টপিকঃ ফেসবুক ম্যাসেঞ্জার হিসেবে কি ভাল হবে?
ওয়েব ব্রাউজার ওপেন রেখে ফেসবুকে কানেক্ট থাকা আমার কাছে কিছুটা বিরক্তের বিষয়। তাই আগে Nimbuzz এর মাধ্যমে ব্যবহার করতাম। আর Nimbuzz এর সাথে ব্যবহার করতে ভালই লাগতো। তবে কেন জানি Nimbuzz এর সাথে ফেসবুক ব্যবহার আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হতো না (যদিও এই জন্য আমার যুক্তি খুব যোক্তিক না)। যাহোক পরবর্তিতে আমি Skype এর সাথে ব্যবহার শুরু করি। কিন্তু Skype এর সাথে সমস্যা হলো ফেসবুকের কেউ অফলাইনে থাকলে তাকে আমি ম্যাসেজ দিতে পারিনা।
এমতাবস্থায় আমি একটি ট্রাষ্টেড ও ইউজার ফ্রেন্ডলি ম্যাসেঞ্জার চাচ্ছি যাতে ফেসবুক ব্যবহার করা যাবে।