Re: গওহর খান-বিগ বস ৭ এর উইনার
সাহিত্য-সংস্কৃতি থেকে বিবিধ তে এই টপিক কেন ট্রান্সফার করা হোল বুঝলাম না । মডারেটররা কি বলেন? বিগ বস তো একটা টিভির অনুষ্ঠান / রিয়েলিটি শো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » গওহর খান-বিগ বস ৭ এর উইনার
সাহিত্য-সংস্কৃতি থেকে বিবিধ তে এই টপিক কেন ট্রান্সফার করা হোল বুঝলাম না । মডারেটররা কি বলেন? বিগ বস তো একটা টিভির অনুষ্ঠান / রিয়েলিটি শো
নাহ অনেক দিন পর অবাক হইলাম প্রজন্মে এমন আজিব মডারেশন দেইখা
মডু
বিনোদনের ধারণা একেকজনের একেক রকম - সত্যি বলতে কি এই ধরণের প্রোগ্রাম আমার বিরক্ত লেগেছে। তবে দ্যা ডেডলকের যুক্তি'র মতই একটা সিম্পল যুক্তি চাইছিলাম। কিন্তু সেগুলো না করে এদিন সেদিক বিভিন্ন কথা বলা হয়েছে এ্যাতক্ষণ, এবং অভি নামক সদস্য উল্টা আমার আগের মন্তব্যটিকে "হুদাই ত্যানা প্যাচানো" বলে মাইনাস দিয়েছেন (আই ডোন্ট মাইন্ড ইন মাইনাস!) -- সম্ভবত স্টাডি করে নিশ্চিত হওয়ার প্র্যাকটিসটাকে ওনার ত্যানা প্যাচানো মনে হয়েছে। নিজের কাজকে নিয়ে প্রশ্ন করাটাকে কেউই পছন্দ করে না দেখি - হোক সে লজিকাল কিংবা শিশুসুলভ।
বয়সটা খারাপ - এ মাসে ৪০ পুরা হবে - আজ থেকে ফোরামের কোনো তুচ্ছ বিষয়ে কিচ্ছু ঘামাবো না। অ্যাডমিন নামক অভিশপ্ত জিনিষটা থেকে আসলেই মুক্তি চাই। শেষ কাজ হিসেবে এই টপিক সহ ডেডলকের কমেডি নাইটের টপিকটি সাহিত্য বিভাগে নিয়ে আসছি।
এডমিন কিংবা মডুরাও মানুষ। তাঁরাও ভুলের ঊর্দ্ধে নন। শামীম ভাই, আপনি মাইন্ড করবেন না। এসব হয়ই। ব্যাপার না। হা হা হা।
@ডেডলক,
নির্বাচন শেষ করুন..কাঁদুনি গাইতে লেগেছে ...এহ্, মনে হচ্ছে নির্বাচন বিরাট একটা কিছু! ঐ নির্বাচন হলে কী আর না হলেইবা কী? আজিড়া প্যানপ্যানানি
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » গওহর খান-বিগ বস ৭ এর উইনার
০.০৪৫১৭১৯৭৬০৮৯৪৭৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.৭২০৯৫৪৬৮৮২০১ টি কোয়েরী চলেছে