এলাকার প্রাক্তন নির্বাচিত এমপি মহাশয় গত ৫ বছরে তার নিজের টিভি চ্যানেল এবং স্কুলের ৩ খানা শাখা করা ছাড়া আর কোন কাজ করতে দেখি নাই, লাস্ট প্রজেক্ট দৈনিক পত্রিকা বের হচ্ছে খুব শীঘ্রই, বাসার কাছাকাছি একটা মেইন রোড ৪ বছর ধরে ভাঙ্গা ছিলো, বৃষ্টিতে কাদা পানি জমে থাকতো, আমি নিজেই একবার অর্ধেক হাটূ পর্যন্ত গেড়ে গেছি কাদাতে এবং সেইটা মেইনরোডে
যাকগে, মাস ৩/৪ আগে সব রাস্তার মোটামুটি উন্নয়ন করা হয়েছে তবে তার এহেন কর্মকান্ডের জন্য তাকে ভোট দেয়ার প্রশ্নই আসেনা আর স্বন্তন্ত্র (বানান ভুল) প্রার্থী যিনি তাকে কেউই কখনোই সমাজের কোন উন্নয়নমূলক কর্মকান্ডে দেখেনি
এবং নির্বাচনে না নামা বিরোধী দল যদি নির্বাচনে থাকতো সমস্যা হইলো সেই মানুষটারেও আমি ভোট দিয়ে সেটা নষ্ট করতে চাইতেছি না -_-
আমার জন্য একমাত্র রাস্তা ছিলো "না ভোট" এইবার শুনি যে সেইটাও নাকি বাতিল হইয়া গেছে 
করুমডা কি -_-