সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৬-১২-২০১৩ ১৫:০৩)

টপিকঃ জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

আমার এলাকার এমপি জিতে গেছেন কিনা আমি এখনো জানি না। এই পর্যন্ত কোন মিছিল বা পোস্টার চোখে পরে নাই। এমপি যদি জিতে গিয়ে থাকেন তবে তো ভোট দেবার প্রশ্নই আসে না। আর এলাকাতে ভোট হয় তবেও আমার ভোট দেবার ইচ্ছা না।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (২৬-১২-২০১৩ ১৫:২০)

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

আমার কার্ডই নাই!! তারপরও কোন ইচ্ছাও নাই!!
কারন আমি দিলে তো গেল, না দিলেও সেটা কাউন্ট হয়ে যাবে অটো!!! -_-

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

নির্বাচস অর্থাৎ একাধিক বিকল্পের মধ্য থেকে একটাকে বাছাই করা।যেখানে একাধিক অপশনই নেই সেখানে যেয়েই কি আর না যেয়েই কি?

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

যাব না অপশন কই মিয়া  cry

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

নেতা নির্বাচন হইয়া গেছেগা ।

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

ভোটার আইডি কার্ড ই পাইলাম না + এমপি হয়ে গেছে নির্বাচিত  clap

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

** এমপি নির্বাচিত হয়ে গেছে, যাওয়ার দরকার নেই।
** যাব না।

প্রথম অপশনটা বাদ দিয়ে এমন দুইটা করা দরকার।

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

যাওয়ার ইচ্ছা নাই।

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

এলাকার প্রাক্তন নির্বাচিত এমপি মহাশয় গত ৫ বছরে তার নিজের টিভি চ্যানেল এবং স্কুলের ৩ খানা শাখা করা ছাড়া আর কোন কাজ করতে দেখি নাই, লাস্ট প্রজেক্ট দৈনিক পত্রিকা বের হচ্ছে খুব শীঘ্রই, বাসার কাছাকাছি একটা মেইন রোড ৪ বছর ধরে ভাঙ্গা ছিলো, বৃষ্টিতে কাদা পানি জমে থাকতো, আমি নিজেই একবার অর্ধেক হাটূ পর্যন্ত গেড়ে গেছি কাদাতে এবং সেইটা মেইনরোডে  hairpull যাকগে, মাস ৩/৪ আগে সব রাস্তার মোটামুটি উন্নয়ন করা হয়েছে তবে তার এহেন কর্মকান্ডের জন্য তাকে ভোট দেয়ার প্রশ্নই আসেনা আর স্বন্তন্ত্র (বানান ভুল) প্রার্থী যিনি তাকে কেউই কখনোই সমাজের কোন উন্নয়নমূলক কর্মকান্ডে দেখেনি  tongue এবং নির্বাচনে না নামা বিরোধী দল যদি নির্বাচনে থাকতো সমস্যা হইলো সেই মানুষটারেও আমি ভোট দিয়ে সেটা নষ্ট করতে চাইতেছি না -_-

আমার জন্য একমাত্র রাস্তা ছিলো "না ভোট" এইবার শুনি যে সেইটাও নাকি বাতিল হইয়া গেছে  waiting

করুমডা কি -_-

১১

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

ভোটকেন্দ্রে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেখানকার ভোটার সেখানে যেতে হলে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে। দেশের যা পরিস্থিতি, এ সময়ে বাইরে যাবো না ভাবছি।

১২

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

এই একতরফা ভোটের গুষ্টি কিলাই  hairpull

এসো বাংলাকে গড়ি, বাংলাকে করি সুউচ্চ, সুমহান.........................

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২৭-১২-২০১৩ ১০:৫০)

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

১৪

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

কার্ড নেই। থাকলেও যেতাম না, এই শীতে এত কষ্ট করে যেয়ে ভোট দিয়ে আসার পথে ককটেল খাওয়ার থেকে কাথা মুড়ি দিয়ে ঘুমানোই উত্তম।

১৫

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

আমি ভোটার এবং আইডি কার্ডজনিত কোন সমস্যাও নেই। আমার আসনে অটো পাশ ও হয়নি। তারপরেও আমি/আমার পরিবারের কেউ ভোট কেন্দ্রে যাবো না।
দুমুখী সমস্যা আছি। গেলে একদলের কাছে দোষী হবো না গেলে আরেকদলের কাছে দোষী হবো।

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২৭-১২-২০১৩ ১২:৩৬)

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

১৭

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

আমার কষ্ট ইতোমধ্যে কমে গিয়েছে। মাল বিনা ভোটেই জিতে গিয়েছে।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

যাক পুলে একজন কে পাওয়া গেল যে কিনা ভোট দিতে যাবেন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৯

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

২০

Re: জরিপঃ আপনি কি ৫ জানুয়ারীর ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত