টপিকঃ মায়োপ্যাথিক ডিজঅর্ডার কি কিউরেবল ?
মায়োপ্যাথিক ডিজঅর্ডার কি কিউরেবল ? না হলেও কতটুকু ? মেইনলি কি করা যেতে পারে ? বা আশার আলো কি আদৌ আছে ? একটা ইউরোপীয় মেডিকেল এ্যাসোসিয়েশন দাবি করছে ৮০% রুগী তারা সুস্থ করেছে ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » মায়োপ্যাথিক ডিজঅর্ডার কি কিউরেবল ?
মায়োপ্যাথিক ডিজঅর্ডার কি কিউরেবল ? না হলেও কতটুকু ? মেইনলি কি করা যেতে পারে ? বা আশার আলো কি আদৌ আছে ? একটা ইউরোপীয় মেডিকেল এ্যাসোসিয়েশন দাবি করছে ৮০% রুগী তারা সুস্থ করেছে ।
এটা কি ধরনের রোগ আগে সেটা বুঝাও!
ঠিক কোন টাইপের মায়োপ্যাথী তা জানলে সুবিধা হতো। বিভিন্ন কারণে/পাথওয়েতে মায়োপ্যাথী হয়, তাই লাইন অব টৃটমেণ্ট (সিম্পটম, কারণ অনুসারে) ভিন্ন হবে।
আমার জানা মতে ফুল কিউর এখনো সম্ভব না (অন্ততঃ বাংলাদেশে তো নয়ই)। তবে মেডিকেল রিসার্চ যে হারে আগাচ্ছে তাতে কিউর পাওয়া অসম্ভব না। কোনো লিংক দিতে পারেন? কিছু কিছু মায়োপ্যাথীতে স্টেম সেল থেরাপী কাজ করে বলে পড়েছিলাম...
আপনার পোস্ট পড়ে মনে পড়লো ইণ্টার্ণশীপের সময় আইসিউ-তে একজন তরুণী রোগীর ব্যাপারে। অল্পবয়সী মহিলার কয়েক মাস বয়সী শিশু ছিলো। খুব সম্ভবতঃ প্রেগন্যান্সীর পর থেকেই তার মায়োপ্যাথী ডেভেলপ করে। খুব দ্রুত তার অবস্থা খারাপ হচ্ছিলো। মধ্যবিত্ত পরিবারের রোগী, তবু স্বামী খরচ করতে বাকী রাখে নি। প্রতিদিন খুব দামী বিদেশী স্টেরয়েড এবং অন্যান্য রেয়ার ঔষধ ইনজেক্ট করতে হতো মহিলাকে। দৈনিক শুধু ২-৩ হাজার টাকার ঔষধই খরচ ছিলো (২০০৪ সালের দিকের ঘটনা - ঢাকার কোন একটা বড় ফার্মেসী জার্মানী থেকে ইমপোর্ট করতো ঔষধ গুলো)। তবে এতো কিছুর পরেও প্রতি দিন মহিলার অবস্থার অবনতি হয়ে চলছিলো। ৩/৪ দিন পরে রেসপিরেটরী ফেইলিউরে চলে গিয়েছিলো (এই স্টেইজে চেস্ট মাসলস, ডায়াফ্রাম ইত্যাদি পেশীগুলো অকার্যকর হয়ে পড়ে - ফলে শ্বাস-প্রশ্বাস নেয়া অসম্ভব হয়ে পড়ে)। এর পরে ওই ওয়ার্ডে আমাদের ব্যাচের ডিউটি শেষ হয়ে গিয়েছিলো। আমরা যারা ওই ওয়ার্ডে তখন ইন্টার্ণ ছিলাম, তারা সবাই খুব ডিপ্রেসড ছিলাম এই রোগীটার জন্য।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » মায়োপ্যাথিক ডিজঅর্ডার কি কিউরেবল ?
০.০৫৯৫৩০৯৭৩৪৩৪৪৪৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৩২.৮০৮০৮৬৭৯৫২৭৯ টি কোয়েরী চলেছে