টপিকঃ প্রজন্ম ফোরাম নির্বাচন(২০১৩) এর ফলাফল ও বিজয়ীদের ব্যাক্তিগত অনুভূতি
সময় কালঃ জানুয়ারি, ২০১৪ সালের কোন এক দিন।
প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১৩ এর নির্বাচনের ফলাফল দেওয়া হয়েছে আজ। ফলাফলে যারা বিজয়ী তারা ফোরামে অফিসিয়ালি বলবেন, "ধন্যবাদ, আমাকে ভোট দেবার জন্য" আর যারা জেতেন নাই তারা বলবেন, "অভিনন্দন আপনাকে"।
কিন্তু ফোরামিকেরা আসলে মনে মনে যা ভাবেন তা অনেকেই জানেন না। সেই জন্য এই টপিকের আবির্ভাব। প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১৩ ফলাফল দেখার পরে কে কি চিন্তা করতে তা আমরা দেখে নেই।
নোটঃ
১। প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১৩ এর মনোনয়ন মাত্র শুরু হয়েছে । ফলাফল তো দূরে থাক। তাই এটা বলার কোন অপেক্ষা লাগে না যে, নীচের ফলাফল আমি সম্পূর্ণ স্বপ্নযোগে পেয়েছি। তাই এই ফলাফল বাস্তব ফলাফলের সাথে মেলার সম্ভাবনা ০%।
২। যারা সিরিয়াস মাইন্ডের লোক তাদের জন্য এই লেখা পড়া হারাম।
৩। যাদের হাতে সময় কম তারা শুধু নীল রং এর লেখা গুলো পড়তে পারেন।
৪। মোট ২০ জন সদস্যের নাম এসেছে। যাদের নাম আসে নাই তাদের একটাই কথা বলবো, আপনারাও ফোরামের প্রাণ। লিখতে থাকুন ও সাথে থাকুন আমাদের।
পার্ট -১
১। সেরা প্রাজন্মিক ২০১৩
Invarbrass এতো স্টার রাখবো কোথায় ? গতবারের তিনটা সাথে এবারের এতো গুলো স্টার। স্টারের কথায় মনে পড়লো গত কাল টিভিতে দেখেছিলাম যে, HD 10180 নামক নতুন স্টার খুজে পেয়েছে বিজ্ঞানীরা। এখন গুগল করে একটু বিস্তারিত দেখি। এই ফোরামের স্টার নিয়ে মাথা না ঘামিয়ে আসল স্টারের তথ্য মাথাতে স্টোর করি।
অথবা
রাত ৯টাঃ ডান হাতে খুন্তি দিয়ে তরকারি নাড়ছেন চুলায় এবং বা হাতে মোবাইলে ফেসবুক-ফোরামের লেখা দেখছেন, হঠাৎ ফলাফলের টপিক দেখে - তিনি তাতে ঢোকেন। আর সেরা প্রাজন্মিককে নিজের নাম দেখেই
ছবি-Chhobi ইইইইই-আল্লাহ!
(এরপরে ঘরের লোকেরা একটি ধপ্পাস শব্দ পান। তারা দেখেন যে ছবিপু মাটিতে অজ্ঞাত হয়ে মাটিতে পরে আছেন কিন্তু মুখে একটি হাল্কা হাসির ঝিলিক লেগে আছে )
২। সেরা নতুন প্রাজন্মিক ২০১৩
Jol Kona আজব! আমি এমন কি করলাম যে, সবাই আমাকে ভোট দিল
===========================
পার্ট -২
৩। গল্প-উপন্যাস
তার-ছেড়া-কাউয়া (গুনগুন করে বললেন) আমি পাবো না তো আর কে পাবে। আমার মতো দাঁড় কাক ব্রেন এই ফোরামে কার কাছে আছে ? আই লাভ ইউ দাঁড় কাক । তোমার প্রেরণার কারণের আমার এই পুরস্কার ।
(পাশে মিসেস কাউয়া ছিলেন। মনে মনে তিনি চিন্তা করলেন) আমার তো সন্দেহ হয়, দাঁড় কাক কোন প্রমীলা ফোরামিকের সিক্রেট নাম। দাঁড়াও মজা আজ রাতে খাবারে এমন মরিচ দেব তাতে তোমার দাঁড় কাকীর নাম ভুলে যাবা ।
৪। অংকন ও গ্রাফিক
অরুণ ফাঁকা মাঠে গোল দেবার মজাই আলাদা
।
৫। বিবিধ
Jol Kona ফোরামিকারা মনে হয় সব প্রথম শ্রেণীর খাদক তাই রেসিপির টপিকে সব ভোট পরেছে
৬। ছড়া
ছড়াবাজ সম্মাননা ও এই স্টার মূল আইডির সাথে যোগ করলে পুরাই উড়াধূড়া/ফাটাফাটি হয়ে যেত।
৭। সেরা রোমাঞ্চ ও রহস্য
mcctuhin (পুরস্কার জেতার চার মাস পর্যন্ত জানবে না যে তিনি জিতেছেন। তার পরে কোন একদিন নামের পাশের স্টার দেখে অনুভূতি) হুদাই গ্যাজায়েই দেখি এই পুরস্কার পেয়ে গেলাম।লোল।
৮। কবিতা
উদাসীন পোলাপানদের এতো করে বললাম, আমার নাম দিস না, আমার নাম দিস না - তাও তারা দিল। কবিতাতে আমি আর বিজ্ঞানে Invarbrass জিতবে তা আগে থেকেই গেন্দা-আন্ডা-বাচ্চা সবাই জানে। সামনের বার থেকে এই বিভাগে ভোট উঠিয়ে দিয়ে - ডাইরেক্ট উদাসীন জিতেছে বলে শুরুতেই ঘোষণা দিয়ে দেব। হুম ।
৯। মৌলিক রম্য
পলাশ মাহমুদ এই স্টারের চেয়ে প্রজন্মের এডমিন পার্সেল করে এক কার্টুন ফাইভ স্টার চকলেট দিলে দুপুরের লাঞ্চ করতে পারতাম। ২০২১ সালের অফিসিয়াল মিটআপে সবার কান ফাটিয়ে দেব "ফাইভ স্টার চকলেট চাই, প্রাণ চকো চকো চাই" স্লোগান দিয়ে।
১০। বিজ্ঞান ও প্রযুক্তি
Invarbrass এ তো জানা কথাই আমি জিতবো। মনোনয়নে পাঁচটির মধ্যে চারটি তো আমারই ছিল। এখন দেখি কোন পোস্টের জন্য জিতেছি।
অথবা
পরিবেশ প্রকৌশলী দূর! এই আইডি দিয়ে পোস্ট করে ভুল করলাম। শামীম নামের সাথে স্টার থাকলে এরেকটু স্টার স্টার ভাব আসতো।
১১। ভ্রমণ কাহিনি
তার-ছেড়া-কাউয়া হাঁ হাঁ হাঁ । এটা তো জানা কথাই আই জিতবো। সামনের বছরের টুর প্লান মিসেসের সাথে করা শেষ। এখন ২০১৪ সালেরও পুরষ্কার পাওয়া থেকে ঠেকায় কে ? হু হাঁ হাঁ হাঁ।
১২। আলোকচিত্র
ইমরান তুষার কি সব কাকের ঠ্যাং বকের ঠ্যাং এর ছবি তুললাম। তাতেই দেখি পোলাপানেরা ধুমিয়ে ভোট দিয়েছে। সামনে ভালো ছবি তুলতে তো সেরা ফোরামিক হয়ে যাব।
===========================
পার্ট -৩
১৩। যারা কোন পুরস্কার পাবেন না তাদের অনুভূতি
দ্যা ডেডলক একটি বিশেষ মহলের স্বার্থ হাসিল করার জন্যই সম্পূর্ণ ডিজিটাল কারচুপির মাধ্যমে এই ফলাফল করা হয়েছে। এই ফলাফল মানি না।
ইলিয়াস ফোরামে হাজার হাজার পোস্ট করলাম সেটা কি মানুষের চোখে লাগে না ? সামনের বছরগুলোতেও ভোটে জিতবো বলে মন হয় না। এখন ২০২১ সালের প্রজন্ম অফিসিয়াল মিটাপের সময় প্রজন্মের এডমিন এর পক্ষ থেকে Lifetime Achievement পাওয়া ছাড়া আর কিছু আশা করছি না প্রজন্ম থেকে
।
রিপন মজুমদার পুরা বছর মুক্তিযুদ্ধের পক্ষে এতো কথা বললাম কিন্তু কেউ আমাকে সেরা ফোরামিকে ভোট দিল না। এটা যুদ্ধাপরাধীদের বাকি বিচার বানচাল করার জন্য এক প্রকার ষড়যন্ত্র। এখন আমার এক দফা দাবী - প্রজন্ম ফোরাম যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকে তবে সামনের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে সেরা ফোরামিক করতে হবে।
ছায়ামানব এমন চলতে থাকলে এই জন্মতে প্রজন্ম ফোরামে ভোটে জেতার কোন সম্ভাবনা নাই। এখন শেষ ভরসা হলো দ্যা ডেডলকের কাছ থেকে "প্রজন্ম ফোরাম নির্বাচনে বিজয়ী হবার কিছু হিডেন ট্রিকস" টপিক। এই টপিক পেলেই কেবল মাত্র সামনের বার নির্বাচনে বিজয়ী হবার একটু চান্স হবে।
সবুজ হাসান ওরফে নিনজা বস এই নির্বাচন আমি মানি না। বছরের প্রথম দিকে আমি একাই ফোরামকে গরম রেখে ছিলাম তাই একমাত্র আমিই সেরা ফোরামিক হবার যোগ্য ।
problogger99 এবার তো কোন মনোনয়নই পেলাম না তাহলে পুরা বছর ধরে ফোরামে কি বাবা জি কা ঠুল্লু করলাম ? (যারা কমেডি নাইট উইথ কাপিল দেখেন তারা জানেন baba ji ka thullu কি জিনিস )
Jemsbond প্রমিলাদের নিয়ে একটি বিভাগ থাকতো তবে একটি না একটা পুরস্কার তো পেয়েই যেতাম
মেরাজ০৭ (এনার অনুভূতি কি হবে তা আমি জানি কিন্তু তা বললে - মেরাজ বলবে, “হয় নাই।” তাই দিলাম না )
পরবর্তী টপিকঃ ""প্রজন্ম ফোরাম নির্বাচনে বিজয়ী হবার কিছু হিডেন ট্রিকস"
প্রকাশিত হবেঃ ২৫শে জানুয়ারী