টপিকঃ কেউ কি লিনাক্স মিন্ট ১৫ ৩২ বিট এর ডিভিডি দিতে পারবেন

ভাই আমার ইচ্ছা জানালা ছেড়ে লিনাক্স সেটআপ দিব কিন্তু বগুরাতে লিনাক্স মিন্ট ১৫ এর কনো ডিভিডি পেলাম না । কেউ যদি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারতেন তাহলে কৃতজ্ঞ থাকবো

সত্য কাজে কেউ নয় রাজি  সবি দেখি তানানা

Re: কেউ কি লিনাক্স মিন্ট ১৫ ৩২ বিট এর ডিভিডি দিতে পারবেন

একই টপিক একাধিক বার করলেই আপনাকে কেউ সহযোগীতা করবে সেটা ভাবা বোধ হয় ঠিক হবে না। আপনি আপনার এই একই বিষয়ে করা প্রথম টপিকটিতেই এ সংক্রান্ত আলোচনা করতে পারতেন।

কাজী আলী নূর'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: কেউ কি লিনাক্স মিন্ট ১৫ ৩২ বিট এর ডিভিডি দিতে পারবেন

পলাশ মাহবুব ভাই আপনি এফওএসএস বাংলাদেশ এর সাপোর্ট মেইল ঠিকানায় ই-মেইল দিয়ে আবেদন জানালে ওনারা আপনাকে আপনার পছন্দের আইএসও কুরিয়ারে দিতে পারবেন বলে আশা রাখি। বিশেষ প্রয়োজনে ওঁদের ওয়েব সাইট থেকে গনযোগাযোগ সচিব মাসুদুল বারী ভাইকে মুঠোফোনে যোগাযোগ করে নিতে পারেন।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কেউ কি লিনাক্স মিন্ট ১৫ ৩২ বিট এর ডিভিডি দিতে পারবেন

ধন্যবাদ রিং ভাই মেইল দিয়েছি

সত্য কাজে কেউ নয় রাজি  সবি দেখি তানানা