২ ২৯-১১-২০১১ ০১:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন কালপুরুষ (২৯-১১-২০১১ ০১:১৪)
Re: একাত্তরের রবিনহুড!
যাক জানতে তো পারলাম। ৪০ বছর লাগলো তবুও জানতে পেরেছি। এমন অনেকে আছে যাদের নাম হয়তো কখনো জানতেই পারবো না।
Re: একাত্তরের রবিনহুড!
কেমন কষ্ট লাগলো বলে বুঝাতে পারব না ।
.
Re: একাত্তরের রবিনহুড!
এইসব বিষয়ে লোকজনের যে আগ্রহ কম তা টপিকে হিটের সংখ্যা দেখে বুঝতে পারলাম। 'সারিকার বিয়ে' এই জাতীয় টপিক খুললে হয়তো দেখা যেতো হিটে হিটান্নিত হয়ে যেতো
অটঃ ফোরামিক ফারহানকে জন্মদিনের শুভেচ্ছা।
Re: একাত্তরের রবিনহুড!
ভাল আর খারাপ দুটোই লাগলো। স্যালুট টুঁ হিম।
Re: একাত্তরের রবিনহুড!
জানতে পেরে ভালো লাগলো।
Re: একাত্তরের রবিনহুড!
সবচেয়ে খারাপ ঘটনা হচ্ছে এই ঘটনার ইম্প্যাক্ট হিসেবে উনি ওনার মানসিক ভারসাম্য হারান এবং মারা যান
Re: একাত্তরের রবিনহুড!
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: একাত্তরের রবিনহুড!
Re: একাত্তরের রবিনহুড!
আমাদের এক হিতাকাক্ষি বন্ধুর করুন পরিনতি খুবই পড়ে খুবই কষ্ট লাগল।তাঁকে স্যালুট জানাই।
Re: একাত্তরের রবিনহুড!
আরও কত নাম না জানা এমন মানুষ আছেন কে জানে!
অসাধারণ, কিন্তু করুণ এক জীবনের কাহিনী। পড়ে মনটা ভারী হয়ে গেলো।
১৪ ৩০-১২-২০১৩ ০০:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (৩০-১২-২০১৩ ০০:৫৩)
Re: একাত্তরের রবিনহুড!
অনেক দিন আগে এই টপিকটা পড়েছিলাম ...।ফোরামে আসার পর খুঁজছিলাম! কার যে টপিক ছিল মনে থাকায় যআ হইসে আরকি!!
কোথাকার কোন এক লোক মানসিক ভারসাম্য হারায় ফেলল এই দেশটাকে একটু সাহায্য করার আশা নিয়ে এ আর আমরা....................................................................... সামান্য শ্রদ্ধা দেখাইতে কুন্ঠা বোধ করি! -_- না হইত না আসলেই কিছু এই দেশের মানুষ গুলা রে দিয়া!! এই টপিকেও তেমন কমেন্ট পড়ে নাই!
এই টিপক এর জন্য +++++
পুরানা পোস্ট জানি! এখন কেউ এটা নিয়া হাউ-মাউ-খাউ করলে কইলাম গায়ে মরিচ লাগায় দিব! নিরাপদ দূরত্ব বজায় রাখুন!