উপযুক্ত না তাকেও ল্যাসিক করিয়ে দেয় এসব ক্লিনিকগুলো। তাই আমি আমার চোখের জন্য সেরাটাই বেছে নিয়েছি। খরচও হাতের নাগালে। সব মিলিয়ে মোট খরচ হয়েছে ৪১ হাজার টাকা অথচ ল্যাসিক ক্লিনিকগুলোতে সব মিলিয়ে খরচ হবে কমপক্ষে ৬৫ হাজার টাকা। তুলনামূলক নাগালের মধ্যে যদি সেরা সার্ভিস পাই তাহলে কেনো বাড়তি ২৪/২৫ হাজার টাকা খরচ করবো? আমার একটা সাইড এফেক্টও হয় নাই আল্লাহর রহমতে। ডাক্তারের কয়েক হাজার কর্নিয়াল ও ফ্যাকো সার্জারী করার অভিজ্ঞতা আছে। মানুষ কর্ণিয়া দান করে মূলত উনার সন্ধানী হাসপাতালেই। উনি নিশ্চয়ই রোগীদের বিপদে ফেলবেন না ভুল সার্জারী করে। উনি আমাকে বলেছেন, উনি কতইবা টাকা পাবেন এই সার্জারী করে কিন্তু উনি যদি রোগীকে স্বচ্ছ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন কমপ্লিকেশন এভোয়েড করে তবে সেটাই উনার বড় প্রাপ্তি।
তাই আপনি ল্যাসিক করালে হারুন আই ফাউন্ডেশন হসপিটাল বা অন্য কোনো ভালো আই হসপিটালে করাবেন। কোনো ল্যাসিক ক্লিনিকে করাবেন না।
আমার বাম চোখে -১৩.০ আর ডান চোখে -১২.২৫। ডাক্তার বলেছে ৪ বার ল্যাসিক করাতে হবে, ১ মাস পর পর। খরচ পড়বে প্রায় ১ লাখ টাকা।
এত ঝামেলার কারনে ল্যাসিকটাই আর করানো হচ্ছে না।
ল্যাসিক আই সার্জারি (lasik eye surgery)-চশমার বিকল্প।
ল্যাসিকের ফলাফল অনেকাংশে সার্জনের উপর নির্ভর করে। আমার জানা মতে বাংলাদেশে তেমন ভাল কোনো ল্যাসিক সার্জন নেই। 'হারুন আই ফাউন্ডেশন-ধানমণ্ডি' কিছুটা ভাল। তবে ভারতের তুলনায় তা তেমন কিছু নয়। ভারতে কম খরচে ল্যাসিক করানো যায়। আর, আমাদের দেশের সার্জনরা ফলাফলের চেয়ে টাকার গুরুত্ব বেশি দেয় বলে এমন হয়ে থাকে।
http://www.somewhereinblog.net/blog/mit … n/28933639
আমার একটা সাইড এফেক্টও হয় নাই।
একটু খুঁজলে দেখতে পাবেন যারা পুরনো তাদের অনেকের চোখে চুলকনি হচ্ছে, অনেকে আবার রোদে দেখতে সমস্যা হচ্ছে।
মাহমুদ রাব্বি লিখেছেন:আমার একটা সাইড এফেক্টও হয় নাই।
একটু খুঁজলে দেখতে পাবেন যারা পুরনো তাদের অনেকের চোখে চুলকনি হচ্ছে, অনেকে আবার রোদে দেখতে সমস্যা হচ্ছে।
আমার এগুলো একটা সমস্যাও নাই। রোদে গেলে সানগ্লাস পড়তে বলছে কিন্তু আমার সানগ্লাস না পড়লেও কোনো সমস্যা হয় না। তবুও ডাক্তার যেহেতু বলছে এক মাস সানগ্লাস পড়ে ঘুরাফেরা করতে তাই করছি। চুলকনি হয় না। আমার মনেই হচ্ছে না আমি সার্জারী করেছি। আগে মাথা ব্যাথা ছিলো চশমার কারনে। এখন মাথাব্যাথা সেরে গেছে।
ল্যাসিক করা হয় কর্ণিয়াতে। চোখের ভিতরে না। যা হবার সেটা কর্ণিয়াতে হয় তাই ঝুঁকি খুব কম তবে ঝুঁকি আছে যেহেতু সার্জারী। মানুষের কর্ণিয়া বয়স বাড়ার সাথে সাথে আরো রিজিড হয় মানে আরো শক্তিশালী হয়। ল্যাসিক করার পরে দীর্ঘ মেয়াদে ঝুঁকি বলতে শুধু একটা সেটা হচ্ছে এক্টেশিয়া তবে এটা খুবই খুবই রেয়ার কেস। ২৫০০ জনের মধ্যে ১ জনের হয় যদি ল্যাসিক সার্জারী খারাপভাবে করে ও ভুল রোগীর উপরে এই সার্জারী করে দেয়। তাই প্রি-ল্যাসিক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ন এটা জানার জন্য যে আপনার চোখে ক্যারাটোকোনাস আছে কিনা। যদি না থাকে তবে ঝুঁকি হচ্ছে ০.১% এক্টাশিয়া হওয়ার। আর দুই তিনটা সাইড এফেক্ট হওয়ার ঝুঁকি ৫% তবে আমার একটা সাইড এফেক্টও হয় নাই। ডাক্তার চোখ দেখে বলছে চোখ যখন সেরে যাবে তখন কেউ চোখ সাধারন যন্ত্রে পরীক্ষা করে বলতেও পারবে না যে ল্যাসিক করেছি। ল্যাসিকে শুধু কর্ণিয়ার ১০% অংশ ইউজ হয়। বাকিটা ইনটাক্ট থাকে তাই ঝুঁকি কম তবে ভালো সার্জনের কাছ থেকে ইভেল্যুশন করে তারপরে করলে ঝুঁকি খুব খুব কম। ল্যাসিক বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সার্জারী। ৩০ মিলিয়ন মানুষ এরই মধ্যে ল্যাসিক করেছে। এর মধ্যে কয়জন অন্ধ হয়েছে ল্যাসিক করে? একটা অন্ধত্বের কেসও এখনো পাওয়া যায় নি তবে সিরিয়াস সাইড এফেক্ট হয়েছে কারো কারো যারা খারাপ জায়গায় ল্যাসিক করেছে ফল্টি যন্ত্রপাতির মাধ্যমে।
সব সার্জারিতে রিস্ক আছে। তাই বলে কি সার্জারি বন্ধ থাকবে? আমি আগে প্রায় অন্ধ ছিলাম। পাশে কে বসে আছে তাকেও দেখতাম না ঠিকমতো। সেই আমি এখন যতদূর তাকাই সব দেখি একেবারে ক্রিষ্টাল ক্লিয়ার। আমার ক্ষেত্রে সামান্য রিস্ক নেয়া ঠিক হয়েছে বৈকি।
Hmmm..অনেক দিন পরে হলেও আপনার বর্ণনাটা ভালোই লাগল..যদিও এখন এইসব সার্জারির খরচ বেড়ে গেছে তবুও প্রয়োজনের কাছে এটা কিছুই নাহ...আপনার কথা শুনে গেলাম হারুন আই ফাউন্ডেশন হসপিটালে.. আমার ও আপনার মতোই সেম পাওয়ার.. কিন্তু বয়সটা কম...মাত্র ১৭. যাই হোক প্রি-ল্যাসিক টেস্ট এ নিলো ৪০০০ টাকা... আর আজ সকাল ১০ টায় করবে আমার সার্জারি.. এতে খরচ হচ্ছে প্রায় ৯৮০০০ টাকা.. আশা করছি আপনার মতোই আমার ও সব ঠিকঠাক ই থাকবে..
হুম আমার ও ল্যাসিক করা কমপ্লিট..একেবারে যেন নতুন জীবন ফিরে পেয়েছি...সেম আপনার হিস্ট্রি আমার ও হলো..
অভিনন্দন অনেক সুন্দর ।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » ল্যাসিক করে ফেলেছি ! ইয়াহুউউউউউউউউ...... :)
০.০৭৫০৪৮২০৮২৩৬৬৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৫০২৬৫১৮৮৭৮৫৬ টি কোয়েরী চলেছে