টপিকঃ একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন
বাজেটের মধ্যে গিগাবাইটের রেডন ৭৭৫০ (২ জিবি) গ্রাফিক্স কার্ডটা পছন্দ হইছে। রায়ান্সে ৮৬০০ টাকা। সমস্যা হইল, এই গ্রাফিক্স কার্ডটার জন্য আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে কিনা বুঝতেছি না। একাধিক সাইটে দেখলাম যে এইটার আর রেডন ৪৬৫০ এর power requirement প্রায় সমান। এমনকি ৫৬৭০ র চেয়েও কম। সেই হিসাবে এইটার আলাদা পাওয়ার সাপ্লাই লাগার কথা না। কেউ কি একটু কনফার্ম করতে পারবেন যে এইটার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে কি না?