টপিকঃ Correction of salary sheet
=IF(E9*50%<2250,2250,IF(E9<=5000,E9*50%,IF(E9*45%<2500,2500,IF(E9<=10800,E9*45%,IF(E9*40%<4800,4800,IF(E9<=21600,E9*40%,IF(E9*35%<8500,8500,IF(E9>21600,E9*35%))))))))
এটা স্যালারী সীটের বাড়ী ভাড়ার একটি সূত্র। কেউ কি পারবেন এই সূত্রে এমন কোন অংক সংযোজন করতে যেন বাড়ী ভাড়ায় কোন ভগ্নাংশ বা দশমিক না আসে। অর্থাত মূল বেতন ৭৯১৫ টাকা হলে বাড়ী ভাড়া ৪৫% হারে 3561.75 না এসে 3561 বা 3562 টাকা আসবে। ফলাফলের ঘরে ম্যানুয়ালী ডেসিমল না তুলে সরাসরি সূত্রের মাঝে কাজ করতে হবে।
সূত্রানুযায়ী কাজ করার পর Format Cell এ গিয়ে ডেসিমেল তুলে ফেলার পর সর্বমোট যোগফল ক্যালকুলেটারের যোগফলের সাথে মেলে না। বাড়ী ভাড়ার সূত্রের মাঝে এমন কোন সূত্র যোগ করা প্রয়োজন যেন টাকার ফিগারে কোন ভগ্নাংশ না আসে। কিন্তু আমি সে অংকটা জানিনা। দয়া করে এর কোন সমাধান দিতে পারবেন কী ?
রবী বসাক, rabibasak@yahoo.com