১ ২১-১২-২০১৩ ০২:৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২১-১২-২০১৩ ২১:০১)
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
তথ্যবহুল পোস্ট!
মরিচ আর মরিচ!!
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
অনেক কিছু জানলাম। বেশ টেস্টি করে লিখেছেন
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
অতি অসাধারণ উপস্থাপনা হইছে।
কোনো একটা উপন্যাসে (মনে হয়) "ঝোলে ঝালে অম্বলে" তে পড়ে ছিলাম মরিচের নানার থরনের কথা। তারপর মরিচ নিয়ে আগ্রহী হয়ে আর কিছু তথ্য জোগার করেছিলাম। মরিচ আসলে বিষ, মাত্রা বেশি হলে মানুষ রামারও যেতে পারে।+
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
চমৎকার তথ্যবহুল পোস্ট।
সবচেয়ে মজা লাগলো কীটের তরল বিষ্ঠা ব্যবহার করে মরিচ গাছের রেসপন্স বাড়ানোর ব্যাপারটা ...
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
ঝাল আমার খুব প্রিয়
। ঝালের পোস্টের জন্য সদস্য ভাইকে ঝাঝা
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
সদস্য_১ দাদা: উপস্থাপন অসাধারণ হয়েছে। শুধু দু-চার জায়গায় কুভ জাতীয় বানান ভুল চোখে লেগেছে।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
একেবারে শেষেরটাকে ক্যাপসিকাম বলে না ?
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
অনেক কিছু একসঙ্গে জানা হলো। দারুণ!
বাজারে যখন কেজি কেজি মরিচ একসঙ্গে রাখে, তখন সেগুলো দেখতে যে কী সুন্দর লাগে! মনে হয় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি।
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
ঝালে ভরপুর । অনেক সুন্দর পোষ্ট অনেক ভাল লাগা
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
@সদস্য_১
ভাই পুরা ফাটিয়ে ফেলেছেন অনেক অজানা তথ্য জানতে পারলাম।
আমার মরিচ একেবারেই সয্য হয় না। জীবনে একটা আস্ত মরিচ কখনো খেয়েছি বলে আমার মনে পরে না।
Re: হু! হা!! ঝাল বৃত্তান্ত।
একটা মজার ঘটনা শেয়ার করি। একদিন ব্র্যাক সেন্টারের চতুর্থ তলায় ব্র্যাক ইন রেস্টুরেন্টে গেলাম। ওখানে প্রচুর বিদেশি আসে। এক বিদেশি আমার পাতের কাচামরিচ দেখিয়ে এটা কী জানতে চাইলেন। তাকে ভালোভাবে বুঝিয়ে বলার পর তিনি কাচামরিচ খেতে আগ্রহ প্রকাশ করলেন। যদিও আমি তাকে ঝালের ব্যাপারে ভালোভাবে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তিনি বয়কে দিয়ে একসাথে ১৫-২০টি কাচামরিচ আনালেন। আমি আমার পাতের একটি কাচামরিচ দেখিয়ে বললাম যে, এতোগুলো না নিয়ে অ্ন্তত একটা আগে খেয়ে দেখতে, পরে ভালো লাগলে না হয় আরও কিছু খাওয়া যাবে। রেস্টুরেন্ট বয়ও তাকে বারবার সাবধান করে দিলেন। কিন্তু আমাদের কথা না শুনে তিনি সবজির মতো একসাথে ৫-৬টি মুখে দিলেন।
পরের দৃশ্য আর না বলি। গুলির বেগে ওয়াশরুমে ছুটে যাওয়ার যে কয়টি দৃশ্য নাটক-সিনেমাতে দেখা যায়, সম্ভবত তার সেরাটি দেখেছিলাম ওইদিন আমরা যারা রেস্টুরেন্টি ছিলাম তারা।