Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
বাহ! এক এক জনের কাছে এক এক নাম!
প্রজন্ম বাবু, প্রজন্ম পরিবার, প্রজন্ম গুড্ডুগুড্ডু
যাক! যে একবার ঘুরে গেছে সে মায়ার টানে হোক আর এমনে হোক আবার হাজির হয়েছে ঠিকিই!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
বাহ! এক এক জনের কাছে এক এক নাম!
প্রজন্ম বাবু, প্রজন্ম পরিবার, প্রজন্ম গুড্ডুগুড্ডু
যাক! যে একবার ঘুরে গেছে সে মায়ার টানে হোক আর এমনে হোক আবার হাজির হয়েছে ঠিকিই!
শুভ জন্মদিন প্রজন্ম পরিবার ।
ইলিয়াস ভাইজানের ভাষায় ই বলব তা না হলে শত ঝগড়া ভুলে ও আম্রা আমরাই ত । ফোরামে আসি কিভাবে ভুলে গেছি তবে মাইক্রোকাতার আর মেহদী ভাই এর পিছনে পিছনে এসে ফোরামের দিশা পেয়েছিলাম ।
শুভ জন্মদিন প্রজন্ম পরিবার
।
ইলিয়াস ভাইজানের ভাষায় ই বলব তা না হলে শত ঝগড়া ভুলে ও আম্রা আমরাই ত
। ফোরামে আসি কিভাবে ভুলে গেছি তবে মাইক্রোকাতার আর মেহদী ভাই এর পিছনে পিছনে এসে ফোরামের দিশা পেয়েছিলাম ।
যাক একজনকে পাওয়া গেল দুইজনের লেজ ধরে এসেছে!
আমিও একজনের লেজ ধরে আবার এসেছি ফোরামে! অবশ্য সে ঠেলে-ঠুলে নিয়ে আসছে আমাকে!
আজকাল আপনি তো লিখাই দিচ্ছেন না, খালি ফোরামে এসে হাজিরা দিয়ে গেলে চলবে!!?
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। 'Jol Kona' -কে ধন্যবাদ সময়মতো এই পোস্টটি করার জন্য।
শুভ জন্মদিন প্রজন্ম।
নেটে মোবাইলের কি যেন খুজতে খুজতে এখানে আসা। পরে বেশীরভাগ সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই নজর রাখতাম বেশী। এখন ওখানে তেমন-কোন পোস্ট হয়না বলে অন্য জায়গাগুলোতে ঢু মারি।
আচ্ছা এই টপিকটা কি নোটিশ বোর্ডে সরিয়ে নেওয়া যায় না ?
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। দেরী হয়ে গেলো--- তাই মাপ করে দেবেন।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। দেরী হয়ে গেলো--- তাই মাপ করে দেবেন।
এতো টেনশান নিলেন কেন? কয়েকটা মাস অপেক্ষা করলেইতো পেয়ে যেতেন।
invarbrass লিখেছেন:
বেশি বেশি পুরনো টপিক বেহুদা জাগিয়ে তুললে ব্যান-নির্বান প্রাপ্ত হবেন অচিরেই
ধন্যবাদ শামীম ভাইয়া আর উদাদা
আসলে আপনারা না থাকলে ফোরামে বাস করা মুশকিল ছিল আমাদের মত নাদান বাচ্চাদের!উদাদা ধন্যবাদটা রহস্য মানবের সাথে ভাগাভাগি করে নিলাম!
সেই রাত ১১:৩০ থেকে সে আমার কানে কান পড়া দিতেছিল! কেউ কিছু না লিখলে আমি যেন একটা পোস্ট দেই! অর এত আগ্রহ দেখে আমি আর না করতে পারি নাই! সো আধা ক্রেডিট তাকে যায়। সে না বললে আমার হয়তো একজ্যাক্ট তারিখ টা জানা হতো আরও পরে!বাকি ফোরামিকদের বলছি, আপনারাও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন!
![]()
কিভাবে কিভাবে এই ফোরামে এলেন, কিভাবে এর খোঁজ পেলেন! কে কার লেজ ধরে এই ফোরামে এল সেটাও জানা হয়ে যাব
লেজ? ফোরামে কি বাঁদর আছে ? না ভাই আমি কোন বাদরের লেজ ধরে এখানে আসিনি। ঘুরতে ঘুরতে চলে আসেছি। এখন আর আপনাদের sorry বাদরদের লেজ ছাড়তে পারছি না। অল্প কিছু দিনে মায়া ধরে গেছে।
শুভ হোক প্রতিটা বছর
আরো তো কিছু দিন বাকি আছে
জন্মদিন তো বাকি আছে.......... এখনই কি
আপাতত এই টপিকটাকে সবাই রেহাই দিন। আগামী ২২ তারিখে মনে করে উইশ করলেই হবে।
শুভ জন্মদিন । পাশে ছিলাম
পাশে আছি
পাশে থাকবো ৷
আপাতত এই টপিকটাকে সবাই রেহাই দিন। আগামী ২২ তারিখে মনে করে উইশ করলেই হবে।
তারিখ ঠিক আছে তো!!
আগেতো জানতাম ২০ তারিখ।
ইলিয়াস লিখেছেন:আপাতত এই টপিকটাকে সবাই রেহাই দিন। আগামী ২২ তারিখে মনে করে উইশ করলেই হবে।
তারিখ ঠিক আছে তো!!
আগেতো জানতাম ২০ তারিখ।
আমারি মনে হয় ভুল হয়েছে ৷
প্রজন্মের জন্মদিন উপলক্ষে সকল ফোরামিককে আমার পক্ষ হতে শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাতে পুরান ফোরামিক রা যেন একবার ঘুরে যান
বহুদিন পরে অনেক পুরাতনদের উকিঁমারা দেখে আমিও একটু উঁকি না মেরে থাকতে পারলামনা......... হ্যাপী বাড্ডে ফোরাম........ফোরামকে কিছুই দিতে না পারলেও অনেক কিছুই নিয়েছি.......শিখেছি....স্পেশালি আমার কাছে মূতর্ীমান আতংকের বাংলা টাইপিংটা। তাই আজীবন কৃতজ্ঞতা সব মডুদের জন্য......।
সকল ফোরামিককে আমার পক্ষ হতে শুভেচ্ছা।
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
০.০৯৩৮৪৭০৩৬৩৬১৬৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৪৬৭৩৪০৩৭৩৯১১ টি কোয়েরী চলেছে