টপিকঃ ফ্রী ওপেন সোর্স সফটওয়্যার (FOSS) ব্যবহার করুন
আমি প্রায় সব কাজের জন্যই ভাল ফ্রী-ওয়্যার ব্যবহার করি ..... আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করলাম..
ছবি দেখার জন্য irfan view
স্ক্রীন (পুরো কিংবা আংশিক) ক্যাপচারের জন্য Captura
ফটোশপের বিকল্প GIMP
অটোক্যাডের বদলে ProgeCAD
অফিসের বদলে OpenOffice (অবশ্য আমার লাইসেন্স করা অফিসও আছে... তা সত্ত্বেও ফ্রী-ওপেন অফিসে অভ্যস্থ হচ্ছি; দেশে গেলে কাজে লাগবে.... এখানে তো প্রফেসরের পয়সায় ফুটানি মারছি)
কিছু দরকার হলে এসব জায়গায় খুজতে পারেন:
http://www.tucows.com/
http://www.download.com/
http://100-downloads.com/ (এটা এখনো ব্যবহার করিনি)
http://www.thesimpledollar.com/2006/12/ … r-windows/
http://www.listible.com/list/windows-op … r-freeware
http://www.pureviolet.net/ganttpv/index.html (প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়ার - মাইক্রোসফট প্রজেক্ট এর বিকল্প)
আপাতত খুব চাপে/ব্যস্ত আছি.... আপনারা উপরের সফটগুলোর লিংক খুজে না পেলৈ সপ্তাহখানেক পরে দেব.... তবে মনে হয় ওগুলো পরের ডাউনলোড পেজগুলোতেই পেয়ে যাবেন।
ভাল কথা -- যা দিলাম সবই কিন্তু উইন্ডোজের জন্য। ভাইবেন না যে লিনাক্স কপচাইতেছি।
(সবাইকে অনুরোধ সেটাকে সমৃদ্ধ করার জন্য অর্থবহ তথ্য/ আলোচনা সংযুক্ত করুন)