টপিকঃ নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
এমনিতে হাজারো টেনশন তার ওপরে আরেক নতুন ঝামেলাতে পরলাম বলে মনে হচ্ছে। বিকেলে আমার নিজের নাম্বার থেকেই একটা SMS রিসিভ করলাম। মোবাইল আমার হাতেই ছিল তাই আমার মোবাইল দিয়ে অন্য কেউ পাঠানোর প্রশ্নই ওঠে না।
ম্যাসেজটি ছিলঃ
test(তারপরে আমার নাম্বারের শেষ সাতটি ডিজিট)
ম্যাসেজ টি কে একটা রিপ্লাই দিলাম (শুধুই গালি দিলাম ) । কিন্তু রিপ্লাই ম্যাসেজ টি আমার মোবাইলে আর ফিরে আসলো না। নরমালি নিজের নাম্বারে SMS দিলে সেটা ফিরে আসে কিন্তু এখানে সেটা হলো না।
কি যে হলো বা কি করবো তা মাথায় ঢুকছে না