টপিকঃ Windows 8 এর Desktop এ My Computer Icon আনতে সমস্যা হলে দেখতে পারেন
ইতোমধ্যে আপনাদের মধ্যে অনেকেই Windows 8 ব্যবহার করা শুরু করে দিয়েছেন। কেউ এর Performance, Features বা Look দেখে উচ্ছ্বসিত আবার কেউবা এর নতুন নতুন Option দেখে যারপরনাই বিরক্ত।
Windows 8 কতটুকু ভাল বা খারাপ সেই তর্কে যাওয়া ঠিক হবে না। তবে Marks PC Solution Windows 8 কে সমর্থন করে।
আজ Windows 8 বিষয়ক ছোট্ট একটা সমস্যার সমাধান দেয়া হবে। যেটা আপনারা পোস্ট এর নাম দেখেই বুঝতে পারছেন।
প্রথমেই Desktop (Hint: Windows Logo + D) এ চলে যান।
মাউস এর রাইট বাটন ক্লিক করে Personalize সিলেক্ট করুন।
এবার Change Desktop Icons অপশনটি খুজে বের করুন।
এখান থেকে যে যে Icon গুলো আপনার দরকার সেগুলোতে টিক দিয়ে OK করে বেরিয়ে আসুন।
আগে থেকেই বলে নিচ্ছি এটি একটি কপি পেস্ট লেখা।
এটি প্রথমে প্রকাশিত হয় Marks PC Solution এ।
There is no mistake in the world of technology. Everything is learning!