টপিকঃ Skype নিয়ে সমস্যায় আছি। সমাধান চাই।
Nokia E72 তে Skype সেটাপ দিতে পারলাম না। বারবার শুধু সার্টিফিকেট এক্সপায়ার দেখায়। ওদের সাইটে গিয়ে দেখলাম Nokia-র জন্য কোন ডাইনলোড অপশন নেই। আমার একটা ফ্রেশ Skype লাগবে। যেটায় এইসব এরর দেখাবে না। কারও জানা থাকলে প্লিজ লিঙ্ক শেয়ার করেন। আর কারও কাছে App টা থাকলে প্লিজ একটু ই-মেইল করে পাঠান-rashedlrs@gmail.com এ।