Re: প্রজন্মফোরাম সেরা ২০১৩ ফলাফল
অভিনন্দন সকলকে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মফোরাম সেরা ২০১৩ ফলাফল
অভিনন্দন সকলকে
......
ইয়াহু
আমি ৫টা ক্যাটাগরিতে ভোট দিছিলাম। সবগুলোই দেখি জয়ী। :hug
আর দুইটা ভোট কাজে লাগলেই ফুল হাউস হতো । বিজয়ী এবং বিজিত সবাইকে অভিনন্দন।
প্রতিবার ফোরামে ভোট হবার কারণে হলেও অনেকগুলো ভালো এবং মিসিং টপিক পড়ার সুযোগ হয়। অন্তত এই একটি কারনে হলেও ভোটের আয়োজন করার পক্ষে আমি। কিন্তু যাদের জন্য ভোট, তাদেরই অংশগ্রহণ যদি না থাকে তাহলে আয়োজকদের মনক্ষুন্ন হওয়াটাই স্বাভাবিক।
বাই দা ওয়ে, ইনভার ভ্রাতার ইনসিগনিয়া মনে হচ্ছে কোন একসময় দ্বিতীয় লাইনে জায়গা দিতে হবে।
আমার দাবীটা এখনো মানা হয় নাই ক্যা রে ।বিজয়ীরা কেনু মিষ্টি খাওয়াচ্ছে না
ভোটদানকারী, বিজয়ী, নমিনেশনপ্রাপ্ত এবং আয়োজনকারী সকল ফোরামিককে অভিনন্দন।
সেরাদের সবাই অভিনন্দন! আপনারা সবাই মিলে একদিন খাওয়ান, আমরা খাই আর দোয়া করি যেন আগামী বছরও সেরা হতে পারেন।
সবাইকে অভিনন্দন।
মজার মজার মন্তব্য পড়ে আনন্দ পেলাম।
বিজয়ীদেরকে অভিনন্দন। clap
বিজয়ী সবাইকে অভিনন্দন।
invarbrass ভাইয়ের জন্য Ambrosia, Bonanza অথবা Pavilion এ Buffet Dinner এর দাওয়াত রইলো।
নির্বাচন কমিশান চাইলে আমারগুলো রহিত করে পরেরজনকে দিয়ে দিতে পারেন
সবাইকে অভিনন্দন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মফোরাম সেরা ২০১৩ ফলাফল
০.০৬৪১৬৪১৬১৬৮২১২৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.০২৬৯৭১৮৯৩৯৯৭ টি কোয়েরী চলেছে