Re: প্রজন্মফোরাম সেরা ২০১৩ ফলাফল
কে জানি মিষ্টি খাইতে চাইল!!
ডেডুদার থেকে ভাগ নিয়ে খেয়ে ফেলেন!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মফোরাম সেরা ২০১৩ ফলাফল
কে জানি মিষ্টি খাইতে চাইল!!
ডেডুদার থেকে ভাগ নিয়ে খেয়ে ফেলেন!
সবাইকে শুভেচ্ছা
অভিনন্দন সবাই কে।
প্রায় সব গুলো দেখি আমার দেয়া ভোট
সবাইকে অভিনন্দন।
অভিনন্দন
ভালোবাসার কোড লিখেছেন:বিজয়ী সবাইকে অভিনন্দন।
invarbrass ভাইয়ের জন্য Ambrosia, Bonanza অথবা Pavilion এ Buffet Dinner এর দাওয়াত রইলো।হুম আপনের বুদ্ধিতে যাউক আর আপনেরা মিলে ওনার কল্লা কাটেন... ওনার স্পেয়ার কল্লা নাই...
আর কল্লা ছাড়া দেখতেও ভালো দেখা যাবে না ......
সকল বিজয়ীদের অভিনন্দন!!!
বিজয়ী সকলকে অভিনন্দন
কে জানি মিষ্টি খাইতে চাইল!!
ধন্যবাদ, মেটেল না পাইলে ও কি হইছে মিষ্টি পাইতে তো সেমেস্যা নাই
ইয়ে, আমি একটু লজ্জা পাচ্ছি লিস্টে আমার নাম দেখায়। সারা বছর কিছুই করিনি, এজন্যে বেশী খারাপ লাগছে। আমি খুবই লজ্জিত।
সকল ফোরামিকদের ধন্যবাদ।
আশা করছি এ বছর কিছু লেখালিখি হবে।
আপনেরা মিলে ওনার কল্লা কাটেন... ওনার স্পেয়ার কল্লা নাই
আর কল্লা ছাড়া দেখতেও ভালো দেখা যাবে না
আমরা থাকতে উনার কল্লার দিকে নজর দেবে এমন কল্লা পৃথিবীতে নাই।
ভাইজান ভোট কয়টা দিছেন? আমি দুইটা দিছি। নিজের নিকে আর এডমিনের নিকে।
নিজের নামডা দেখতে ব্যাপক লাগলো।
বিজয়ীদের অভিনন্দন।
সবাইরে শুভেচ্ছা।
নিজের নামডা দেখতে ব্যাপক লাগলো।
বিজয়ীদের অভিনন্দন।
সবাইরে শুভেচ্ছা।
আমি তো আগেই বলে ছিলাম ( প্রজন্ম ফোরাম নির্বাচন(২০১৩) এর ফলাফল ও বিজয়ীদের ব্যাক্তিগত অনুভূতি ) চার মাসের আগে mcctuhin পুরস্কার জিতেছেন তা তিনি জানতেই পারবেন না । কিন্তু তিনি আমার কথা মিথ্যা প্রমাণ করে দেড় মাসের তা মাথায় জানতে পারলেন
===
এবারের ভোট কষ্ট দিয়েছে কারণ এক অখ্যাত/অনিয়মিত/বদ সদস্য কুম্ভের কারণে ভ্রমণ ও রম্য লেখার নির্বাচন বাতিল করা হয় মডুরা একটু ইচ্ছা করলেই কিন্তু ভোট পুনরায় ভোট নিতে পারতেন
হুদ্দাই পঁচাইলেন ভাই।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মফোরাম সেরা ২০১৩ ফলাফল
০.০৭৯৭১১৯১৪০৬২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৯৬৫৫৬২০২১৪৪ টি কোয়েরী চলেছে