সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (২৮-১১-২০১১ ২৩:১১)

টপিকঃ একাত্তরের রবিনহুড!

রাবনে বানাদি ভুড়ি :-(

সর্বশেষ সম্পাদনা করেছেন কালপুরুষ (২৯-১১-২০১১ ০১:১৪)

Re: একাত্তরের রবিনহুড!

যাক জানতে তো পারলাম। ৪০ বছর লাগলো তবুও জানতে পেরেছি। এমন অনেকে আছে যাদের নাম হয়তো কখনো জানতেই পারবো না।

নাই

Re: একাত্তরের রবিনহুড!

কেমন কষ্ট লাগলো বলে বুঝাতে পারব না ।







.

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একাত্তরের রবিনহুড!

এইসব বিষয়ে লোকজনের যে আগ্রহ কম তা টপিকে হিটের সংখ্যা দেখে বুঝতে পারলাম। 'সারিকার বিয়ে'  এই জাতীয় টপিক খুললে হয়তো দেখা যেতো হিটে হিটান্নিত হয়ে যেতো  angry

অটঃ ফোরামিক ফারহানকে জন্মদিনের শুভেচ্ছা।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: একাত্তরের রবিনহুড!

ভাল আর খারাপ দুটোই লাগলো। স্যালুট টুঁ হিম।

Re: একাত্তরের রবিনহুড!

জানতে পেরে ভালো লাগলো।

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (২৯-১১-২০১১ ১১:৪৩)

Re: একাত্তরের রবিনহুড!

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: একাত্তরের রবিনহুড!

সবচেয়ে খারাপ ঘটনা হচ্ছে এই ঘটনার ইম্প্যাক্ট হিসেবে উনি ওনার মানসিক ভারসাম্য হারান এবং মারা যান  sad sad

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: একাত্তরের রবিনহুড!

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১০

Re: একাত্তরের রবিনহুড!

১১

Re: একাত্তরের রবিনহুড!

better late than never  thumbs_up

রাবনে বানাদি ভুড়ি :-(

১২

Re: একাত্তরের রবিনহুড!

আমাদের এক হিতাকাক্ষি বন্ধুর করুন পরিনতি খুবই পড়ে খুবই কষ্ট লাগল।তাঁকে স্যালুট জানাই।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

১৩

Re: একাত্তরের রবিনহুড!

আরও কত নাম না জানা এমন মানুষ আছেন কে জানে!
অসাধারণ, কিন্তু করুণ এক জীবনের কাহিনী। পড়ে মনটা ভারী হয়ে গেলো।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (৩০-১২-২০১৩ ০০:৫৩)

Re: একাত্তরের রবিনহুড!

অনেক দিন আগে এই টপিকটা পড়েছিলাম ...।ফোরামে আসার পর খুঁজছিলাম! কার যে টপিক ছিল মনে থাকায় যআ হইসে আরকি!!

কোথাকার কোন এক লোক মানসিক ভারসাম্য হারায় ফেলল এই দেশটাকে একটু সাহায্য করার আশা নিয়ে এ আর আমরা....................................................................... সামান্য শ্রদ্ধা দেখাইতে কুন্ঠা বোধ করি! -_- না হইত না আসলেই কিছু এই দেশের মানুষ গুলা রে দিয়া!!  এই টপিকেও তেমন কমেন্ট পড়ে নাই!

এই টিপক এর জন্য +++++


পুরানা পোস্ট জানি! এখন কেউ এটা নিয়া  হাউ-মাউ-খাউ করলে কইলাম গায়ে মরিচ লাগায় দিব! নিরাপদ দূরত্ব বজায় রাখুন!  cool