Re: চেনেন নাকি?
আরে এইটা তো আমগো শামীম ভাই:lol:
পড়াশুনা বাদ দিয়ে জাপান সম্রাটের নিরাপত্তায় নিযুক্ত হলেন নাকি?:ll:
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: চেনেন নাকি?
Re: চেনেন নাকি?
শামীম ভাই একটু পোচ দিয়ে খারাইলে সুন্দর লাগতো না?;D
রক্তের গ্রুপ: B(-)
Re: চেনেন নাকি?
ওরে পাংখা.... হেভী মানাইছে !!
তা ভাইসকল, আপনারা হয়ত ভাবছেন সামুরাই লাজুক কেন ? এর নেপথ্য কি এমন ঘটনা ?
চুপিচুপি বলছি.... জানেনই তো, এই ড্রেস পরা খুবই ভেজালের, সামলে রাখা বড় দায়। তো প্রথমবার যখন আমাদের শামীম ভাই এটা পরেন গিট খুলে পাজামা টা .... বুঝতেই পারছেন। পরের বার দেখেন না উনি কিন্তু মুঠির মধ্যে তলোয়ার না, পাজামার খুটো টা ধরে আছেন
http://www.amanpages.com/
Re: চেনেন নাকি?
হায়রে! আমি পরথমে মনে ভাবছিলাম একটা মাইয়া বুঝি। পরে দেহি শামীম:-O।
লুবনা আফরিন।
৭ ১১-০৪-২০০৭ ১৯:১১ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্র (১১-০৪-২০০৭ ১৯:১৪)
Re: চেনেন নাকি?
এই ড্রেস পরা খুবই ভেজালের, সামলে রাখা বড় দায়
আমান ভাইয়ের কি কখনো গিট খুলে গেছিলো নাকি?????;q
Re: চেনেন নাকি?
হায়রে! আমি পরথমে মনে ভাবছিলাম একটা মাইয়া বুঝি। পরে দেহি শামীম:-O।
প্রথম প্রথম এমন হয়...।ব্যাপার না..;D
Re: চেনেন নাকি?
লুবনা_আফরিন_লতা লিখেছেন:হায়রে! আমি পরথমে মনে ভাবছিলাম একটা মাইয়া বুঝি। পরে দেহি শামীম:-O।
প্রথম প্রথম এমন হয়...।ব্যাপার না..;D
::::::
Re: চেনেন নাকি?
শামীম: রাগ করলা না কি?! আমাগো রাইখ্যা অন্যদিকে কেন তাকাইয়া আছো! ফোরামের দিকে একটু তাহাও। দেহো আমরা কেমনে হাত তালি দেই...........
:: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: ::
লুবনা আফরিন।