টপিকঃ লিনাক্স মিন্ট ১৫ মেট এ কিছু সমস্যা
লিনাক্সে মিন্ট ১৫ মেট এ কিছু সমস্যার সমাধান করতে পারছি না, ব্রাইটনেস কমাতে বা বারাতে পারছি না,
ব্যাটারির ব্যাকআপ অনেক কম, স্লিপ মোড থেকে অন করতে গেল্র ডিস্পেলে কালো হয়ে যায় এর আবার রিস্টার্ট করে ঠিক করতে হয়। ভচেরা একটু সমাধান দেন। তারপর ও আমি আনন্দিত কারন আমার অপারেটিং সিস্টেম টা ওরিজিনাল পাইরেসি না