টপিকঃ খালেদাজিয়া গৃহবন্ধী নন- স্বরাস্ট্রমন্ত্রী
১০ম জাতিয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলীয় নেত্রী অবরুদ্ধ তার নিজ ঘরে দীর্ঘ দিন যাবৎ, তিনি বের হতে পারেন না আবার কেহ তার সাথে দেখা করতেও পারেন না, কেহ বলেন তিনি গৃহবন্ধী আবার কেহ বলেন না - কোনটা সত্য?
১. বিরোধী দলের নেত্রী হওয়া সত্বেও তার প্রটোকল বাতিল করা হলো
২. তার বের হওয়া এবং কেহ তার সাথে দেখা করা নিষেধ
৩. ১৩ প্লাটুন পুলিশ আর র্যাব ঘিরে রেখেছে পুলিশ
৪. সাংবাদিকদের ব্যারিক্যাট দিয়ে রাখা হয়েছে যেন তিনি কোন সাংবাদিকের সাথে কথা বলতে না পারেন
৫. জল কামান রাখা হয়েছে
৬. ৫টি বালি ভর্তি ট্রাক রাখা হয়েছে ২ ধারে
ইত্যাদি
এত সবের পরে অনেকে বলেন তিনি গৃহবন্ধী নয় - রাজবন্ধী
৩.