টপিকঃ ম্যাক ওএস এক্স বিষয়ক কিছু জিজ্ঞাসা
প্রিয় ফোরামিকগণ,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে, নিজের একটি ম্যাকবুকের চাহিদা গতকাল পূরণ হলো। ১১.৬ ইঞ্চি ম্যাকবুক এয়ার কিনে ফেললাম গতকাল সকালে গিয়ে। পুরানো ল্যাপিটা বেচে ও কিছু ধারকর্জ করে আমার ম্যাকবুক এয়ার কেনা, যাই হোক- এখন ম্যাক চালাচ্ছি। কিন্তু কিছু সমস্যা (অথবা কিছু এপ্লিকেশনের অভাব) ফেস করছে হচ্ছে। হতে পারে এটা আমার দীর্ঘদিন যাবত উইন্ডোজ ব্যবহারের ফলে হচ্ছে অথবা ঐ অভাবগুলো আসলেই পূরণ হওয়ার মত নয়। যাই হোক আশাকরি কেউ সমাধান দিবেন এই আশায় সমস্যাগুলোর কথা লিখতে বসলাম। ফোরামে অনেক অভিজ্ঞ ম্যাক ইউজার আছেন জানি। তাদের মধ্যে কেউ না কেউ সাহায্য করবেন এই আশায় আছি।
১। শুরুতেই আসবে ভালোমানের গ্রাফিক্যাল ডাউনলোড ম্যানেজার। উইন্ডোজে IDM ইউজ করতাম। এর বিকল্প বা কাছাকাছি মানের কিছু ম্যাকে পাইনি। ইউটিউব সাপোর্ট, ব্রাউজার ইন্টিগ্রেশন ইত্যাদি ফিচারসহ দ্রুতগতির ডাউনলোড ম্যানেজারের সন্ধান এখন প্রধান চাহিদা।
২। ফায়ারফক্স চালাতে গিয়ে সমস্যা হচ্ছে, বারবার এটা হ্যাং করছে ও force quit ছাড়া বন্ধ করা যাচ্ছেনা। তবুও পুরোপুরি ক্লোজ হচ্ছেনা। ফলে ম্যাকবুক থেকে লগ-আউট করতে গেলে firefox running, need to close টাইপের একটা এরর দিয়ে লগ-আউটে বাধা দিচ্ছে। লেটেস্ট ভার্শন (২৬) টাই ইউজ করছিলাম। আপাতত এটা রিমুভ করে সাফারি আর ক্রোম চালাতে হচ্ছে। কিন্তু বিশেষ কিছু এড-অনের কারনে ফায়ারফক্সটা দরকার।
৩। মেট্রোটুইট সম্পর্কে আশাকরি অনেকেই অবগত আছেন, উইন্ডোজের দূর্দান্ত এই টুইটার ক্লায়েন্টের মত ক্লায়েন্ট ম্যাকে এখনো পাইনি, কিছু এপ ট্রাই করেছিলাম, কিন্তু কোনটাই কাছাকাছি মনে হলোনা, সাদামাটা। ভালোমানের টুইটার ক্লায়েন্ট দরকার।
৪। কুইকটাইম প্লেয়ার/আইটিউনস দিয়ে নির্দিষ্ট কিছু ফাইল ছাড়া অনেক কিছুই চলেনা, বিশেষত নানা ভিডিও ফরম্যাট। ভিএলসির কথা অনেকেই বলবেন জানি, এটাই ব্যবহার করছি, কিন্তু কোডেক প্যাক টাইপের কিছু কি নেই আইটিউনস বা কুইকটাইমের জন্য? মানে যেটার সাহায্য বিভিন্ন ফরম্যাট অনায়াসে প্লে করা যাবে? Perian নামে একটি প্রজেক্ট ছিলো জানি, তবে সেটা ডেড
৫। ম্যাকের জন্য এপ স্টোর ছাড়া প্যাকেজ ম্যানেজার (গ্রাফিক্যাল, সিনাপ্টিক টাইপের) টাইপের কিছু আছে কি? মানে যেটা দিয়ে প্যাকেজ ইন্সটল, রিমুভ, আপগ্রেড এসব করা যাবে?
আপাতত এগুলোই। আমি ম্যাকে নতুন ইউজার, ফলে হয়তোবা সমস্যা ফেস করছি। ফোরামিকগণ আশাকরি তথ্য দিয়ে উপকৃত করবেন