টপিকঃ ড্রপবক্স নিয়ে জানতে চাইছি...
ড্রপবক্স নিয়ে জানতে চাইছি।
এটা ব্যবহার করা শুরু করেছি কয়েকদিন হল। কিন্তু কয়েকটা জিনিস বুঝতে পারছি না।
১. ড্রপবক্সে অ্যাকাউন্ট খুলে তারপর ডেস্কটপের জন্য ড্রপবক্সের ইন্সটলার নামিয়ে সেটা পিসিতে সেটাপ দিয়ে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। কাজ হল। ডেস্কটপে
ড্রপবক্সের নতুন একটা ফোল্ডার তৈরি হল। কিন্তু প্রশ্ন হল- যখনি সরাসরি ড্রপবক্সের সাইটে গিয়ে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে যাই তখনি বলে ইমেইল or পাসওয়ার্ড ইনভেলিড! ব্যাপারখানা ঠিক বুঝলাম না! অথচ ইমেইল এবং পাসওয়ার্ড দুটোই ঠিক। আবার ডেস্কটপের আইকনে ক্লিক করলেই সরাসরি আমার ড্রপবক্সের অ্যাকাউন্টে নিয়ে যায়। কারণটা কি ঠিক বুঝলাম না?
২. যে কোনও সাইটে ঢুকতে গেলেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। কিন্তু ড্রপবক্সে সরাসরি লগইন করা যায় না, অথচ ডেস্কটপের ড্রপবক্স আইকনে ক্লিক করলে সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে যায়। যদি ব্যাপারটা তাই হয়- তাহলে সিকিউরিটি থাকল কোথায়? কারণ, ধরুন- সি ড্রাইভে আমার ড্রপবক্সের ফোল্ডার আছে, তাহলে আমি ছাড়াও তো অন্য যে কেউ আমার ফোল্ডারে ঢুকে অথবা ড্রপবক্সের ডেস্কটপ আইকনে ক্লিক করে সরাসরি আমার প্রোপাইলে ঢুকে যেতে পারছে। এ ক্ষেত্রে ইমেইল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ছে না। ব্যাপারখানা কি? এক্ষেত্রে করনীয়ই বা কি?
৩. ডেস্কটপের যে ড্রাইভে ড্রপবক্সের ফোল্ডার আছে সেই ফোল্ডারে যা রাখব সেটা অটো সিংক্রুনাই হয়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে- আমার ড্রপবক্সের স্পেস সাইজ যদি ১০ জিবি হয়, তাহলে আমার ডেস্কটপেও সেই ১০ জিবি জায়গা বরাদ্দ রাখতে হচ্ছে আলাদা। এটা যে কয়টা পিসিতে থাকবে সেই কয়টা পিসেতেই ১০ জিবি জায়গা আলাদা রাখতে হচ্ছে। এটা কেন হবে?
৪. ড্রপবক্সে যে ফাইলগুলো আপলোড করি (ছবি, গান, ভিডিও বতীত) যেমন- মোবাইলের ব্যাকআপ কন্টাক্ট নাম্বার, এসএমএস কিংবা ওয়ার্ড ফাইল সেটা .xml ফাইল হিসেবে আপলোড হয়। এটাকে কি ওয়ার্ড ফাইলে রূপান্তর করার কোনও উপায় আছে?
৫. অ্যান্ড্রয়েড মোবাইলে ড্রপবক্স সেটাপ দিয়েছি। এক্ষেত্রে আমার মোবাইলেও কি ১০ জিবি জায়গা বরাদ্দ রাখতে হবে? না হলে কিভাবে কি করব একটু শেয়ার করলে উপকৃত হব।