২১

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

২২

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

দিলেও কি হবে আর না দিলেও কি? বেশীর ভঅগ এলাকায়তো জনগন তাদের ভোটের অধিকারটাও হারিয়েছে, এবারও "ণা" ভোট থাকলৈ ভোট দিতো অনেকেই

২৩

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

মানুষজন হা করে চেয়ে থাকে কবে একজন দেবদূত এসে ভোটে দাঁড়াবে আর অন্যরা গিয়ে ভোট দিবে। নিজে দায়িত্ব না নিয়ে এসব ফাউ প্যাচাল  hairpull

বিরুধী দল প্রার্থী দেয় নাই, এখন নিজেদের নিয়েই মকারি ... । সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো করলোই (এবং কয়েকটা জিতেছেও) -- বিরুধীতা করলে সেখানেও করতো ... ... বিচারে গ্যাঞ্জাম ছাড়া অন্য কিছু দিয়ে হিসাব মিলে না ...

২৪

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

হানিফ ঢাকার মেয়র হলো মহিউদ্দীন চট্টগ্রামের মেয়র হলো, তারপরও ১৯৮৬ সালে ১৫ই ফেব্রুয়ারী আওয়ামীলীগ আর জামাত জোট নির্বাচন বর্জন করে - এই আদর্শ এখন আওয়ামী লীগ বিএনপির থেকে ধার করেছে

২৫

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

দেশের যে পরিস্থিতি দেখছি তাতে করে ভোট কেন্দ্রের সামনে যদি একটা ককটেল ফুটায় তাহলে ভোটার সব পালাবে lol2 ।বিশেষ করে কুড়িল এলাকায় বিএনপি স্ট্রং।যদি একটা ককটেল ফুটে তাহলে সব ভো-দৌড়ে বাসায় lol2

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

২৬

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

আমি আর কষ্ট করে দিতে যাই নাই লোক পাঠিয়েছিলাম  lol lol