টপিকঃ " ছবি দিবো কিভাবে ? " সাহাজ্য করেন কেউ প্লিজ
ফোরামের টপিকে কিভাবে ছবি দেবো একটু সাহাজ্য করেন না কেউ।
আমি ইমেজের উপরে ক্লিক করলে নিচের দুইটা কোট দেখায়
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » " ছবি দিবো কিভাবে ? " সাহাজ্য করেন কেউ প্লিজ
ফোরামের টপিকে কিভাবে ছবি দেবো একটু সাহাজ্য করেন না কেউ।
আমি ইমেজের উপরে ক্লিক করলে নিচের দুইটা কোট দেখায়
এগুলো বিবি কোড।কোড দুটোর মাঝে আপনার ছবিটির লিংক দিন।এভাবেঃ
[img]এখানে ছবির লিংক দিন[/img]
এগুলো বিবি কোড।কোড দুটোর মাঝে আপনার ছবিটির লিংক দিন।এভাবেঃ
[img]এখানে ছবির লিংক দিন[/img]
ঠিক বুঝলাম না
আমি আপনাকে একটু খুলে বলি , আমার পিসিতে কিছু ছবি আছে এটা যদি আমি এখন দিতে চাই টপিকে তাহলে কিভাবে দেবো?
ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটগুলোতে সাধারণত " আপলোড " নামে একটা অপশন থাকে এখানে ক্লিক করলে ব্রাউজিং একটা অপশন আসে তারপর আমার পিসি থেকে ছবিটা সিলেক্ট করে অকে করে দিলেইতো হয়ে যায়।
কিন্তু এখানে সেটা কিভাবে দেবো সেটাই জানতে চাচ্ছিলাম
প্লিজ কেউ একটু সাহাজ্য করেন না !!!
এই ফোরামে এভাবে আপলোড করে ছবি দেয়া যায় না। ছবিটি আপনি প্রথমে অন্য কোথাও আপলোড করেন। ছবি আপলোডের অনেক ওয়েব সাইট আছে। গুগল করলেই পাবেন। তারপর আপলোড করা ছবির লিংকটি [img]এই কোডের মাঝখানে[/img] দিন।
এই ফোরামে এভাবে আপলোড করে ছবি দেয়া যায় না। ছবিটি আপনি প্রথমে অন্য কোথাও আপলোড করেন। ছবি আপলোডের অনেক ওয়েব সাইট আছে। গুগল করলেই পাবেন। তারপর আপলোড করা ছবির লিংকটি [img]এই কোডের মাঝখানে[/img] দিন।
ধন্যবাদ আপনাকে দেখি চেষ্টা করে পারি কি না
তবে কয়েকটা সাইটের লিঙ্ক দিয়ে দিলে ভালো হতো না
imgur.com এ গিয়ে ছবি আপলোড দিন তারপর লিংকটি এখানে [img]এখানে[/img] পোস্ট করুন অথবা আপনার ফেসবুক , গুগুল প্লাস ইত্যাদিতে আপলোড ছবির ভিউ দেখার সময় url লিংক টি কপি করে দিলে ও হবে । যেমন চিত্রের মতন দেখুন -
মনে রাখবেন url লিংকটির শেষে .jpg অথবা .png এরকম থাকলেই কেবল কাজ হবে । ফেসবুকের ক্ষেত্রে নিম্নের মতন থাকে
খেয়াল করেন উপরের url এর শেষে theater লেখা এইটা কিন্তু এখানে দিলে কাজ হবে না ।
ক্লাস শেষ
আবারো সাহাজ্যকারী দুইজনকেই ধন্যবাদ সাহাজ্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
আমি TinyPic e image upload দিলাম তো সেখানে দেখি " IMG Code for Forums & Message Boards " নামে একটা ঘর আছে সেখান থেকে যাষ্ট লিঙ্কটা কপি করে পেষ্ট করে ট্রাই করে দেখতেছি কাজ হয় কি না
আপডেটঃ ইয়াম্মি ! কাজ হয়েছে
যেমন চিত্রের মতন দেখুন -
ক্লাস শেষ![]()
কেমন!!
.
.
.
.
.
.
আমার মনে হয় আমাকে ইমেজ আপলোড দেখানোর সময় আরও সহজ পদ্ধতি বলছিলেন আপনি!
.
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » " ছবি দিবো কিভাবে ? " সাহাজ্য করেন কেউ প্লিজ
০.০৫১০৪২০৭৯৯২৫৫৩৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২৪৮২৯০৭৯৯০২৫ টি কোয়েরী চলেছে