Re: এটা কী জিনিস!
Re: এটা কী জিনিস!
fukang meteorite জিনিশটের মানে কি!
উইকি দেখে সব বুঝলে তো আমি সর্বজান্তা শামসুর নাহার হইয়া যাইতাম!
কিছু থেকে কিছু হইলে সবাই উইকি লিঙ্ক ধরায় দেয়াটা একটা ট্রেন্ড হইয়া গেছে ! এখন! যাও লাগত না আমি নিজেই খুঁজে নিব কি জিনিস এটা!
Re: এটা কী জিনিস!
এইডা মৌচাক জল
Re: এটা কী জিনিস!
হ সবাই এসে বলুক এইডা ক্রিস্টাল পাথর
আর অমনি " ক্রিস্টাল চাই ক্রিস্টাল ! " গান জুড়ে বসুন আর কি
Re: এটা কী জিনিস!
ধুরু দেইখ্যা বুঝেন না...?? সূর্যের বিপরীতে ধরা হয়েছে... ফাকা দিয়ে আলো আসছে......
Re: এটা কী জিনিস!
Re: এটা কী জিনিস!
এটাও হতে পারে
সব জোনাক পোকা পাথরে ঢুকে গেছে
১০ ১৯-০১-২০১৪ ১৪:৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১৯-০১-২০১৪ ১৪:৪৩)
Re: এটা কী জিনিস!
১৩ ১৯-০১-২০১৪ ২৩:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (১৯-০১-২০১৪ ২৩:৩৭)
Re: এটা কী জিনিস!
এইটা হইল ধাতু( মূলত লোহা ) এবং ম্যাগনেসিয়াম সিলিকেট সহজ কথায় পাথর ( রজন জাতীয় কিছুও আছে...) সংকর
Re: এটা কী জিনিস!
সহজ কথায় এটা অনেক দুষ্প্রাপ্য একটি উল্কাপিন্ড(এ পর্যন্ত মাত্র ৬১ টি পাওয়া গেছে) প্যালাসাইট। জার্মান ন্যাচারালিস্ট পিটার প্যালাস এর নামানুসারে এর নাম দেয়া হয়েছে। প্রায় সমপরিমান পাথর এবং ধাতু একসাথে থাকে এতে। এবং এটি দুষ্প্রাপ্য কারন স্ফটিকের ন্যয় স্বচ্ছ।
Re: এটা কী জিনিস!
ওহ! একটা ধন্যবাদ দেয়া হয় নাই! সবাইকে এত্ত গুলা ধন্যবাদ! উত্তর দেবার জন্য।
উদাদা আগেই ফেবুতে বলে দিয়েছে ইহা কি জিনিশ! ফোরামের চাইতে ফেবুতে দ্রুত ইনফো কালেক্ট হয়!
অবস্থা এমন বর্তমানে কোন নিউজ পেপারে বা চ্যানেলে নিউজ আসার আগেই নিউ মিডিয়া সেটা কভার করে ফেলছে! মানে ফেসবুকের মধ্যে দিয়ে সেটা আগে চলে আসছে! তার পর এর ডেপথ অব নিউজ আমরা পাচ্ছি টিভি বা পেপারে! ফেবু সুপার ফাস্ট নিউজ গেদারিং এ
থাক প্রজন্ম ফোরামে মাইন্ড খাবে ফেবুর এত্ত গুনগান গাইলে
যাই বাকিদের পোস্ট এ একটু হামলা চালায় আসি!