Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
ভাল লাগল জেনে, শেয়ার করার জন্য ধন্যবাদ ।
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
শেয়ার করার জন্য ধন্যবাদ।জানার অনেক ইচ্ছা ছিল।
৪ ০১-০১-২০১৪ ২০:২৯ সর্বশেষ সম্পাদনা করেছেন সালেহ আহমদ (০১-০১-২০১৪ ২০:৩৮)
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
সিকিমের ইতিহাস জানা এখন জরুরী হয়ে গেল?
৭১ সালে বাংলার মানুষ বন্দুককে ভয় পায়নি। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে সে চিন্তা করে ঘুম নষ্ট করার দরকার নাই। এসব প্রোপাগণ্ডার অংশ হিসেবে এখন ছড়ানো ছাড়া কিছুই নয়।
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবার সম্ভবনা একবারেই ক্ষীন। এর কারণ বিশাল জনসংখ্যা। ৯০% মুসলিম হওয়ায় সম্ভবনা নাই বললেই চলে। ভারতের ১৮ কোটি মুসলিমের সাথে যদি বাংলাদেশের ১৫ কোটি যোগ হয় তাহলে ভারতের ভোটের হিসাব নিকাশ পাল্টে যাবে।
তবে সম্ভবনা যতই কম থাকুক আমাদের সার্বভৌমত্ব রক্ষায় অবশ্যই সচেতন থাকা উচিত। নেপাল, ভুটানের মত ভারতের অঘোষিত অঙ্গরাজ্য হওয়া আমাদের জন্য আরো বেশি ক্ষতিকর হবে।
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
তার মানে ভূটান , নেপাল , বাংলাদেশ , পাকিস্তান , শ্রীলঙ্কা সব দেখি ভারতের দখল করার লিস্টের মধ্যে আছে ।
লেখাটা ভারত বিরোধী মনোভাব তৈরী করতেই কি লিখেছেন ??? নাকি সত্যি তাদের জন্যে আক্ষেপ হয় ?
বাংলাদেশ দখল করার মত কোন দেশ নয় ... দখল যদি করতেই চায় তাহলে ভূটান আর নেপাল দিয়ে শুরু হবে ।
১৯৭১ সালেও বাংলাদেশ ভারত নিতে চায়নি । কারন বাংলাদেশ ভারতের জন্যে বিশাল বোঝা হয়ে যাচ্ছিল ।
যেমনটি মালয়শিয়া সিঙ্গাপুরের সাথে হয়েছে ।
ভারত বাংলাদেশ দখল করবে ?
দখল করলে আমাদেরই সুবিধা ... পপুলেশন ডেনসিটি এত বেশী যে বাংলাদেশের ৫০% ভারতে বসতি গড়লেই তার সমাধান হয়ে যাবে । মাথা পিছু অ্যাঁয় বেড়ে যাবে ... বিনা ভিসায় পৃথিবীর প্রায় অর্ধেক জায়গা ঘোরা যাবে । আমি প্রথমেই কাশ্মির চলে যাব ঘুরতে ।
চাকরীর দ্বার খুলে যাবে ... বলিউডে কাজ করার সুযোগ পাব ।
ভারত অত বোকা না । সিকিম দখল করে ভারতের উপকার হইছে । বাংলাদেশ দখল করে বাঁশ খাওয়ার ইচ্ছা ভারতের নাই ।
ভারত যেটা করতে পারে । বাংলাদেশের বাজার দখল করে ফেলতে পারে । আর তার সুযোগ করে দিচ্ছে আমাদের দুই নেত্রী ।
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
ভারতের era of expansion এ সিকিম, দক্ষিণ ভারতের কিছু রাজ্য - ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে। সেটা স্বাধীনতার পরপর শুরুর দিকের ঘটনা। তবে চিন্তা করে দেখুন, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। আমি অন্তত আমার চারপাশের মানুষজনের সাথে কথা বলে দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতাকে অনেক সম্মান করে। কোনও ভারতীয় রাষ্ট্রনায়ক যদি বাংলাদেশের দিকে আগ্রাসন চালায় তাহলে দেশের ভিতর থেকেই বাধা আসবে। বহু মানুষ প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক রক্ষার কথা বলে। সেটা পাকিস্তান, চীন, নেপাল, ভুটান - এর ক্ষেত্রেও প্রযোজ্য। একে অন্যের দেশ দখল করে, বড়সড় একটা যুদ্ধ বাধিয়ে, মারতে মারতে আর মরতে মরতে দিন কাটানোর মত মানসিকতা কারও নেই।
ভারতের সাধারণ মানুষজনকে যতটা খারাপ মনে করেন, ততটা খারাপ বোধহয় তারা নয়
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
১০ ০২-০১-২০১৪ ১৫:৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন প্যারিস (০২-০১-২০১৪ ১৫:৫৪)
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
১২ ০২-০১-২০১৪ ১৭:২১ সর্বশেষ সম্পাদনা করেছেন অরিহন্ত (০২-০১-২০১৪ ১৭:২৪)
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
ENJOY AS U LIKE IT
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
১৪ ০২-০১-২০১৪ ১৯:১২ সর্বশেষ সম্পাদনা করেছেন rabbil rimon (০২-০১-২০১৪ ১৯:২৮)
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
Re: সিকিমের স্বাধীনতা হারানোর ইতিহাস
ইদানিং নতুন করেই আমরা এই সিকিমের কাহিনী জানতে পারছি.....জানিনা হঠাৎ করে এটা সামনে আসলো কেন। আর যা ই হো ক বাংলাদেশ কখোনে সিকিম হবে না.....বা সেই দিন ও আর নেই।
তবে হ্যাঁ কোন দৈব কারনে যদি দুই বাংলা এক হয়ে নতুন কোন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে আমরা অনেকেই অখুশি হবো না....।