টপিকঃ সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

প্রাথমিক মনোনয়নের জন্য আর মাত্র দুই/তিন আছে। ২৬ তারিখ লাস্ট ডেট। এখন পর্যন্ত সদস্যদের সাড়া হতাশাজনক। মাত্র চৌদ্দজন সাড়া দিয়েছেন! মানেটা দাঁড়াচ্ছে, আপনাদের আগ্রহ নেই আসলে। ঠিক আছে, আগ্রহ না থাকলে কী আর করা যাবে? বন্ধ করে দিতে হবে। আমরা কর্তৃপক্ষ আমাদের সাধ্যমত চেষ্টা করেছি, কিন্তু আপনাদের নির্বাচন, আপনাদের উতসাহ না থাকলে আমাদের কীইবা করার থাকে? এবারের নির্বাচন না হলে এর পরেও কোনোবার হবে না। খামোখা খাটাখাটুনি অর্থহীন। প্রতিবার একই কথা বলতে ভালোও লাগে না!

অনুগ্রহ করে ভোট দিন, নির্বাচিত করুন সেরা লেখাগুলোকে। এতটা স্বার্থপর হবেন না। যারা কষ্ট করে লিখেছেন, তাঁদের যোগ্য সম্মানটুকু দিন। এটুকু আশা কি আমরা করতে পারি না আপনাদের কাছে? ধন্যবাদ।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

আচ্ছা  blushing

সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (২৩-১২-২০১৩ ২২:১৪)

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

সবাই সিলেকশন করতেছে... আপনারা ইলেকশন করলে হবে কি করে??
সিরিয়াসলি মনে হয় যেটা প্রাথমিক মনোনয়ন এর দ্বায়িত্ব আপনারা নিয়ে শুধু আমাদের সিল মারার দ্বায়িত্ব দিলে চরম সাড়া পেতেন...
আসলে কেউ খুঁজে খুঁজে বের করতে চায়না... অথবা কে বেশি ভালো বুঝতে পারছে না অথবা তারা কোন লেখাই পছন্দ করছে না
আমার ক্ষেত্রে আমি আইলস্যা

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৪-১২-২০১৩ ১০:০৯)

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

২৬ ডিসেম্বর পর্যন্ত ভোট যাই পরুক। তাতেই চূড়ান্ত ভোটিং করুন।

মাঝ পথে ভোটিং বন্ধ করেন না  cry cry cry cry

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

সেরা নবাগত সদস্য আর সেরা ফোরামিক সিলেক্ট করে ভোট দেয়াটা সহজ ছিল। আমার মতে নবাগততে দুইজন আর সেরা ফোরামিকে হয়তো ৩-৪ জনকে ভোটে দেয়া যায়।

কঠিন হল সব বিভাগে সেরা লেখা খুঁজে বের করা। গতকাল বিজ্ঞান, জানা-অজানা সাব-ফোরাম ঘুরে দেখলাম ইতিমধ্যেই যেগুলোকে ভোট দিয়েছি তার বাইরে আর কিছু নাই। এভাবে একজনের পক্ষে সব ফোরামগুলো খুঁজে বের করা কঠিন। আমি সাধারণত যেই সাব-ফোরামগুলোর লেখা বেশি পড়ি সেইগুলোর সেরা লেখাগুলো ইতিমধ্যেই নমিনেট করে ভোট দিয়েছি। একই ভাবে, আলোকচিত্র, চায়ের কাপে ঝড় আর বটগাছ বিভাগটা হয়তো একবার স্কিম করবো, কিন্তু সবগুলো সাব-ফোরাম আমার জন্য নয়। আমার নিজের পছন্দ নিরপেক্ষ নয় -- একটা নির্দিষ্ট ঝোঁক আছে। অন্য কেউ যদি এর বাইরের জিনিষও ভোটে আনতে চান, তাহলে ভোট দিয়ে সেটা নিশ্চিত করুন, নাহলে এই কয়টার উপরেই ভোট হবে --- পরবর্তীতে কেন তমুক লেখাটা আসলো না বলে আঙ্গুল কামড়িয়ে লাভ হবে  না  cool

১০

Re: সেরা নির্বাচন ২০১৩ - হতাশাজনক সাড়া!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত