টপিকঃ ফালতু টিপস ৭: সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড
[ডিসক্লেইমার: ফোরামে সম্ভবত আমি-ই একমাত্র ব্যক্তি যে সবার কাছ থেকে উপকার নিয়ে বেড়ায় কিন্তু অন্যকে উপকার করার কোনো সাধ্য নাই- কারণ আমি টেকি-অন্ধ! কিন্তু মাঝেমধ্যে সাধ-আহ্লাদ হয় দুয়েকটি টিপস দেবার। এই ফালতু টিপস সিরিজ সেরকমই আহ্লাদের আউটপুট। আমরা মাঝেমধ্যেই এমন কিছু সমস্যায় পড়ি যেগুলো অন্যকে বললে হাসবে, কিন্তু যে সমস্যায় পড়েছে তার কাছে সেগুলো বিশাল কিছু একটা! ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান কীভাবে করা হয়েছে- তারই ভিত্তিতে এই সিরিজ চলবে। সুতরাং ফালতু টিপস থেকে সিরিয়াস কিছু আশা করা যাবে না।]
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য আমরা অনেকে অনেক ধরনের সফটওয়্যার, অ্যাড-অন, এক্সটেনশন কিংবা প্লাগইন ব্যবহার করে থাকি। অনেকক্ষেত্রে আবার সেগুলো ডাউনলোড করে ফাইলের ধরনও কনভার্ট করতে হয়। মোটামুটি একটা ঝামেলার ব্যাপার। এতোসব ঝামেলায় না গিয়ে সহজ একটি কৌশল অনুসরণ করলে কেমন হয়?
কৌশলটি আর কিছুই না, যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন, সেই ইউআরএল-এর আগে দুটো s অর্থাৎ ডাবল s বসিয়ে দিন। অর্থাৎ আপনি যদি এই http://www.youtube.com/watch?v=Lv-sY_z8MNs ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান, তাহলে এর ইউআরএল হবে http://www.ssyoutube.com/watch?v=Lv-sY_z8MNs । কাজ মোটামুটি শেষ।
এখন দেখুন, যে ওয়েব সাইটটি ওপেন হলো, তার ডান পাশে কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চান তার বেশ কিছু অপশন আছে। আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করে ডাউনলোড করে ফেলুন। অডিও-ভিডিও বিভিন্ন ফরম্যাটেই ডাউনলোড করতে পারবেন।
কাজ শেষ।