টপিকঃ সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!
প্রাথমিক মনোনয়নের জন্য আর মাত্র দুই/তিন আছে। ২৬ তারিখ লাস্ট ডেট। এখন পর্যন্ত সদস্যদের সাড়া হতাশাজনক। মাত্র চৌদ্দজন সাড়া দিয়েছেন! মানেটা দাঁড়াচ্ছে, আপনাদের আগ্রহ নেই আসলে। ঠিক আছে, আগ্রহ না থাকলে কী আর করা যাবে? বন্ধ করে দিতে হবে। আমরা কর্তৃপক্ষ আমাদের সাধ্যমত চেষ্টা করেছি, কিন্তু আপনাদের নির্বাচন, আপনাদের উতসাহ না থাকলে আমাদের কীইবা করার থাকে? এবারের নির্বাচন না হলে এর পরেও কোনোবার হবে না। খামোখা খাটাখাটুনি অর্থহীন। প্রতিবার একই কথা বলতে ভালোও লাগে না!
অনুগ্রহ করে ভোট দিন, নির্বাচিত করুন সেরা লেখাগুলোকে। এতটা স্বার্থপর হবেন না। যারা কষ্ট করে লিখেছেন, তাঁদের যোগ্য সম্মানটুকু দিন। এটুকু আশা কি আমরা করতে পারি না আপনাদের কাছে? ধন্যবাদ।